মুখ্য শব্দ ওআইসি, উপনিবেশবাদ, বর্ণবৈষম্য, মান মর্যাদা, জাতীয় অধিকার
ওআইসি’র (ঙওঈ) এর পূর্ণরূপ বা ইসলামী সম্মেলন সংস্থা। সংস্থাটি
২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৯ সালের ২১ আগস্ট
জেরুজালেমের আল-আকসা মসজিদে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে। এ পরিস্তিতিতে ইসলামী বিশ্ব নেতৃবৃন্দরা ইসলামের
সম্মান, মর্যাদা ও বিশ্বাস রক্ষা করার জন্য এক আলোচনা সভায় বসেন। ঐ বৈঠকে সৌদি আরব প্রস্তাব করে যে, বিষয়টি
যেহেতু গোটা মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর তাই এটি নিয়ে আলোচনার জন্য সকল মুসলিম দেশের রাষ্ট্র প্রধানদের নিয়ে
একটি জরুরি বৈঠক করা আবশ্যক। সৌদি আরব, মরক্কো, ইরান, পাকিস্তান, সোমালিয়া, মায়লেশিয়া ও নাইজারকে নিয়ে
একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে প্রায় সকল মুসলিম
সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সম্মেলনে উপস্থিত হয়। এ সম্মেলনের মাধ্যমে ওআইসি প্রতিষ্ঠা পায়। ২০১১ সালের ২৮ জুন ইসলামী
সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা রাখা হয়।
ওআইসি’র গঠন
প্রতিষ্ঠাকালীন ওআইসি’র সদস্য রাষ্ট্র ছিল ২৫টি। বর্তমানে এ সংস্থার মোট সদস্য সংখ্যা ওআইসি’র অফিসিয়াল
ভাষা হচ্ছে আরবি, ইংরেজি ও ফরাসি। এর প্রশাসনিক দপ্তর জেদ্দা, সৌদি আরব। ওআইসি’র পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে
পাঁচটি। ওআইসি’র সদস্য ৫৭টি রাষ্ট্রের নাম হল আফগানিস্তান, আলজেরিয়া, শাদ, মিশর, গায়না, ইন্দোনেশিয়া, ইরান,
জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব,
সেনেগাল, সোমালিয়া, সুদান, তিউনিশিয়া, তুরস্ক, ইয়েমেন, বাহরাইন, ওমান, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত,
সিয়েরা লিওন, বাংলাদেশ, গ্যাবন, গাম্বিয়া, গিনি বাসাউ, উগান্ডা, বারকিনা ফাসো, ক্যামেরুন, কমোরোস, ইরাক, মালদ্বীপ,
জিবুতি, বেনিন, ব্রæনাই, নাইজেরিয়া, আজারবাইজান, আলবেনিয়া, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, মোজাম্বিক,
কাজাখস্তান, উজবেকিস্তান, সুরিনাম, টোগো, গায়না ও আইভরি কোস্ট। বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসি’র সদস্য পদ
লাভ করে।
ওআইসি’র লক্ষ্য ও উদ্দেশ্য
ওআইসি’র সনদ অনুযায়ী এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য নি¤œরূপর. সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী ঐক্য উন্নত করা।
রর. অর্থনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে সদস্য রাষ্ট্রসমূহকে
সহযোগিতা করা।
ররর. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে সদস্য রাষ্ট্রসমূহের অভিন্ন স্বার্থে কাজ করা।
রা. সকল প্রকার বর্ণ-বৈষম্যের মূল উৎপাটন এবং সব রকমের উপনিবেশবাদের বিলোপ সাধনের চেষ্টা করা।
া. সুবিচার ভিত্তিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন দান।
ার. ইসলামের পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানের সংগ্রামকে সমন্বিত সুসংহত করা এবং ফিলিস্তিনি জনগণের
ন্যায্য সংগ্রামকে সমর্থন করা এবং তাদের অধিকার আদায় ও দেশ মুক্ত করার কাজে সহায়তা প্রদান।
ারর. মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় অধিকার সংরক্ষণের সকল সংগ্রামে মুসলিম জনগণকে শক্তি
যোগানো।
াররর. সদস্য রাষ্ট্রসমূহ এবং অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি
করা।
তাই বলা যায়, মুসলিম বিশ্বের সর্বোচ্চ সহযোগিতা সংস্থা হল ওআইসি। এ সংস্থার মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ও
জনগণের কল্যাণকামী কার্যক্রম পরিচালিত হয়। মুসলমানদের শান্তি, নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় অধিকার
রক্ষার্থে ওআইসি’র ভ‚মিকাকে অস্বীকার করা যায় না।
সারসংক্ষেপ
ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি একটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থা। ২০১১ সালের হিসাব অনুযায়ী এ সংস্থার
সদস্য রাষ্ট্রগুলোর সর্বমোট লোকসংখ্যা ১.৬ বিলিয়ন। মুসলিম স্বার্থ রক্ষার ক্ষেত্রে এ সংস্থার অবদান অনস্বীকার্য।
অর্থনেতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক
সাহায্য-সহযোগিতা ওআইসি’র অন্যতম লক্ষ্য।
পাঠোত্তর মূল্যায়ন-৯.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। ওআইসি’র প্রশাসনিক দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেদ্দা (খ) কায়রো
(গ) মক্কা (ঘ) তেহরান
২। ওআইসি’র অফিসিয়াল ভাষা কয়টি?
(ক) ২ (খ) ৩
(গ) ৫ (ঘ) ৭
৩। ওআইসি’র প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
(ক) ২০ (খ) ২৯
(গ) ২৭ (ঘ) ২৫
৪। ওআইসি’র লক্ষ্য হলর. সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসলামী ঐক্য উন্নত করা
রর. ইসলামের পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধান
ররর. যুদ্ধপরবর্তী দেশের পুনর্গঠনে সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর, ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র