সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি

১৯৪৫ সালের নভেম্বর থেকে ১৯৪৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে শক্তিশালী পিপলস
রিপাবলিক গঠিত হয় যারা বিভিন্ন চুক্তির ভিত্তিতে মিত্রতাবন্ধনে আবদ্ধ হয়। এ রিপাবলিকে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ হলো
যুগো¯øাভিয়া, আলবেনিয়া ও বুলগেরিয়া। ১৯৪৮ সালের মধ্যে পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেকো¯েøাভাকিয়াতে ও সমাজতন্ত্র
প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে দেখা যায়। তখন রানী মেলানিন ও জোসেফ স্ট্যালিনের শক্তিশালী শাসনের পর সোভিয়েত
প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভ তার নতুন ডকট্রিন নিয়ে হাজির হন। ব্রেজনেভের এ নীতি ছিল যদি কোন সমাজতান্ত্রিক
দেশে কমিউনিস্ট পার্টি হুমকির মুখে পতিত হয় তবে সোভিয়েত কমিউনিস্ট পার্টি উক্তদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ
করবে। ব্রেজনেভ ডকট্রিন এর সফল প্রয়োগ ঘটানো হয় ১৯৬৮ সালে চেকো¯েøাভাকিয়ায়। সেখানে কম্যুনিস্ট পার্টি হুমকির
মুখোমুখি হলে সোভিয়েত পুলিশ বুলগেরিয়া এবং চেকো¯েøাভাকিয়ায় অবতরণ করে। তারা সেখানে গিয়ে সংস্কারবাদী
আলেকজান্ডার দুপের বিদ্রোহ দমন করেছিল তারা।
ব্রেজনেভ ডকট্রিন চেকো¯েøাভাকিয়ায় সফল হওয়ার পর ১৯৭৯ সালে আফগানিস্তানেও প্রয়োগ করা হয়। বিশেষজ্ঞদের
ধারণা বেজনেভের অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নীতিই সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দায়ী। ১৯৭৯
সালের ২৬ ডিসেম্বর সামরিক মহড়ার আড়ালে সোভিয়েত ইউনিয়নের বাহিনী কাবুলে প্রবেশ করেছিল। তারা সেখানে
একটি কমুনিস্ট সরকার প্রতিষ্ঠা করে। ক্রমে আফগানিস্তানে সোভিয়েত সৈন্যের উপস্থিতি এক লক্ষ বিশ হাজারে উন্নীত
হয়। সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদিনদের বিপুল অস্ত্র ও অর্থ সরবরাহ করে।
তারা আফগান বিপ্লবীদের গোপনে সামরিক প্রশিক্ষণও প্রদান করে। এর ফলে সোভিয়েত সৈন্যের উপস্থিতি সত্তে¡ও
কাবুলের কমিউনিস্ট সরকার প্রায় ৮০ শতাংশ প্রত্যন্ত অঞ্চলে তার স্থানীয় প্রশাসন কার্যকর করতে ব্যর্থ হয়। ১৯৮৪ সাল
নাগাদ আফগান মুক্তিযোদ্ধারা এত শক্তিশালী হয়ে ওঠে যে সেখানে ভিয়েতনামে মার্কিন বাহিনীর মতো অবস্থা সৃষ্টি হয়।
তারা এক অর্থে নানা স্থানে রুশদের নাকানি-চুবানি খাইয়ে বসে।
১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসীন হয়ে তার পূর্বসূরি ব্রেজনেভের নীতি পরিত্যাগ
করেন। তিনি স্নায়ু যুদ্ধের ভয়াবহতায় ভীত হয়ে এর অবসান কামনা করেন। গর্বাচেভ কর্তৃক ব্রেজনেভ নীতি পরিত্যাগ ¯œায়ু
যুদ্ধ অবসানের প্রথম ধাপ অতিক্রম করে। তিনি এর অংশ হিসেবে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য অপসারণের
সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯৮৮ সালের ১৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যৌথ অনিশ্চয়তায় পাকিস্তান
আফগানিস্তানে মধ্যে জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে উল্লেখ করা হয় যে ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই
আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাবর্তন করবে। গর্বাচেভ এই চুক্তি সাক্ষরের সম্মতি দেন এই বলে যে সৈন্য
প্রত্যাহার হতে হবে সম্মানজনক পন্থায়। ১৯৭৫ সালে ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের লজ্জাজনক ঘটনার
পুনরাবৃত্তি রোধ করার জন্য গর্বাচেভ তার পার্টির এক সভায় এ কথাগুলো উল্লেখ করেন।
আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের ফলে সমাজতান্ত্রিক দেশগুলোতে ছবি ভাবমূর্তি বিনষ্ট হয়। ১৯৮৯ সালে
পোল্যান্ডের নির্বাচনের পর সংঘাত শুরু হলে গর্বাচেভ ঘোষণা করেন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোর
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। ওই একই বছর অক্টোবরের মধ্যে হাঙ্গেরি এবং চেকো¯েøাভাকিয়া
