মোগল সম্রাটগণ স্থাপত্য শিল্পের উদার পৃষ্ঠপোষক ছিলেন। মোগল স্থাপত্য ভারতবর্ষে মুসলিমদের আগমনের
পর থেকে ইন্দো-ইসলামিক স্থাপত্যরীতির সংমিশ্রণে একটি নতুন স্থাপত্য ঘরানার জন্ম হয়। সুলতানী আমলের
বিভিন্ন স্থাপত্যকর্মে এ ধারার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য পরিস্ফুটিত হয়েছিল। পরবর্তীতে মোগল স¤্রাটদের পৃষ্ঠপোষকতায়
এটি পরিপূর্ণ বিকাশ লাভ করে এবং পূর্নাঙ্গ রুপ ধারণ করে। শুরুতে মোগল স্থাপত্য রীতিতে পারসিক প্রভাব লক্ষ করা
গেলেও স¤্রাট আকবরের স্থাপত্য কর্মগুলোতে ভারতীয় প্রভাব প্রাধান্য পায়। নি¤েœ ধারাবাহিকভাবে বিভিন্ন স¤্রাটদের সময়
নির্মিত স্থাপত্যের বর্ণনা দেয়া হলো।
বাবরের সময়ের স্থাপত্যসমূহ: সম্রাট বাবর কেবলমাত্র মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি স্থাপত্য শিল্পের ও
একজন অগ্রপথিক ছিলেন। তাঁর সময়ে আগ্রায় পানিপথের কাবুলিবাগ নামক স্থানে মসজিদ নির্মিত হয়।
হুমায়ুনের সময় স্থাপত্যসমূহ: হুমায়ুনের আমলে দিল্লিতে দীন-পানাহ ভবন, আগ্রায় ও ফতেহাবাদে নির্মিত মসজিদ তাঁর
সময় কালের স্থাপত্য শৈলীর নিদর্শন।
আকবরের সময়ের স্থাপত্যসমূহ: শিল্প ও স্থাপত্যের বিশেষ অনুরাগী আকবরের আমলে পারসিক ও ভারতীয় স্থাপত্য রীতির
সম্পূর্ণ সংমিশ্রণ পরিলক্ষিত হয়। তাঁর আমলের স্থাপত্য শিল্পে দু’টি বিষয় লক্ষণীয়। প্রথমত লাল পাথরের বিশেষ ব্যবহার
এবং দ্বিতীয়ত ইমারতের বৃহদায়তন। আকবরের আমলে নির্মিত প্রাসাদ, দুর্গ, মসজিদ ও সৌধগুলোর মধ্যে ফতেহপুর
সিক্রি, হুমায়ুনের সমাধি, ইবাদতখানা, বুলন্দ দরওয়াজা, পাঁচ মহল প্রভৃতি উল্লেখযোগ্য। সিকান্দ্রায় নির্মিত অপূর্ব সমাধি
সৌধটির পরিকল্পনা তাঁর জীবদ্দশাতেই প্রস্তুত হয়েছিল। ফতেহপুর সিক্রির জামে মসজিদ শেখ সেলিম চিশতির সমাধি ও
বুলন্দ দরওয়াজা আজও সকলের বিস্ময় উদ্রেক করে।
জাহাঙ্গীরের ভ‚মিকা: সম্রাট জাহাঙ্গীরের আমলে আকবরের সমাধি সৌধ, ইতমাতুদ্দৌলার সমাধি সৌধ এবং তাঁর নিজের
জন্য নির্মিত সমাধি সৌধের নাম উল্লেখ করা যায়। শ্বেত পাথরের ব্যবহার এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
শাহজাহানের সময় কালের স্থাপত্যসমূহ: স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে মোগল সম্রাটদের মধ্যে সম্রাট শাহজাহান
ছিলেন অদ্বিতীয়। স্থাপত্য শিল্পে উৎকর্ষ সাধনের জন্য তাঁর সময়কালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয়। তিনি তাঁর স্ত্রী
মমতাজ মহলের সমাধির উপর অবিনশ্বর প্রেমের এক অনিন্দ্য সুন্দর সৌধ তাজমহল নির্মাণ করেন। তাঁর আমলে আগ্রার
