পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়

আপনারা পূর্ববর্তী পাঠে দেখেছেন ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ এবং ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের অবসান ঘটে, জš§
নেয় নতুন দুটি রাষ্ট্র  ভারত ও পাকিস্তান। এত বড় একটি ঘটনা হঠাৎ করে ঘটে যেতে পারে না। ভারত
বিভাগের প্রেক্ষাপট হিসেবে কিছু ঘটনার কথা আপনারা জেনেছেন। এখন এই দুই রাষ্ট্রের অভ্যুদয়ের সময়কালে তাৎক্ষণিক
কিছু ঘটনা উল্লেখ করা যেতে পারে।
হিন্দু-মুসলিম বিরোধের প্রতিক্রিয়া
আগের পাঠে আপনারা হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা জেনেছেন। দেশ বিভাগের পূর্বে প্রচুর রক্ত ঝরেছিল
এ দেশবাসীর। ১৯৪৭ খ্রিস্টাব্দের আগস্টেই প্রচুর দাঙ্গার খবর আসতে থাকে। হতাশ হয়ে পড়েছিল এ দেশবাসী। এ
সময়েই হঠাৎ আশার আলো দেখা যায়। নতুন প্রেরণা নিয়ে এগিয়ে আসেন দু’জন ব্যক্তিত্ব। এঁদের একজন এম. কে গান্ধী
এবং অপরজন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী। তাঁরা খুঁজে পেয়েছিলেন সঙ্কটের উৎস। দেশ বিভাগের পর কীভাবে সীমানা
নির্ধারণ করা হবে তা নিয়ে বিতর্ক ও অস্থিরতা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে যে খবর
প্রচারিত হচ্ছিল তাতে উত্তপ্ত হচ্ছিল চারপাশ। হিন্দু মুসলিম উভয়ই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল। ফলে পরস্পরের
প্রতি সন্দেহ বাড়ে। দাঙ্গাও বিস্তার লাভ করতে থাকে। সরকার সে দাঙ্গা থামাতে পারে নি। সে অসাধ্য সাধিত হলো গান্ধীর
ব্যক্তিত্বে। দাঙ্গার কথা ভুলে গিয়ে জনতার মধ্য থেকে শ্লোগান উঠতে থাকল ‘হিন্দু-মুসলমান এক হও’, ‘হিন্দু-মুসলমান
ভাই ভাই’; এইভাবে শান্তি ও সম্প্রীতির আবহাওয়া ক্রমে বিস্তার লাভ করতে থাকে। দাঙ্গা অধিক জোরদার হচ্ছিল বাংলা
এবং পাঞ্জাব প্রদেশে। কারণ দুটি প্রদেশই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হচ্ছিল। তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন
শহীদ সোহরাওয়ার্দী কলকাতায় দাঙ্গা দমনে বিশেষ ভ‚মিকা পালন করেন। মহাত্মা গান্ধীও বাংলার বিভিন্ন অঞ্চল সফরে
এলে সোহ্রাওয়ার্দী তার সঙ্গে দাঙ্গা কবলিত এলাকায় সফর করেন।
ক্ষমতা হস্তান্তর দিবসের অনুষ্ঠান
জুন মাসেই মাউন্ট ব্যাটন সকল দলের নেতাদের সঙ্গে আলাপ করলেন। তাদের আহবান জানালেন যেন মেনে নেয়া হয়
দেশ বিভাগের ব্যাপারে বৃটিশ সরকারের পরিকল্পনা। এ সময়ের নেতা নেহেরু, জিন্নাহ ও সরদার বলদেব সিং, মাউন্ট

হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী মহাত্মা গান্ধী
ব্যাটনের পরিকল্পনা গ্রহণ করে রেডিওতে বক্তৃতা করেন। স্থির হয় যে ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হবে এবং ১৫ আগস্ট
ভারত স্বাধীন হবে। এ সময়ের প্রশাসনিক ব্যক্তিত্ব লর্ড ইজমে ভাইসরয়কে একটা নোট লিখে পাঠান। শিরোনাম ছিল
‘ক্ষমতা হস্তান্তর দিবসের অনুষ্ঠান’। তিনি মত প্রকাশ করেন যে, ক্ষমতা হস্তান্তরের সাথে রাজনৈতিক প্রশ্ন জড়িত। তাই
নি¤œলিখিত বিষয়গুলো ক্ষমতা হস্তান্তরের পূর্বে বিবেচনায় রাখতে হবে।
ক. ভারত-পাকিস্তান উভয় ডোমিনিয়নের রাজধানীতেই ক্ষমতা হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠান হওয়া প্রয়োজন। সকালের দিকে
দিল্লীতে এবং বিকেলের দিকে করাচীতে অনুষ্ঠানের আয়োজন করলে তাতে ভাইসরয়ের যোগদান সম্ভব।
খ. দিল্লীর অনুষ্ঠান খুব জাঁকজমকের সাথে করা উচিত। এ ব্যাপারে উভয় ডোমিনিয়নের প্রধানমন্ত্রীদের সাথে আলোচনা
করে সিদ্ধান্ত নিতে হবে। তবে ভাইসরয়ের ইচ্ছার বাইরে যাবে না কোনো সিদ্ধান্ত।
গ. দিল্লীর ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান দরবার হলে অনুষ্ঠিত হবে এবং প্রত্যাশা থাকবে ১৫ আগস্ট মহামান্য ব্রিটিশ সম্রাটের
বাণী ভাইসরয় পড়ে শোনাবেন।
ঘ. উভয় ডোমিনিয়নের প্রতিনিধিদের অনুষ্ঠানে যোগদান নিশ্চিত করতে হবে।
ঙ. ক্ষমতা হস্তান্তর দিবসে উভয় ডোমিনিয়ন তাদের নিজস্ব লোক দিয়ে অন্তত একটি ইউনিট গড়ে তুলবে। ব্রিটিশ
সৈন্যদেরও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। উভয় ডোমিনিয়নের রাজধানীতেই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট
মওজুদ থাকবে।
চ. এ ব্যাপারে মতামত চেয়ে লন্ডনে ইন্ডিয়া অফিসে একটি চিঠি লিখতে হবে।
প্রতিক্রিয়া
লর্ড ইজমের প্রস্তাবের বেশকিছু প্রতিক্রিয়া লক্ষ করা যায়। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ব্রিটিশ প্রশাসন অংশগ্রহণ করুক এটা
জিন্নাহ বা নেহেরু কেউ চান নি। তবে ১৪ আগস্ট করাচীর স্বাধীনতা দিবসের প্রথম অনুষ্ঠানে জিন্নাহ্ মাউন্ট ব্যাটনকে যোগ
দেয়ার প্রস্তাব করেছিলেন।
ক্ষমতা হস্তান্তর দিবসে মহামান্য বৃটিশ সম্রাটের বাণী পাঠানোর যে প্রস্তাব রাখা হয়েছিল, বৃটেনের শ্রমিক দলের সরকার
তার সাথে একমত হতে পারে নি। কারণ, তাদের ধারণা ছিল ভারতীয় জনগণ এটা পছন্দ করবে না।
পাকিস্তান ও ভারতের অভ্যুদয়
পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়কে মহামান্য বৃটিশ সম্রাটের পক্ষ থেকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে ভাইসরয় ১৩ আগস্ট করাচী
পৌঁছেন। বিকেলের আনুষ্ঠানিক ভোজ সভায় জিন্নাহ্ দীর্ঘ ভাষণ পাঠ করেন। ভাইসরয়ও সেখানে তাঁর বক্তব্য দেন।
১৪ আগস্ট পাকিস্তান গণপরিষদের উদ্দেশ্যে এক ভাষণে ভাইসরয় পাকিস্তান সৃষ্টিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে
উল্লেখ করেন। এই দিন বিকেলেই দিল্লীতে ফিরে আসেন ভাইসরয়।
স্বাধীনতার আকাঙ্খায় ১৪ আগস্ট সন্ধ্যা থেকেই দিল্লীতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। স্বাধীনতার উৎসবে যোগ দেয়ার
জন্য হাজার হাজার মানুষ ছুটে আসতে থাকে দিল্লীর দিকে। ১৫ আগস্ট নেহেরু ভারতীয় বিধান সভার উদ্দেশ্যে এক
ভাষণে ভারতের স্বাধীনতার ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন স্বাধীনতা ঘোষিত হওয়ার সাথে সাথে আনন্দে
উদ্বেল হয়ে পড়ে, দিল্লী তথা ভারত। এভাবে উপমহাদেশের ইতিহাসে দু’শো বছরের ইংরেজ শাসনের অবসান ঘটে, জš§
নেয় ভারত আর পাকিস্তান নামের দু’টো স্বাধীন রাষ্ট্র।
বৃটিশ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ ও ১৫ আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়
ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৬ ও ৪৭ খ্রিস্টাব্দের হিন্দু-মুসলিম দাঙ্গা ভারত বিভাগের প্রশ্নটিকে জরুরী করে
তুলেছিল। বৃটিশ সরকার ভারতীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করে একটি নীতি নির্ধারণ করেছিলেন। তারই পথ
ধরে আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১। হিন্দু-মুসলিম দাঙ্গার মধ্য থেকে বেড়িয়ে এলো একটি সেøাগানÑ “হিন্দু মুসলমান ভাই ভাই।” উক্ত অসাধ্য সাধনে কে
নেতৃত্ব দিয়েছিলেন?
ক) মহাত্মা গান্ধী খ) লর্ড মাউন্ট ব্যাটেন
গ) মুহম্মদ আলী জিন্নাহ ঘ) শরৎ বসু
২। ১৯৪৭ খ্রিস্টাব্দে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয়া হয় কোথায়?
র. করাচী রর. লাহোর ররর. দিল্লী
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন।
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়েকটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। এদের মধ্যে আজারবাইজান, জর্জিয়া, লিথুনিয়া,
এস্তোনিয়া অন্যতম।
৩। বর্ণিত স্বাধীন রাষ্ট্রসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্র হলোÑ
র. পাকিস্তান রর. বাংলাদেশ ররর. ভারত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪। উক্ত রাষ্ট্রসমূহ স্বাধীনতা লাভের কিছু দিন পূর্বে যে সংকটে পড়েছিল, তা হলোÑ
ক) ভয়াবহ যুদ্ধ খ) ভয়াবহ দাঙ্গা
গ) তীব্র আন্দোলন ঘ) নেতৃত্বের তীব্র কোন্দল

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]