১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পটভূমি নির্বাচনের ফলাফল গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তনে এ নির্বাচনের গুরুত্ব মূল্যায়ন কর

মুখ্য শব্দ গণআন্দোলন, স্বৈরাচার পতন, তত্ত¡াবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন অনেক কারণে গুরুত্বপূর্ণ। তীব্র
গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতন হয়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি
হুসেইন মুহাম্মদ এরশাদ এর নিকট উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন। তাঁর স্থলে সুপ্রিম কোর্টের প্রধান
বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উপ-রাষ্ট্রপতি পদে নিয়োগ করা হয়। উপ-রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এর নিকট
রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করেন। এরশাদ এর পদত্যাগের পর উপ-রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ
করেন। তিন জোট কর্তৃক প্রস্তাবিত তত্ত¡াবধায়ক সরকারের রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ রাষ্ট্রপতি ও
তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লাভ করেন।
রাষ্ট্রীয় শাসন ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, তাঁর মূল কাজ হবে অতি শীঘ্র জাতীয় সংসদ
নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন সুষ্ঠুভাবে
অনুষ্ঠানের জন্য তিন জোট কর্তৃক মনোনীত ৩১ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য হতে ১৭ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন
তিনি। ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। ১৯৯১ সালের ২৭ ফেব্রæয়ারি নির্বাচনের তারিখ হিসেবে ঠিক করা হয়।
নির্বাচন অনুষ্ঠান :
১৯৯১ সালের ২৭ ফেব্রæয়ারি স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বমোট ৭৬টি রাজনৈতিক
দল অংশগ্রহণ করে। নির্বাচনে ৩০০টি আসনে ২৭৮৭ জন প্রতিদ্বন্ধীকে ৫২.৩৭ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
নির্বাচনের ফলাফল:
১৯৯১ সালের নির্বাচনের ফলাফল নি¤েœ দেওয়া হলক্রম রাজনৈতিক দলের নাম আসন সংখ্যা ভোটের শতকরা হার
১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৪০ ৩০.৮১
২. বাংলাদেশ আওয়ামী লীগ ৮৮ ৩০.০৮
৩. জাতীয় পার্টি ৩৫ ১১.৯২
৪. জামায়াতে ইসলামী বাংলাদেশ ১৮ ১২.১৩
৫. বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ
(বাকশাল)
৫ ১.৮১
৬. কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) ৫ ১.৯১
৭. গণতন্ত্রী পার্টি ১ ০.৪৫
৮. ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ১ ০.৩৬
৯. জাতীয় সমাজতা্িন্ত্রক দল (বাসদ) ১ ০.২৫
১০. বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১ ০.১৯
১১.. অন্যান্য ৩ ৪.৩৯
১২. স্বতন্ত্র ০ ০.০০
মোট ৩০০
সূত্র: বাংলাপিডিয়া, জুলাই-২০১৭।
নির্বাচন মূল্যায়ন:
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি অন্ধকার থেকে আলোতে পদার্পণ করে। বাংলাদেশে সামরিক শাসনামলের
নির্বাচনগুলোতে ভোট জালিয়াতি, সন্ত্রাস, কেন্দ্র দখল মুখ্য হয়ে উঠেছিল । সেদিক থেকে ১৯৯১ সালের নির্বাচন একবারেই ব্যতিক্রম ছিল। তত্ত¡াবধায়ক সরকারের অধীনে ইতিহাসের প্রথম নির্বাচন দেশে-বিদেশের সংবাদ মাধ্যমেও প্রশংসিত হয়েছে।
সারসংক্ষেপ
প্রধান রাজনৈতিক দলগুলির ব্যাপক আন্দোলনের মুখে এরশাদ সরকার ১৯৯০ সালের নভেম্বর মাসের শুরুতে পদত্যাগ
করতে বাধ্য হয়। সে সাথে আন্দোলনের শর্ত অনুযায়ী তত্ত¡াবধায়ক সরকার গঠন করা হয়। ১৯৯১ সালের ২ মার্চ
তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে সংসদে যায়। এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে আসে।
পাঠোত্তর মূল্যায়ন-৮.৬
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। ১৯৯১ সালের নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?
(ক) ১২ জানুয়ারি (খ) ২৭ ফেব্রæয়ারি
(গ) ১৮ মার্চ (ঘ) ২০ এপ্রিল
২। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন
র. নির্দলীয় এবং নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে হয়
রর. সরকার ও নির্বাচন কমিশনের কার্যাবলি প্রশ্নবিদ্ধ হয়
ররর. ১৯৯১ সালের ২৭ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন লাভ করে?
(ক) ৫০টি (খ) ৬৪টি
(গ) ৭৯টি (ঘ) ৮৮টি

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]