বাংলায় মোগল শাসন

স¤্রাট আকবরের সময় মোগলরা বাংলায় তাদের আধিপত্য বিস্তার করে। তাঁর রাজত্বকালে মোগলরা বাংলার উত্তর পশ্চিম
অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু সমগ্র বাংলায় মোগল আধিপত্য বিস্তার করতে সক্ষম হন পরবর্তী স¤্রাট
জাহাঙ্গীর। বাংলায় মোগল আধিপত্যের বিরুদ্ধে দক্ষিণ ও পূর্ব বাংলার স্থানীয় স্বাধীন জমিদারগণ রুখে দাঁড়িয়েছিল।
ইতিহাসে তাঁরা বার ভ‚ঁইয়া নামে পরিচিত। স¤্রাট জাহাঙ্গীরের সময় সুবাদার ইসলাম খান চিশতীর সামরিক দক্ষতা ও
প্রচেষ্টায় মোগল বাহিনী এই স্বাধীনচেতা বার ভঁ‚ইয়াদের দমন করতে সক্ষম হন। এরপর প্রায় দীর্ঘ একশ বছর বাংলা
সর্বভারতীয় মোগল সা¤্রাজ্যের অধীনে চলে যায়। যার প্রভাব বাংলার সমাজ, সংস্কৃতি, ধর্মীয় জীবন, অর্থনীতি, স্থাপত্য
সকল ক্ষেত্রেই লক্ষ করা যায়। এই ইউনিটে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠার ইতিহাস, মোগল আমলে বাংলার প্রশাসন,
সমাজ, স্থাপত্য ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। কররানি বংশের শেষ শাসক দাউদ কররানির মৃত্যুর পর বাংলার বিভিন্ন অঞ্চলে অনেক আফগান জমিদার, হিন্দু
সামন্ত প্রধান, স্থানীয় জমিদার এবং ভ‚ঁইয়ারা স্বাধীনভাবে শাসন করছিল। এই স্থানীয় শাসকবর্গ মোগল কেন্দ্রীয়
শক্তির অস্তিত্ব অস্বীকার করে। স¤্রাট আকবরের সময়ের ঐতিহাসিক আবুল ফযল বলেছিলেন ভাটির ভ‚ঁইয়ারাই মোগলদের
বাংলা জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল। ইতিহাসে এই ভ‚ঁইয়ারা বার ভ‚ঁইয়া নামে পরিচিত। ভাটি বলতে
যে অঞ্চল বোঝায় তার সীমানা হলো পশ্চিমে ইছামতি নদী, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে ত্রিপুরা রাজ্য এবং উত্তরে বৃহত্তর
ময়মনসিংহসহ উত্তর-পূর্বে সিলেটের বানিয়াচংগ। পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা এই তিনটি বড় নদী ও তাদের শাখা প্রশাখা
বেষ্টিত ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ত্রিপুরার নি¤œাঞ্চল নিয়েই ভাটি অঞ্চল। স¤্রাট আকবরের সময়ের বার ভ‚ঁইয়াদের নেতা
ছিলেন সোনারগাঁও এর জমিদার ঈসাখান মসনদে আলা। এ সময়ের অনান্য ভ‚ইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন
বিক্রমপুরের জমিদার চাঁদ রায় ও কেদার রায়; ভাওয়ালের গাজী পরিবার, যশোরের প্রতাপাদিত্য, বাকলার কর্ন্দপ নারায়ণ,
ফতেহবাদের মুরাদ খান, বুকাইনগরে খাজা ওসমান ও ভুলুয়ার লক্ষণ মানিক্য এরা সকলেই স¤্রাট আকবরের সময় বাংলায়
মোগল আগ্রাসনকে রুখে দিয়েছিলেন। ভাটির জমিদারদের মধ্যে ঈসাখান ও তার ছেলে মুসাখান ছিলেন সর্বশ্রেষ্ঠ। ৪
