শেরশাহের শাসন
স¤্রাট হুমায়ুন প্রথমে চেয়েছিলেন শেরশাহকে শায়েস্তা করতে। তিনি এজন্য প্রথম দিকে অভিযান চালিয়ে গৌড়
দখল করেছিলেন। তবে চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুনের পরাজয় সব হিসেব পাল্টে দেয়। বলতে গেলে এই যুদ্ধজয়
শেরশাহের সিংহাসনে বসার পথ করে দিয়েছিল। যুদ্ধজয়ের পরপর শেরশাহ সবার আগে গৌড় পুনরুদ্ধার করেন। গৌড়
থেকেই তিনি হুমায়ুনের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। এরপর বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনের পরাজয়ের পর শেরশাহ গৌড়
থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। বলতে গেলে তখন থেকে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।
খিজির খাঁ নামক একজন কর্মকর্তাকে বাংলা প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেন।
এদিকে ১৫৪১ খ্রিস্টাব্দে খিজির খাঁ বাংলার ভ‚তপূর্ব সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের কন্যাকে বিয়ে করে স্বাধীনতা
ঘোষণা করলে শেরশাহ বাংলা অভিযান করে খিজির খাঁকে বন্দি করেন। তিনি খিজির খাঁ’র স্থলে কাজী ফজীলতকে গৌড়ের
শাসনকর্তা নিযুক্ত করেন। পাশাপাশি প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ বন্ধের জন্য শেরশাহ বাংলাকে কয়েকটি পরগণা ও
সরকারে বিভক্ত করেছিলেন। তিনি ভারতের নানা স্থানের মতো বাংলাতেও যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে রাস্তা নির্মাণ
করেন।
শেরশাহ পরবর্তীকাল
কুশলী সমরনায়ক ও সুশাসন শেরশাহের মৃত্যুর পর তাঁর ছেলে ইসলাম শাহ (১৫৪৫-৫৩ খ্রি.) দিল্লির সিংহাসনে বসেন।
তাঁর শাসনামলে সুলেমান খান নামে একজন ধর্মান্তরিত রাজপুত বাংলা অধিকারের চেষ্টা করলে তাঁকে দমন করা হয়।
ইসলাম শাহের মৃত্যুর পর তাঁর নাবালক পুত্র ফিরোজ শাহ স্বল্পকাল রাজত্ব করেন। তারপর ইসলাম শাহের ভ্রাতুষ্পুত্র
মোহাম্মদ আদিল শাহ দিল্লির সিংহাসনে বসেন। মুহম্মদ আদিল শাহের শাসনামলে বাংলার শাসনকর্তা মুহম্মদ খাঁ স্বাধীনতা
ঘোষণা করলে তাঁর সেনাপতি হিমু মুহম্মদ খাঁকে পরাজিত ও নিহত করেন। এরপর আদিল শাহ বাংলার শাসনকর্তা রূপে
শাহবাজ খাঁকে নিয়োগ করেন। কিন্তু শাহবাজ খাঁ নিহত মুহম্মদ খাঁ’র পুত্র খিজির খাঁ কর্তৃক নিহত হন এবং খিজির খাঁ
নিজেকে বাংলার স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন এবং গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি ধারণ করেন।
এই সময় দিল্লির রাজনৈতিক পট পরিবর্তন চলছিল। সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। তাঁর পুত্র আকবরের
নিকট দ্বিতীয় পানিপথের যুদ্ধে আদিল শাহের সেনাপতি হিমু পরাজিত ও নিহত হন। আর আদিল শাহ সুরজগড়ের যুদ্ধে
গিয়াসউদ্দীনের নিকট পরাজিত ও নিহত হলে শূর বংশের পতন ঘটে। বিজয়ী গিয়াসউদ্দীন মোগল সেনাপতি খানজাহানের
সাথে মিত্রতা স্থাপন করেন এবং ১৫৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করে মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁর ভাই
জালালউদ্দিন দ্বিতীয় গিয়াসউদ্দিন নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। তিনি মোগলদের সাথে সদ্ভাব রক্ষা করে
বাংলাকে নিরাপদে রাখেন। দ্বিতীয় গিয়াসউদ্দিনের মৃত্যুর পর তাঁর নাবালক পুত্রকে সরিয়ে এক আফগান দলপতি তৃতীয়
গিয়াসউদ্দিন নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। ১৫৬৪ খ্রিস্টাব্দে কররানি আফগান বংশীয় সর্দার তাজ খান তৃতীয়
গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলায় কররানি বংশের শাসন প্রতিষ্ঠা করেন।
শেরশাহ শূর ও তাঁর পুত্র ইসলাম শাহ শূরের আমলে বাংলা দিল্লির শাসনাধীন ছিল। পরবর্তীকালে বাংলার শাসনকর্তাগণ
স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শাসনকর্তাগণের পর বাংলায় কররানি আফগান বংশ প্রতিষ্ঠিত হয়।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১। কোন যুদ্ধে জয়ের পর শেরশাহ রাজধানী গৌড় থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?
ক) বিলগ্রাম খ) সুরুজগড়
গ) চৌসা ঘ) খানুয়া
২। শেরশাহ কর্তৃক নিযুক্ত বাংলার প্রথম শাসনকর্তা কে?
ক) সুলেমান খা খ) খিজির খা
গ) কাজী ফজিলত ঘ) মুহাম্মদ খা
৩। ইসলাম শাহ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন?
ক) ১৫৪২ খ) ১৫৪৩
গ) ১৫৪৪ ঘ) ১৫৪৫
৪। সুর আফগান বংশের তৃতীয় সুলতান কে?
ক) ইসলাম শাহ খ) আদিল শাহ
গ) সিকান্দর শাহ ঘ) ফিরোজ শাহ
৫। শেরশাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেনÑ
র. ইসলাম শাহ
রর. ফিরোজ শাহ
ররর. মোহাম্মদ আদিল শাহ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র