১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের পটভূমি নির্বাচনের ফলাফল ও পরিসংখ্যান নির্বাচনের গুরুত্ব মূল্যায়ন কর

মুখ্য শব্দ তত্ত¡াবধায়ক ব্যবস্থা, স্থায়ীকরণ, ত্রয়োদশ সংশোধনী, আওয়ামী লীগ
পঞ্চম সংসদের মেয়াদ শেষ হবার কিছুদিন পূর্বে প্রধানমন্ত্র্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে সংসদ ভেঙ্গে দেবার
পরামর্শ দেন। রাষ্ট্রপতির নির্দেশে নির্বাচন কমিশন ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারি নির্বাচনের তারিখ হিসেবে
ঘোষণা করেন। কিন্তু সিংহভাগ রাজনৈতিক দল তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই নির্বাচন
বয়কট করে। তবু বেগম খালেদা জিয়ার পরিকল্পনা অনুযায়ী ১৫ ফেব্রæয়ারি তারিখে ভোটার ও প্রতিদ্বন্দীবিহীন নির্বাচন
অনুষ্ঠিত হয়। সর্বনি¤œ ভোটার উপস্থিতির এ নির্বাচন জনগণ মেনে নেয় নি। তীব্র আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের মুখে
বিএনপি সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত¡াবধায়ক সরকার আইন পাস করে। বিচারপতি হাবিবুর
রহমান এ তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন পান। এই তত্ত¡াবধায়ক সরকারের প্রধান দায়িত্বই ছিল
নির্বাচন অনুষ্ঠান করা। সেজন্য তাঁরা নির্বাচনের পরিবেশ তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রতি দৃষ্টি দেন। ১৯৯৬
সালের ৮ এপ্রিল সাবেক আমলা মোহাম্মদ আবু হেনাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। নির্বাচন কমিশন ১২ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।
নির্বাচন:
১৯৯৬ সালের ১২ জুন একটি সর্বজন গ্রাহ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ৮১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ
করে। নির্বাচনে প্রার্থী ছিল ২৫৭৪ জন। যার মধ্যে ২৭৯ জন ছিল স্বতন্ত্র প্রার্থী, নারী প্রার্থী ছিল ৩৬ জন। এই নির্বাচনে
রেকর্ড সংখ্যক ৭৩.৬১ ভাগ ভোটার ভোটাধিকার প্রদান করেন। মোট নির্বাচক ছিল ৫,৬৭,১৬,৯৩৫ জন। আইন-শৃঙ্খলা
রক্ষায় প্রায় ৪ লক্ষ পুলিশ, বিডিআর ও আনসার নিয়োজিত ছিল। ১৯৯৬ এর জুনের নির্বাচনে ভোটার যেমন বেশি ছিল তেমনি দেশি-বিদেশি পর্যবেক্ষকও অতীতের যেকোন নির্বাচনের চেয়ে বেশি ছিল।
নির্বাচনের ফলাফল:
ক্রম রাজনৈতিক দলের নাম আসন সংখ্যা ভোটের শতকরা হার
১. বাংলাদেশ আওয়ামী লীগ ১৪৬ ৩৭.৪৪%
২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১১৬ ৩৩.৬০%
৩. জাতীয় পার্টি ৩২ ১৬.৪০%
৪. জামায়াতে ইসলামী বাংলাদেশ ৩ ৮.৬১%
৫. ইসলামী ঐক্য জোট ১ ১.০৯%
৬. জাতীয় সমাজতান্ত্রিক দল ১ ০.২৩%
৭. স্বতন্ত্র ১ ১.০৬%
৮. অন্যান্য ০ ০.০০%
মোট ৩০০
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন, ২০১৭।
মূল্যায়ন :
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে বাংলাদেশের ইতিহাসে গুরুত্ববহ করে। ১৯৯১ সালের পঞ্চম নির্বাচনের মত এ
নির্বাচটিও সুষ্ঠু নিরপেক্ষ হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্যতা পায়। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর পুনরায় সরকার গঠন করে।
সারসংক্ষেপ
বিরোধী দলগুলোর প্রচন্ড আন্দোলনের মুখে একদলীয় ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ীকরণে
বাধ্য হয় বিএনপি। এই ধারাবাহিকতাতে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যা সর্বমহলে গ্রহণযোগ্যতা পায়।
এই নির্বাচনের মধ্য দিয়ে ১৯৭৫ সালে সামরিক অভ্যূত্থানে উৎখাত হওয়া বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ২১ বছর পরে পুনরায় সরকার গঠন করে।
পাঠোত্তর মূল্যায়ন-৮.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ কত বছর পর ক্ষমতাসীন হয়?
(ক) ১০ বছর (খ) ১৫ বছর
(গ) ২১ বছর (ঘ) ২৫ বছর
২। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়?
(ক) ১৪৬টি (খ) ১৫০টি
(গ) ২০০টি (ঘ) ১৫৮টি
৩। ১৯৯৬ (জুন) সালের নির্বাচনের তাৎপর্য-
র. মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান দল আওয়ামী লীগের সরকার গঠন
রর. অবাধ ও সুষ্ঠু নির্বাচন
ররর. আন্তর্জাতিক মহলে স্বীকৃত নির্বাচন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]