১৫৭৬ এ রাজমহলের যুদ্ধের পর বাংলার আফগান শাসনের সমাপ্তি হলেও ঈসাখান ছিলেন সম্পূর্ণ স্বাধীন। তিনি বুঝতে
পেরেছিলেন একা সা¤্রাজ্যবাদী মোগলদের বিরুদ্ধে জয় লাভ করতে পারবেন না। তাই তিনি পার্শ্ববর্তী অন্যান্য জমিদার ও
আফগান দলপতিদের নিয়ে একটি রাজনৈতিক ও সামরিক মৈত্রী তৈরি করেন। ঈসাখানের নেতৃত্বে এই সামরিক শক্তির
প্রধান অবলম্বন ছিল তাদের যুদ্ধ রণতরী। ১৫৭৮ সালে বর্তমান কিশোরগঞ্জ জেলার কাস্তলে ঈসাখানের সাথে মোগলদের
যুদ্ধ হয়। প্রাথমিক প্রর্যায়ে ঈসাখান হেরে গেলেও পরবর্তীতে সম্মিলিত শক্তির কাছে মোগলরা পরাজিত হয়। ১৫৮৩ ও
১৫৮৪ খিস্টাব্দেও ঈসাখান আগ্রাসী সৈন্যবাহিনীকে যথাক্রমে বাজিতপুরে ও কাত্রাবোতে পরাস্ত করেন। ১৫৮৬ সালেও
মোগলরা ঈসাখানকে পরাস্ত করতে ব্যর্থ হন। ঈসাখানের সাথে মোঘল বাহিনীর শেষ যুদ্ধ হয় রাজা মানসিংহের নেতৃত্বে।
এই যুদ্ধেও মোগলরা তাঁর কাছে পরাজিত হন এবং অনেক মোগল সৈন্য বন্দি হন। ১৫৯৯ খ্রিস্টাব্দে ঈসাখান মৃত্যুবরণ করেন।
স¤্রাট জাহাঙ্গীরের সময়ে মির্জা নাথানের লেখা বাহারীস্তান ই গায়েবী গ্রন্থে সতের শতকের প্রথম দশকে ভাটি অঞ্চলে স্বাধীন
জমিদারদের যে তালিকা পাওয়া যায় এ মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বলা হয় মুসা খান ‘মসনদ-ই-আলা’কে। ১৫৯৯
সালে তিনি জমিদার হন। তার রাজ্যসীমা ছিল ঢাকা ও নারায়ণগঞ্জ, ত্রিপুরার কিছু অংশ এবং সুসঙ্গ ছাড়া ময়মনসিংহের
সম্পূর্ণ এলাকা। এসময়ের আরেকজন শক্তিশালী জমিদার ছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্য। তাঁর রাজ্যের পরিধি
বর্তমান যশোর, খুলনা ও বাখেরগঞ্জ জেলা নিয়েছিল। তার রাজ্য পশ্চিম দিকে ভাগিরথী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এ ছাড়াও
সিলেট এলাকায় বায়জিদ কররানি ও তার অধীনস্থ আফগানদের নিয়ন্ত্রণ ছিল। এ সময় ভুলুয়া রাজ্য ছিল রাজা অনন্ত
মানিক্যের নিয়ন্ত্রণে। এই রাজ্যটির অবস্থান বর্তমান বৃহত্তর নোয়াখালী। বানিয়াচঙ্গের জমিদার আনোয়ার গাজীও ছিলেন
স্বাধীন জমিদারদের মধ্যে একজন।
মোগল সা¤্রাজ্যের আগ্রাসনের বিরুদ্ধে এই জমিদারগণ ছিলেন স্বাধীনচেতা ও দেশপ্রেমিক। যদিও তারা কোনো রাজবংশের
সন্তান ছিলেন না তা সত্বেও তারা বাংলার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রায় তিন দশক সময়কাল মোগল আক্রমণ সফল
হতে দেন নি। ভাঁটি অঞ্চলের স্থানীয় জমিদারদের বশ্যতা স্বীকার করানোর প্রক্রিয়া সম্পন্ন হয় মোগলদের দীর্ঘদিনের
