১৯৭৩ সালের জাতীয় নির্বাচনের পটভূমি নির্বাচনের ফলাফল এর গুরুত্ব মূল্যায়ন করতে পারবেন।

মুখ্য শব্দ মুজিবনগর সরকার, সংবিধান, সম্মোহনী নেতৃত্ব, আওয়ামী লীগ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
১৯৭৩ সালের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। ১৯৭৩ সালের ৭ই মার্চ এ নির্বাচন
অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র
পরিচালিত হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ
গঠনের কার্যক্রম গ্রহণ করেন। এ জন্য প্রথমেই একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। মাত্র নয় মাসের
প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার
নিয়োগ করা হয়। তারপর নতুন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠান:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের ৭ই মার্চ তারিখেই বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত
হয়। ৩০০টি আসনে মোট ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে ১০৮৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে।
নির্বাচনের ফলাফল:
ক্রম রাজনৈতিক দলের নাম মনোনীত
প্রার্থী
প্রাপ্ত আসন
সংখ্যা
ভোটের শতকরা
হার
১. বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ ২৯৩ ৭৩.২
২. জাতীয় সমাজতান্ত্রিক দল ২৩৭ ০১ ৬.৫২
৩. ন্যাপ (মোজাফফর) ২২৪ -- ৮.৩৩
৪. ন্যাপ (ভাসানী) ১৬৯ -- ৫.৩২
৫. বাংলাদেশ জাতীয় লীগ ০৮ ০১ ০.৩৩
৬. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ০৪ -- ০.২৫
৭. বাংলার কমিউনিস্ট পার্টি ০৩ -- ০.০৬
৮. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী) ০২ -- ০.১০
৯. অন্যান্য ১২০ ০৫ ৫.৫২
মোট ১০৭৮ ৩০০ ১০০
সূত্র: বাংলাপিডিয়া, জুলাই-২০১৭।
নির্বাচনে ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল অজেয়।
৩০০টি আসনের মধ্যে ২৯৩ টিতেই আওয়ামী লীগ জয় লাভ করে। বিরোধী দলীয় প্রায় সকল প্রার্থীই পরাজিত হয়।
কেবল প্রবীণ নেতা আতাউর রহমান খান বাংলাদেশ জাতীয় লীগের প্রার্থী হিসেবে জয় লাভ করেন। সংরক্ষিত ১৫টি নারী
আসনেরও সবকটিতে আওয়ামী লীগ জয়লাভ করে।
নির্বাচনের গুরুত্ব:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এটাই ধারণা ছিল। হয়েছেও
তাই। বঙ্গবন্ধুর অবদান, ব্যক্তি ইমেজ, সম্মোহনী নেতৃত্ব, স্বাধীনতায় নেতৃত্বদান এবং আওয়ামী লীগের ঐতিহাসিক ভিত্তি
অনেক প্রভাব ফেলেছে। নির্বাচনে কারচুপি ও ব্যালট ছিনতাইয়ের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এ নির্বাচনের
গ্রহণযোগ্যতা নিয়ে তেমন প্রশ্ন ওঠে নি। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে এ নির্বাচন জরুরি ছিল। ১৯৭৩ সালের নির্বাচনের
মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।
পরিশেষে বলা যায়, ১৯৭৩ সালের নির্বাচন ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানের প্রতি শ্রদ্ধার বহি:প্রকাশ। যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে এ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ছিল।
সারসংক্ষেপ
১৯৭৩ সালের নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠান হয়। জনগণ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে ভোট প্রয়োগ করে। জাতির
জনক বঙ্গবন্ধুকে জনগণ প্রধানমন্ত্রী নির্বাচন করে। বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্খিত ঘটনার কথা বাদ দিলে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তেমন প্রশ্ন ওঠে নি।
পাঠোত্তর মূল্যায়ন-৮.২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
(ক) বাংলাদেশ আওয়ামী লীগ (খ) ন্যাশনাল আওয়ামী পাটি (মোজাফফর)
(গ) জাতীয় সমাজতান্ত্রিক দল (ঘ) বাংলাদেশ জাতীয় লীগ
২। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন করার কারণর. বঙ্গবন্ধুর ব্যাপক জনপ্রিয়তা
রর. মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বদান
ররর. অন্য কোন রাজনৈতিক দল না থাকায়
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩। কোন নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতির দীর্ঘদিনের গণতান্ত্রিক দাবি বাস্তবরূপ লাভ করে?
(ক) ১৯৭৩ সালের নির্বাচন (খ) ১৯৭৯ সালের নির্বাচন
(গ) ১৯৮৬ সালের নির্বাচন (ঘ) ১৯৮৮ সালের নির্বাচন

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]