বাংলাদেশের বৈদেশিক নীতি ও বিভিন্ন সংস্থা

আধুনিক বিশ্বে কোন রাষ্ট্রই বিছিন্নভাবে থাকতে পারে না। নিজের স্বার্থ ও অস্তিত্ব রক্ষার জন্য প্রত্যেক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের
সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। প্রতিটি রাষ্ট্র এখন পরষ্পর নির্ভরশীল। প্রতিটি রাষ্ট্র নিজস্ব জাতীয় লক্ষ্য, নীতি ও স্বার্থ
বাস্তবায়নে সচেষ্ট থাকে। বৈদেশিক নীতি হল সেই স্বার্থ ও লক্ষ্য বাস্তবায়নের একটি বিশেষ পদ্ধতি মাত্র। বাংলাদেশের বৈদেশিক নীতি ‘‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রæতা নয়’’ - নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
জেমস রোজনাও এ প্রসঙ্গে বলেন, ‘‘বৈদেশিক নীতি হল আন্তর্জাতিক পরিমন্ডলে কোন রাষ্ট্রের ক্রিয়া-প্রতিক্রিয়ার সমষ্টি,
যার মাধ্যমে সে রাষ্ট্র বিশেষ কোন স্বার্থ অর্জনে বদ্ধপরিকর।’’
জোসেফ ফ্রাংকল বলেন, ‘‘বৈদেশিক নীতি হল সিদ্ধান্ত ও ক্রিয়া-প্রতিক্রিয়ার ফল, যা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক
সৃষ্টি করে।’’
নর্মান প্যাডেলফোর্ড, আর্থার লিংকন এবং লিওলভে এ প্রসঙ্গে বলেন, ‘‘বৈদেশিক নীতি হল ঐ সব জটিল প্রক্রিয়ার
ফলশ্রæতি যার মাধ্যমে রাষ্ট্র তার লক্ষ্য অর্জন ও স্বার্থ আদায়ে সক্ষম হয়।’’
বাংলাদেশের বৈদেশিক নীতি :
আধুনিক বিশ্বে প্রত্যেক রাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল। প্রতিটি রাষ্ট্র অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক
ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের জন্য অপর রাষ্ট্রের সাথে অনুরূপ সম্পর্ক স্থাপন করে। রাষ্ট্র প্রকৃত পক্ষে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য
বৈদেশিক নীতি প্রণয়ন করে। এ জন্য অটো ভন বিসমার্ক বলেন, ‘‘অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হল পররাষ্ট্র নীতি।”
পৃথিবীর সকল রাষ্ট্রের ন্যায় বাংলাদেশেরও নিজস্ব বৈদেশিক নীতি রয়েছে। সংবিধানের ২৫নং অনুচ্ছেদ অনুযায়ী
বাংলাদেশের বৈদেশিক নীতিসমূহ নি¤েœ উপস্থাপন করা হলর. জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা- এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি।
রর. রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নির¯্রীকরণের জন্য চেষ্টা করবে।
ররর. প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে।
রা. সা¤্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে রাষ্ট্র সমর্থন করবে।
পরিশেষে বলা যায়, বৈদেশিক নীতি হল রাষ্ট্রের সে সকল কার্যাবলির বিবরণী, যার মাধ্যমে রাষ্ট্র তার স্বার্থ সংরক্ষণের জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। অন্যান্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশ জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।
সারসংক্ষেপ
অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ হল একটি রাষ্ট্রের বৈদেশিক নীতি। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের
বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য। বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদে উল্লেখিত নীতিসমূহ যেমন
শ্রদ্ধা করে, তেমনি বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করে। বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সংস্থার সাথেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে।
পাঠোত্তর মূল্যায়ন-৯.১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। সংবিধানের কত নং অনুচ্ছেদে বাংলাদেশের বৈদেশিক নীতিসমূহ উল্লেখ রয়েছে?
(ক) ২৫ (খ) ১৩৭
(গ) ৩৮ (ঘ) ১৩৯
২। “বৈদেশিক নীতি হল সিদ্ধান্ত ও ক্রিয়া-প্রতিক্রিয়ার ফল, যা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টি করে।’’উক্তটি কে করেছেন?
(ক) জেমস রোজনাও (খ) প্যাডেলফোর্ড
(গ) হার্টম্যান (ঘ) জোসেফ ফ্রাংকল
৩। ‘‘অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হল পররাষ্ট্রনীতি’’- উক্তিটি কে করেছেন?
(ক) কিসিঞ্জার (খ) হার্টম্যান
(গ) বিসমার্ক (ঘ) জোসেফ ফ্রাংকল
৪। ‘‘বৈদেশিক নীতি হল ঐ সব জটিল প্রক্রিয়ার ফলশ্রæতি যার মাধ্যমে রাষ্ট্র তার লক্ষ্য অর্জন ও স্বার্থ আদায়ে সক্ষম
হয়।’’- কে বলেছেন?
(ক) জোসেফ ফ্রাংকল (খ) প্যাডেলফোর্ড, লিংকন এবং ওলভি
(গ) জেমস রোজনাও (ঘ) ফ্রেশার
৫। বাংলাদেশের বৈদেশিক নীতির লক্ষ্য হল-
(র) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা
(রর) প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক গড়ে তোলা
(ররর) প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর, ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]