প্রচেষ্টায়। ১৫৭৬ খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে মোঘলদের জয়লাভের পর আকবরনগর (রাজমহল) এ মোগল সুবাহ বাংলার
রাজধানী প্রতিষ্ঠিত হয়। কিন্তু বারো ভ‚ঁইয়াদের স্বাধীন থাকার সংগ্রামকে মোগলরা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছিল ১৬১২
খ্রিস্টাব্দের মধ্যে স¤্রাট জাহাঙ্গীরের সময় সুবাহদার ইসলাম খান চিশতীর সামরিক দক্ষতা ও কুটনৈতিক কৌশলের মাধ্যমে
মোগলরা বারো ভুঁইয়াদের দমন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং সমগ্র বাংলায় তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
মোগল সা¤্রাজ্যের আগ্রাসনের বিরুদ্ধে বাংলার স্বাধীনচেতা জমিদারগণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারা কোনো
রাজবংশের সন্তান না হয়েও বাংলার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রায় তিন দশক মোগল আক্রমণ সফল হয় নি তাদের
কারণেই। ১৬১২ খ্রিস্টাব্দের মধ্যে স¤্রাট জাহাঙ্গীরের ইসলাম খান চিশতীর সামরিক দক্ষতা ও কুটনৈতিক কৌশলের
মাধ্যমে মোগলরা বারো ভুঁইয়াদের দমন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১। মোগল সা¤্রাজ্যের আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনচেতা ও দেশপ্রেমিক ছিলেন কারা?
ক) জমিদারগণ খ) সৈনিকগণ গ) নেতাগণ ঘ) সাধারণ জনগণ
২। কোন যুদ্ধের পর বাংলার আফগান শাসনের সমাপ্তি ঘটে?
ক) রাজমহলের যুদ্ধ খ) বক্সারের যুদ্ধ গ) চৌসার যুদ্ধ ঘ) পানিপথের যুদ্ধ
৩। কিশোরগঞ্জ জেলার কাস্তলে ঈসা খানের সাথে কাদের যুদ্ধ হয়?
ক) পর্তুগিজদের খ) মোগলদের গ) ইংরেজদের ঘ) ফরাসিদের
৪। কররানি বংশের শেষ শাসক কে ছিলেন?
ক) দাউদ কররানি খ) ইসমাঈল কররানি গ) সুলেমান কররানি ঘ) আওরঙ্গজেব
৫। বাহারীস্তান ই গায়েবী কে লিখেছেন?
ক) আবুল ফজল খ) মির্জা বুরহান গ) মির্জা কামরান ঘ) মির্জা নাথান
সৃজনশীল প্রশ্ন
সম্পদে পরিপূর্ণ একটি দেশে হঠাৎ রাজনৈতিক ক্ষমতার বদল হয়। দেশের শাসন ক্ষমতায় থাকা রাজা অন্য রাজ্যের রাজার
কাছে পরাজয় মেনে নিয়েছিলেন। কিন্তু সম্পদে পরিপূর্ণ ঐ দেশের নানা স্থানে বিদ্রোহ করে বসেন ক্ষমতাধর কয়েকজন
জমিদার। তারা বিজয়ী রাজ্যের রাজার পক্ষে দেশটির দখল নেয়া প্রায় অসম্ভব করে দেয়। উদ্দীপকটি পড়ে নিচের
প্রশ্নগুলোর উত্তর দিনক. বার ভ‚ঁইয়া কারা? ১
খ. মোগলদের সঙ্গে বার ভ‚ঁইয়াদের সংঘাতের কারণ কী? ২
গ. উদ্দীপকে বর্ণিত অংশের সঙ্গে কিভাবে বার ভ‚ঁইয়াদের সম্পৃক্ত করা যায়। ৩
ঘ. বার ভ‚ঁইয়াদের নেতা ঈসাখান মসনদে আলা কতটুকু সফল ছিলেন? ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]