বাংলাদেশে এনজিও’র অবস্থান স্থানীয় উন্নয়নে এনজিও’র অবদান মূল্যায়ন করতে পারবে

মুখ্য শব্দ স্বনির্ভরতা, দারিদ্র বিমোচন, অলাভজনক, আর্থ-সামাজিক, সেবা, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, ত্রাণ
সামগ্রী।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি
সংস্থার উন্নয়ন কর্মসূচি জড়িত রয়েছে। বস্তুত পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতির এই দেশের সার্বিক অর্থনৈতিক
উন্নয়নের জন্য অনেক দিন ধরেই অনেক ধরনের বেসরকারি সংস্থা কাজ করে আসছে। এনজিও ব্যুরো’র তথ্য মতে
বর্তমানে আড়াই হাজারের মত দেশী-বিদেশী বেসরকারি সংস্থা বাংলাদেশে কাজ করছে। এই বেসরকারি সংস্থাগুলো দারিদ্র্য
বিমোচন, পল্লি উন্নয়ন, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, লৈঙ্গিক সমতা এবং মানবাধিকারসহ নানাবিধ বিষয়ে কাজ করে।
এদেশে সাধারণত তিন ধরনের বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করে। এগুলো হল:
ক. আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি সংস্থা
খ. জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা
গ. স্থানীয় পর্যায়ের বেসরকারি সংস্থা
এনজিওকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা বেশ কঠিন। তবে সাধারণভাবে বলা যায় জনগণের স্বার্থে উন্নয়ন কর্মকান্ডে জড়িত
সেবাদানকারী অলাভজনক সামাজিক সংস্থাই হল এনজিও। এনজিও-র গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এ ধরনের সংস্থা সরকারের
কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে সরকারের আইন মেনে জনগণের উন্নয়নের জন্য নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে
থাকে। এই সংস্থাগুলো অলাভজনক সংস্থা হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় উৎস থেকে অর্থ সংগ্রহ করে জনকল্যাণে
ব্যয় করে। বাংলাদেশের মত একটি উন্ন্য়শীল দেশের ক্ষেত্রে শুধু অর্থনৈতিক উন্নয়নের নামে প্রবৃদ্ধি বাড়ানোর কথা বললে
চলবে না বরং এখানে আর্থ-সামাজিক প্রতিটি খাতের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। আর এ ক্ষেত্রে এনজিওগুলো
নি¤েœাক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে।
ক্স দারিদ্র দূরীকরণ: বাংলাদেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এনজিওগুলো নানান কর্মসূচি
সম্পাদন করে আসছে। এর মধ্যে অন্যতম হল ঋণদান কর্মসূচি, প্রশিক্ষণ কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি ও
আতœকর্মসংস্থান।
ক্স ক্ষুদ্রঋণ প্রকল্প: বাংলাদেশে অনেক মানুষ অতি গরীব বিধায় তারা প্রচলিত ব্যবস্থায় ঋণ নিতে পারে না। এনজিওগুলো
ক্ষুদ্রঋণের মাধ্যমে এই পরিস্থিতিতে এক ধরনের পবিবর্তন নিয়ে এসেছে।
ক্স ক্ষমতায়ন: গ্রামীণ দরিদ্র নারীদের সামষ্টিক ভূমিকা বৃদ্ধি ও নিজেদের অধিকার তুলে ধরার সক্ষমতা সৃষ্টিতে এনজিও
কাজ করে। তথ্য জানার অধিকার, সহিংসতা বিশেষ করে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়াতে
এনজিওসমূহের যে কার্যক্রম তা সাধারণ মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখছে।
ক্স প্রাকৃতিক দুর্যোগে সাহায্য দান: বাংলাদেশে প্রতিবছর বন্যা, জলোচ্ছ¡াস, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে সরকারের
পাশাপাশি এনজিওগুলো ভূমিকা পালন করে থাকে। ত্রাণ-সামগ্রী বিতরণ, উদ্ধারকার্য সম্পাদন ও পুনর্বাসন ইত্যাদি কাজে এরা ভ‚মিকা রেখে চলেছে।
ক্স শিক্ষা সম্প্রসারণ: শিশু ও বয়স্কদের শিক্ষা, গণশিক্ষা ও নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রমে এনজিওগুলো ভূমিকা পালন করে চলেছে।
এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে বেসরকারি সংস্থাসমূহ সচেতনতা বৃদ্ধি, জনস্বাস্থ্য, নারীর
উন্নয়ন, পরিবার পরিকল্পনা, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, মূলধন সৃষ্টি, পরিবেশগত উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভ‚মিকা নিয়ে নানামুখী আলাপ-আলোচনা রয়েছে। বিশেষ করে, ক্ষুদ্র ঋণের উচ্চহার ও ঋণ আদায়ে কখনো-কখনো জবরদস্তির বিষয়টিকে নানা মহল সমালোচনার দৃষ্টিতে দেখেন।
সারসংক্ষেপ
বাংলাদেশের মত উন্নয়নশীল একটি রাষ্ট্রে সরকারের একার পক্ষে সকল ধরণের কার্যক্রম পালন সম্ভব হয় না। এছাড়াও
স্বাধীনতার পর থেকে দাতাগোষ্ঠী ও সরকারের সমান্তরালে এনজিওগুলো নানা ধরণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায়
উৎসাহী হয়। এই ধারাবাহিকতাতেই বর্তমানে এনজিও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নানাভাবে
অংশগ্রহণ করে চলেছে।
পাঠোত্তর মূল্যায়ন-৬.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। কোনটি বাংলাদেশি এনজিও?