রাজনৈতিক সমস্যা উপস্থিত হলে গর্বাচেপ পোল্যান্ডে গৃহীত নীতি অনুসরণ করেন। এর ফলে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে
ক্রমশ সোভিয়েত ইউনিয়নের প্রভাব দুর্বল হয়ে পড়ে। ১৯৮৯ সালের ৯ ই নভেম্বর পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর খুলে দেয়।
তবে তখন পূর্ব জার্মানি ছিল স্নায়ুযুদ্ধের কেন্দ্র। সেই পূর্ব জার্মানি পশ্চিম জার্মানির সাথে একত্রিত হয়ে ন্যাটো জোটে
যোগদান করলে স্নায়ুযুদ্ধের প্রথম পর্বের দ্বিতীয় নাটকটি মঞ্চস্থ হয়ে যায়। পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোর ওপর নিয়ন্ত্রণকে কেন্দ্র
করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়েছিল। এরপর সেখানে সোভিয়েত আধিপত্যের অবসান
বাকি থাকলেও সোভিয়েত রিপাবলিকভুক্ত অপরাপর রাষ্ট্রগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। পূর্ব ইউরোপে সোভিয়েত
সমাজতন্ত্রের পতনের দিকে ইঙ্গিত করে জনৈক ঐতিহাসিক মন্তব্য করেছিলেন ‘সমাজতন্ত্র পোল্যান্ড ১০ বছর, হাঙ্গেরিতে
১০ মাস, পূর্ব জার্মানিতে ১০ সপ্তাহ এবং ¯েøাভাকিয়ায় ১০ দিনে অদৃশ্য হয়ে যায়’। ১৯৯০ সালে ওয়ারশ প্যাক্ট এর পতন
ঘটে। বস্তুত এর ফলেই পাশ্চাত্য শক্তি ইউরোপে শক্তিশালী হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র এরপর পূর্ব ইউরোপীয় দেশসমূহের
পাশাপাশি পারস্য উপসাগরে আধিপত্য বিস্তারের জন্য সেনা মোতায়েন করতে সমর্থ হয়। তখনকার এ সৈন্যবল দিয়েই
ইরাক আক্রমণ সম্ভব হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির মাধ্যমে স্থায়ীভাবে ¯œায়ুযুদ্ধের অবসান ঘটেছিল
বলে মনে করা হয়।
মিখাইল গর্বাচেভ তার পূর্বসূরি ব্রেজনেভের আগ্রাসী নীতি পরিত্যাগ করে খোলামেলা নীতি ঘোষণা করেন। তার এ নীতি
গøাসনস্ত নামে পরিচিত। তিনি রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন সংস্কার পরিচালনার জন্য পেরেস্ত্রইকা নামে অপর এক
কর্মসূচি শুরু করেন। গøাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির ফলে রাশিয়ায় অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। খোলামেলা নীতি গ্রহণের
ফলে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা নিয়ে খোলামেলা আলোচনা ও মত
প্রকাশের সুযোগ পায়। এর ফলে কম্যুনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশো-এর অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে
উঠে। জনতা অধিক তো স্বাধীনতা প্রত্যাশা করে। এদিকে গর্বাচেভ অর্থনৈতিক সংকটের কারণে তার পেরেস্ত্রইকা কর্মসূচি
গতিশীলভাবে এগিয়ে নিতে ব্যর্থ হন। ফলে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেয় তা সামাল দেয়া সোভিয়েত ইউনিয়নের
পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
ইউনিয়নভুক্ত সোভিয়েত রাষ্ট্রগুলো স্বাধীন হতে চেষ্টা করলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। এভাবে ১৯৮৯ সালের
সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের ডিসেম্বরের মধ্যেই ১৫ টি সোভিয়েত প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে পৃথক রাষ্ট্র
গঠন করে। এরপর গর্বাচেভ এবং তার অনুসারীর একটি শিথিল ফেডারেশন এর মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে এনে
সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস নেন। কিন্তু ১৯৯১ সালে আগস্টের সামরিক
ক্যু এর ফলে সে সম্ভাবনা বিনষ্ট হয়। ১৯৯১ সালের ২৫ শে ডিসেম্বর রাত ৭ টা ৩৫ মিনিটে ক্রেমলিনের ছাদে উড়তে থাকা
সোভিয়েত ইউনিয়নের পতাকা নামিয়ে ফেলে উড়ানো হয় রাশিয়ান ব্যানার। অতঃপর ৩১ শে ডিসেম্বর এক সরকারি
ঘোষণার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির কথা জানান হয়েছিল। সেই সাথে দীর্ঘ চার দশকে রুশ-মার্কিন
স্নায়ুযুদ্ধেরও অবসান ঘটে।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]