সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের প্রভাব

ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের মধ্য দিয়ে বিশ্ব ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। এর ফলে প্রায় চার দশক
ধরে চলমান স্নায়ুযুদ্ধের অবসান ঘটে এবং একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির
পতনের পর এসব দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি পরিত্যক্ত হয়ে গৃহীত হয় বাজার অর্থনীতি। কিন্তু দীর্ঘদিন থেকে চলে
আসা একটি আর্থিক ব্যবস্থাপনাকে রাতারাতি অন্য একটি ব্যবস্থাপনায় ঢেলে সাজানো মোটেই সহজ ছিল না। এর
প্রমাণস্বরূপ ১৯৯০ সালের পর সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক অর্থনৈতিক বিশৃঙ্খলা। এসব দেশে জীবন যাত্রার মান
হঠাৎ করেই সোভিয়েত আমল থেকে নিম্নগামী হয়ে বেকারত্ব বৃদ্ধি পায়। অন্যদিকে দেশগুলোর মুদ্রামান কমে যাওয়ার ফলে
সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। এসব দেশে সামাজিক স্তরবিন্যাস এ ব্যাপক পরিবর্তন ঘটে। বিধ্বস্ত অর্থনীতির চাপে
ক্ষেত্রবিশেষে তাদের নৈতিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়।
বেশিরভাগ সাবেক সোভিয়েত রাষ্ট্র ১৯৯০-৯১ সময়কালে বাজার অর্থনীতিতে স্থানান্তরের ক্রান্তিকাল অতিক্রম করে। এর
ফলে ১৯৯০-৯৫ সময়কালে তাদের জাতীয় উৎপাদন গড়ে ৪০ ভাগ কমে যায়। জাতীয় আয়ের ক্ষেত্রে এই নিম্নগামীতা
১৯৩০ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দার সময় ছিল মাত্র ২৭ ভাগ। সরকারি অর্থের ব্যয় ব্যবস্থাপনা পরিবর্তনের
ফলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ে আরেকদফা দারিদ্র্য বৃদ্ধি পায়। তবে বাজার সংস্কার কর্মসূচি
অব্যাহত থাকায় ধীরে ধীরে দেশগুলোর জাতীয় উৎপাদন দুই দশকের মধ্যে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। ধীরে
ধীরে এ দেশগুলোর জাতীয় আয় বৃদ্ধি পেতে থাকলে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দান করে। ফলে ইউরোপীয়
ইউনিয়নের সমন্বিত বাজার বিশ্বের অন্যতম বৃহৎ স্বয়ংসম্পূর্ণ বাজারে পরিণত হয়।
ইউরোপীয় ইউনিয়ন তাদের অভিন্ন অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অভিন্ন মুদ্রা ইউরো চালু করেছিল। সম্প্রতি
এই ইউরোর দরপতনের ফলে ইউরোপের অনেক দেশ সংকটের মুখে পড়েছে। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের ফলে
প্রাথমিকভাবে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল তা থেকে এখনও উত্তরণ ঘটানো যায়নি। স্নায়ু যুদ্ধকালীন
সময়ে স্নায়ুযুদ্ধের কেন্দ্র ছিল পূর্ব ইউরোপ। পরবর্তীকালে সেই কেন্দ্র স্থানান্তরিত হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি
পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় গিয়ে স্থির হয়েছে। শুধু তাই নয় সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির পতনের পর সাম্রাজ্যবাদের
নতুন সংজ্ঞা তৈরি হয়েছে।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]