(ক) আশা (খ) হিউম্যান রাইটস ওয়াচ
(গ) অক্সফাম (ঘ) কেয়ার
২। বাংলাদেশে কর্মরত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হল-
র. কেয়ার রর. ডানিডা
ররর. স্ইুস এইড
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
(ক) বহু নির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের দিন।
তামান্না পারিবারিক কলহের কারণে বাবার বাড়ি চলে যায়। তামান্নার স্বামী বিষয়টি মীমাংসা করতে না পেরে স্থানীয়
চেয়ারম্যান সাহেবের দ্বারস্থ হয়। চেয়ারম্যান সাহেব উভয় পরিবারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেন।
১। উদ্দীপকে উল্লিখিত বিষয়টির মীমাংসা করা চেয়ারম্যান সাহেবের কোন ধরনের কাজ?
(ক) উন্নয়নমূলক (খ) সেবামূলক
(গ) বিচার সালিশমূলক (ঘ) শান্তি-শৃঙ্খলা রক্ষামূলক
২। চেয়ারম্যান সাহেবের এরূপ উদ্যোগ
(ক) সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবে (খ) নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে
(গ) নারী অধিকার প্রতিষ্ঠিত হবে (ঘ) নাগরিক সচেতনতা বৃদ্ধি করবে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন
আসমা একটি সংস্থায় চাকরি করে, যা দারিদ্র্য বিমোচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি সরকারি নয়।
৩। উদ্দীপকের আসমা কোন ধরনের সংস্থায় চাকরি করে?
(ক) ইউনিয়ন পরিষদ (খ) পৌরসভা
(গ) উপজেলা পরিষদ (ঘ) এনজিও
৪। উক্ত সংস্থাটি ভূমিকা রাখেÑ
(ক) দুর্যোগ ব্যবস্থাপনায় (খ) দারিদ্র বিমোচন
(গ) আইন-শৃঙ্খলা রক্ষায় (ঘ) শিক্ষা বিস্তারে
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দিন
করিম সাহেব সাহাপুর ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত। তিনি সকল শ্রেণি পেশার জনগণকে সম্পৃক্ত করে এলাকার
আয়ের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, নলক‚প স্থাপন, বিচার সালিশ সম্পাদনসহ নানান উন্নয়নমূলক কাজ করেন। তার
প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনায় জনকল্যাণ নিশ্চিত হয়েছে।
৫। উদ্দীপকে করিম সাহেব যে পদের অধিকারী-
(ক) মেয়র (খ) কাউন্সিলর
(গ) চেয়ারম্যান (ঘ) হেডম্যান
৬। করিম সাহেবের এ রকম ভূমিকার ফলে জনগণ কী পাবে?
র. বিচারকার্যে অংশগ্রহণ করতে পারবে
রর. রাজনৈতিক শিক্ষালাভ করতে পারে
ররর. স্থানীয় শাসনকার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
(খ) সৃজনশীল প্রশ্ন
১। মনসুর সাহেব বাংলাদেশের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন
করছেন। তিনি ছাড়াও এ প্রতিষ্ঠানে আরও ৯ জন নির্বাচিত সাধারণ সদস্য এবং ৩ জন নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য
দায়িত্ব পালন করছেন। এ প্রতিষ্ঠানেরর কার্যকাল ৫ বছর।
(ক) এনজিও কি?
(খ) স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়?
(গ) উদ্দীপকে কোন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ইঙ্গিত দেয়া হয়েছে। ব্যাখ্যা করুন।
(ঘ) স্থানীয় উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলির মূল্যায়ন করুন।
২। স্থানীয় সমস্যা সমাধানের জন্য ‘ক’ নামক একটি সংস্থা গড়ে তোলা হয়েছে। স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি
দ্বারা সংস্থাটি পরিচালিত হয়। এ সংস্থার সদস্যগণ স্থানীয় বিষয়ে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে।
অন্যদিকে, ওই এলাকায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রয়েছে ‘খ’ নামক আরেকটি সংস্থা। এ সংস্থার জন্য
সরকার প্রয়োজনীয় কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকে।
(ক) কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
(খ) পৌরসভার গঠন সম্পর্কে কী জানেন?
(গ) ‘ক’ নামক সংস্থাটি স্থানীয় পর্যায়ে কী ধরনের শাসন? ব্যাখ্যা করুন।
(ঘ) ‘ক’ ও ‘খ’ সংস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করুন।
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন-৬.১ ঃ ১। গ, ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন-৬.২ ঃ ১। গ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৩ ঃ ১। গ ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৪ ঃ ১। গ ২। খ ৩। গ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৫ ঃ ১। খ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৬ ঃ ১। গ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৭ ঃ ১। ঘ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৮ ঃ ১। ক ২। ঘ
পাঠোত্তর মূল্যায়ন-৬.৯ ঃ ১। গ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন-৬.১০ ঃ ১। ক ২। ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]