স¤্রাট আকবর ভারতে মোগল শাসন বিস্তার ও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এসব
পদক্ষেপের মধ্যে রয়েছে তার রাজপুত নীতি, ভ‚মি ব্যবস্থা তথা মনসবদারী প্রথা ইত্যাদি।
স¤্রাট আকবরের রাজপুত নীতি: ভারতে মোগল রাজ্য বিস্তারের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি ছিল রাজপুত জাতি।
জাতিগতভাবে রাজপুতরা ছিল বীর ও স্বজাত্যবোধে সচেতন যোদ্ধা। সম্রাট আকবর রাজ্যের স্থায়িত্ব ও সম্প্রসারণের লক্ষ্যে
একটি যৌক্তিক রাজপুত নীতি গ্রহণ করেন। তাঁর রাজপুত নীতিকে দুভাগে ভাগ করা যায় মিলনাত্বক নীতির অংশ হিসেবে
১. মিত্রতামূলক নীতি এবং ২. যুদ্ধদেহী নীতি।
আকবর রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন, তাদেরকে উচ্চ পদে নিয়োগ, জিযিয়া ও তীর্থ কর রহিতকরণ, এবং
রাজপুত সংস্কৃতি পৃষ্ঠপোষকতা করে মিত্রতা স্থাপন করেন। আকবর স্বয়ং অম্বররাজ বিহারীমলের, বিকানীর ও জয়
সিলমিরের রাজপুত কুমারীকে বিয়ে করেন। তিনি ১৫৮৪ খ্রিস্টাব্দে যুবরাজ সেলিমের সাথে জয়পুরের রাজা ভগবান দাসের
কন্যার বিয়ে দেন। তিনি রাজার টোডরমল, রাজা বিহারী মল, ভগবান দাস এবং মানসিংহকে প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত
করেন। তিনি জিযিয়া ও তীর্থযাত্রীদের কর বাতিল করেন। তিনি কবি পÐিত ও চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন। যুদ্ধাংদেহী
নীতির অংশ হিসেবে আকবর রনথম্ভোর, যোধপুর, জয়সালমীর, বিকানী এবং চিতোর রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন
এই অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
রাজপুত নীতির ফলাফল
আকবরের রাজপুত নীতি মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করে। এর ফলে মোগলরা পরবর্তী চার পুরুষ ব্যাপী রাজপুতদের
সমর্থন ও সহযোগিতা লাভ করে। এ ছাড়াও রাজপুত ও মোগল সংস্কৃতির সংমিশ্রণ ও সমন্বয়ের ধারা লক্ষ্য করা যায়।
আকবরের ভ‚মি শাসন ব্যবস্থা
সম্রাট আকবরের ভ‚মি শাসন ব্যবস্থা অনন্য কৃতিত্বের দাবীদার। শেরশাহের রাজস্ব-সংস্কার নীতিতে অনুপ্রাণিত হয়ে
মুজাফ্ফর খান তুরবতী ও রাজা টোডরমলের সহযোগিতায় আকবর রাজস্ব ব্যবস্থার উন্নতি সাধন করেন। তাঁর রাজস্ব
নীতির মূল লক্ষ্য ছিল- ১. জমির শ্রেণি বিভাগকরণ, ২. উৎপন্ন শস্যের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ।
ভ‚মি জরিপ ও ভ‚মির শ্রেণি বিভাগ
সম্রাট আকবরের অর্থমন্ত্রী সা¤্রাজ্যের অন্তর্ভুক্ত টোডরমল সা¤্রাজ্যের অন্তর্ভুক্ত সকল জমি জরিপ করিয়ে উর্বরতা ও কত কাল
যাবৎ চাষাবাদ করা হয়-এসব তথ্যর ভিত্তিতে চাষের জমি সমূহকে ৪ ভাগে ভাগ করেন। যথা ১. পোলাজ জমি এ সমস্ত
জমি প্রতি বছর চাষ করা হত। ২. পরাউতি জমি এ ধরনের জমি একবার চাষের পর উর্বরতা বৃদ্ধির জন্য কিছুদিন
অনাবাদী রাখা হত। ৩. চাচর জমি এ সমস্ত জমি তিন বা চার বছর পর পর চাষ করা হত। ৪. বনযার জমি এ
ধরনের জমি পাঁচ বছরের জন্য অনাবাদী থাকত। প্রথম দুই ধরনের ভ‚মি থেকে উৎপন্ন শস্যের এক তৃতীয়াংশ ভ‚মি রাজস্ব
হিসেবে গৃহীত হতো। চাচর ও বনযার জমির উপর সামান্য হারে রাজস্ব ধার্য করা হয়। কৃষকগণ নগদ টাকায় অথবা শস্যে