মতি মসজিদ, দিল্লির জামে মসজিদ, দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস নির্মিত হয়। দিওয়ান-ই-খাসের অপূর্ব নির্মাণ শৈলী
এবং শিল্পকর্মের চমৎকারিত্যের জন্য এটি ‘দুনিয়ার বেহেস্ত’ বলে অভিহিত। ভুবন বিখ্যাত ময়ূর সিংহাসন মনি-মুক্তা, হীরা
ও মূল্যবান পাথর দিয়ে তৈরি। ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের শিল্পানুরাগের অন্যতম কীর্তি। তিনি ‘শাহজাহানাবাদ’
নামে একটি নতুন শহরও নির্মাণ করেন যা বর্তমানে নতুন দিল্লি নামে পরিচিত। লাহোরে অবস্থিত সালিমার উদ্যান সম্রাটের
স্থাপত্য রুচির অপরূপ নিদর্শন।
আওরঙ্গজেবের সময়ের স্থাপত্যসমূহ: সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত লাহোরের বাদশাহী মসজিদ স্থাপত্য শিল্পের এক
বিশেষ নিদর্শন। তিনি দিল্লির দুর্গের ভিতরও একটি মসজিদ নির্মাণ করেন।
স্থাপত্য শিল্পের পাশাপাশি চিত্রকলার প্রতিও মোগলদের অনুরাগ পরিলক্ষিত হয়। পারসিক প্রভাবে উদ্ভ‚ত মোগল মিনিয়েচার
ছিল অনন্য চিত্ররীতি। মিনিয়েচারগুলোতে দৃশ্যকল্প চিত্রায়ন, জলরঙের ব্যবহার ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কালক্রমে
ভারতীয় চিত্রকলার প্রভাব এটিতে সংমিশ্রিত হয়। সপ্তদশ শতাব্দীতে এটি ইউরোপিয় শিল্প রীতির সংমিশ্রণে উৎকর্ষ সাধন
করে।
মোগল যুগে স্থাপত্য শিল্পের উৎকর্ষ সাধিত হয়। প্রায় সব মোগল সম্রাট স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। আকর্ষণীয়
সৌধ, ইমারত, মসজিদ, উদ্যান এমনকি ময়ূর সিংহাসন মোগলদের কীর্তির অবিনশ্বর স্বাক্ষর বহন করে। মোগল যুগে
চিত্রশিল্পও বিশেষ উৎকর্ষ লাভ করে ছিল।
পাঠোত্তর মূল্যায়ন-৩.১০
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১। “দীন পানাহ” ভবন কোথায় অবস্থিত?
ক) দিল্লিতে খ) আগ্রায় গ) লাহোরে ঘ) ফতেহপুর সিক্রিতে
২। পানি পথের কাবুলিবাগে মসজিদ নির্মাণ করেন কে?
ক) বাবর খ) হুমায়ুন গ) আকবর ঘ) জাহাঙ্গীর
৩। “বুলন্দ দরওয়াজা” কে নির্মাণ করেন?
ক) বাবর খ) হুমায়ুন গ) আকবর ঘ) জাহাঙ্গীর
৪। কোন সম্রাটের শাসনকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয়?
ক) আকবর খ) জাহাঙ্গীর গ) শাহজাহান ঘ) আওরঙ্গজেব
৫। “দুনিয়ার বেহেস্ত” নামে অভিহিত কোনটি?
ক) দিউয়ান-ই-খাস খ) দিউয়ান-ই-আম গ) আগ্রার মতি মসজিদ ঘ) দিল্লির জামে মসজিদ
৬। ভূবন বিখ্যাত ময়ুর সিংহাসন ছিলÑ
র. মনি, মুক্তা, হিরার তৈরি
রর. মূল্যবান পাথরের তৈরি
ররর. শাহজাহানের শিল্পানুরাগের অন্যতম কীর্তি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র