ইউরোপিয় ইউনিয়ান গঠন ইউরোপিয় ইউনিয়ান লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর

মুখ্য শব্দ বাণিজ্য নীতি, ইউরো, ম্যাসক্টিট চুক্তি, ইউরোটম, শুল্ক, ব্রাসেলস চুক্তি, ইউরোপীয়
পার্লামেন্ট, ইউরোপিয়ান কাউন্সিল।
বর্তমান বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)
ভ‚মিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সাধারণ ও স্বতন্ত্র বাণিজ্য
নীতি পরিচালনার ক্ষমতা রয়েছে। ইইউ ইউরোপ মহাদেশের ২৮টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক সাহায্য, উন্নয়ন সহযোগিতা এবং মানবতাধর্মী কাজে সাহায্যসহ প্রভৃতি ক্ষেত্রে
ইউরোপিয়ান ইউনিয়নের ভ‚মিকা প্রশংসনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের
জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে। ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে
ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ঊঈঝঈ- ঊঁৎড়ঢ়বধহ ঈড়ধষ ধহফ ঝঃববষ ঈড়সসঁহরঃু) গঠিত হয়, যা ইউরোপিয়
ফেডারেশনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্,
ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে ‘রোম চুক্তি’ স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি,
১৯৫৮ সালে ইইসি (ঊঊঈ- ঊঁৎড়ঢ়বধহ ঊপড়হড়সরপ ঈড়সসঁহরঃু) এবং ইউরোটম (ঊঁৎধঃড়স) প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে ইইসি একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়। ১৯৬৫ সালে সম্পাদিত ‘ব্রাসেলস চুক্তি’
সংগঠনটিকে ইসিতে রূপান্তরিত করে। ১৯৯১ সালে স্বাক্ষরিত ‘ম্যাসট্রিক্ট চুক্তি’র ভিত্তিতে
ইসি রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন (ঊট- ঊঁৎড়ঢ়বধহ টহরড়হ) হিসেবে প্রতিষ্ঠা পায়। ইউরোপিয়ান
ইউনিয়ন এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের অভিন্ন মুদ্রা ‘ইউরো’।
ইউরোপিয়ান ইউনিয়নের গঠন ১৯৫১ সালে ইউরোপের রাষ্ট্রগুলো যখন অর্থনৈতিকভাবে একত্রিত হওয়ার চেষ্টা করেছিল তখন কেবল বেলজিয়াম, জার্মানী,
ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যাÐস্ অংশ গ্রহণ করেছিল। সময়ের ধারায় অনেক রাষ্ট্র এ সংস্থায় যোগদানের
সিদ্ধান্ত নেয়। ১ জুলাই, ২০১৩ সালে ক্রোয়েশিয়ার সংযোজনের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা
বৃদ্ধি পেয়ে ২৮টিতে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠাকালীন ৬টি সদস্য রাষ্ট্র ব্যতীত অন্য ২২টি রাষ্ট্র হল- ডেনমার্ক, আয়ারল্যান্ড,
ব্রিটেন, গ্রিস, পর্তুগাল, স্পেন, অষ্ট্রিয়া, ফিনল্যাÐ, সুইডেন, পোল্যাÐ, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, ¯েœাভাকিয়া, লিথুয়ানিয়া,
এস্তোনিয়া, হাঙ্গেরি, ¯েøাভেনিয়া, মাল্টা, সাইপ্রাস, বুলগেরিয়া, রুমানিয়া ও ক্রোয়েশিয়া। ২০১৬ সালে এক গণভোটের
মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এগুলো নি¤œরূপ -
র. ইউরোপিয়ান কাউন্সিল
রর. ইউরোপিয়ান পার্লামেন্ট
ররর. ইউরোপিয়ান কমিশন
রা. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস
া. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক
ার. দি কোর্ট অব অডিটরস
ইউরোপিয়ান ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য
ইউরোপিয়ান ইউনিয়নের সনদ অনুযায়ী এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নি¤œরূপর. পারস্পরিক স্বার্থে উল্লেখযোগ্য হারে শুল্ক হ্রাসের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্যের জন্য সাধারণ ও সুলভ বাজার সৃষ্টি।
রর. সদস্য রাষ্ট্রসমূহের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতি সাধন।
ররর. প্রয়োজনে কিছু ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করে বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা করা।
রা. একক মুদ্রা ব্যবস্থার মাধ্যমে আন্ত:মহাদেশীয় ব্যবস্থা গড়ে তোলা।
া. সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আর্থ-সামাজিক ও আঞ্চলিক সংযোগ ও ঐক্য সুদৃঢ় করা।
ার. নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা।
ারর. রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সাধারণ ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সংলাপ ও পরামর্শ করা। াররর. ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষা ও সমৃদ্ধ করা।
রী. শিশুদের অধিকার রক্ষা এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে সংহতি বৃদ্ধি করা।
ী. ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা।
ীর. নাগরিকদের জন্য অভ্যন্তরীণ বিরোধহীন, নিরাপদ ও ন্যায়সঙ্গত অঞ্চল গড়ে তোলা, যেখানে তাঁরা অবাধে চলাচল করতে পারবে।
ীরর. সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপন ও আত্মরক্ষার ক‚টনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখা।
পরিশেষে বলা যায়, ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপকে ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ তথা সারা বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে।
সারসংক্ষেপ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য যে সংস্থা গড়ে ওঠে তা আজকের
ইউরোপিয়ান ইউনিয়ন। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বিভিন্ন বিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ নিয়েছে।
ইউরোপের নাগরিকদের শান্তি, অর্থনৈতিক অগ্রগতি, রাষ্ট্রের উন্নতি, ক‚টনৈতিক সম্পর্ক প্রভৃতি ক্ষেত্রে ইউরোপিয়ান
ইউনিয়ন ভ‚মিকা রাখছে। ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ইউরোপিয়ান ইউনিয়ন ২০১২ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
পাঠোত্তর মূল্যায়ন-৯.৫
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি?
(ক) ৫ (খ) ৬
(গ) ৭ (ঘ) ৮
২। ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৯৩ (খ) ১৯৮৬
(গ) ১৯৫৮ (ঘ) ২০১২
৩। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কয়টি?
(ক) ২৫ (খ) ৩২
(গ) ৩৫ (ঘ) ২৮
৪। কোন চুক্তির ভিত্তিতে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়?
(ক) লিসবন চুক্তি (খ) ব্রাসেলস চুক্তি
(গ) ম্যাসট্রিক্ট চুক্তি (ঘ) প্যারিস চুক্তি
৫। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জার্মানী (খ) বেলজিয়াম
(গ) নেদারল্যান্ড (ঘ) ইতালি
৬। ইউরোপীয়ান ইউনিয়ন গঠনের উদ্দেশ্য-
র. বাণিজ্যিক অর্থনৈতিক উন্নতি সাধন
রর. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
ররর. সদস্য দেশগুলোর পারস্পরিক বিশ্বাস স্থাপন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর, ও ররর

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]