খাজনা দিতে পারতো। এই ভ‚মি রাজস্ব নীতি ‘যাবতী’ বা টোডরমলের ‘রায়তওয়ারী’ প্রথা নামে পরিচিত। এছাড়াও কোন
কোনো জমির উৎপাদিত ফসলের ১/৩ অংশ সরকার কর হিসেবে পেত। সা¤্রাজ্যের কোনো কোনো সুবাহতে ফসল
উৎপাদনের কোনো জরিপ না করে অনুমানের ভিত্তিতে সরকার ও রায়তের মধ্যে ফসল ভাগ করা হতো।
প্রত্যেক সুবাহ বা প্রদেশের রাজস্ব আদায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হতো দিওয়ান। তিনি আদায়কৃত রাজস্ব থেকে
সুবাদারকে প্রয়োজনীয় অর্থ দেয়ার পর উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় রাজকোষে প্রেরণ করতেন। বন্যা, দুর্ভিক্ষ ও আর্থিক দুর্যোগের
সময় রাজস্ব আদায় শিথিল করা হতো। প্রয়োজনে খাজনা মওকুফ করার অনেক দৃষ্টান্ত রয়েছে। রাজস্ব কর্মচারিদের দুর্নীতি
কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো।
ফলাফল
এই রাজস্ব নীতির ফলে কৃষক ও রাষ্ট্র উভয় পক্ষই লাভবান হয়। রাজস্বের পরিমাণ নির্ধারিত হওয়ায় রাষ্ট্রের ঘাটতি কমে
যায় এবং রাজস্ব কর্মচারিদের দুর্নীতি বন্ধ হয় এবং পাশাপাশি কৃষকদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।
সম্রাট আকবর রাজ্যের স্থায়িত্ব ও বিস্তৃতির লক্ষ্যে রাজপুতদের প্রতি শুধু মিলনাত্মক নীতিই গ্রহণ করেন নি, বরং তার
পাশাপাশি তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন। তাঁর রাজপুত নীতির ফলে সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়
হয়েছিল।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১। যুবরাজ সেলিম কত খ্রিস্টাব্দে ভগবানদাসের কন্যাকে বিবাহ করেন?
ক) ১৫৮০ খ) ১৫৮২ গ) ১৫৮৪ ঘ) ১৫৮৬
সাইফের সাম্রাজ্যের হিন্দু সম্প্রদায়ের লোকেরা ছিল বীর ও জাতীয়তাবোধে সচেতন যোদ্ধা জাতি। তাদেরকে বশ্যতা
স্বীকার করানোর জন্য তিনি মিলনাত্মক ও যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেন। ফলে তাঁর সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়।
২। উদ্দীপকের সাইফের গৃহিত নীতির সাথে পাঠ্য পুস্তকের মোগল আমলের কোন সম্রাটের গৃহীত নীতির সাদৃশ্য পাওয়া যায়।
ক) বাবর খ) হুমায়ুন গ) আকবর ঘ) জাহাঙ্গীর
৩। রাজা টোডরমল কোন সম্রাটের অর্থমন্ত্রী ছিলেন?
ক) বাবর খ) হুমায়ুন গ) আকবর ঘ) জাহাঙ্গীর
৪। রাজা টোডরমল চাষের জমিসমূহ কয়ভাগে ভাগ করেন?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৫। প্রতি বছর চাষ করা হতো যে জমি, তাকে বলা হয়Ñ
ক) পরাউতি খ) চাচর গ) বনযার ঘ) লোপাজ
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দিন।
রানী বিলকিসের ভূমি কর্মকর্তা রাজ্যের সব জমি জরিপ করে জমিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে উৎপন্ন ফসলের
ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করতেন।
৬। উদ্দীপকের রানির ভূমি কর্মকর্তার সাথে পাঠ্য পুস্তকের মোগল আমলের কোন ব্যক্তির সাদৃশ্য পাওয়া যায়।
ক) রাজা টোডরমল খ) মুজাফ্ফর খান গ) ফৈজী ঘ) আবুল ফজল
৭। উক্ত ব্যক্তির গৃহিত নীতির ফলেÑ
র. কৃষক ও রাষ্ট্র উভয়ই উপকৃত হয়
রর. কর্মচারীদের দুর্নীতি বন্দ হয়
ররর. কৃষকগণ সমৃদ্ধশালী হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র