১. কোন দেশে প্রথক শিল্প বিপ্লব ঘটে?
ক. ফ্রান্স খ. ইংল্যান্ড
গ. রাশিয়া ঘ. জার্মানি
২. শিল্প বিপ্লবকে উৎসাহিত করেÑ
ক. আন্তর্জাতিক বাণিজ্য খ. যোগাযোগ ব্যবস্থা
গ. সস্তা শ্রম ঘ. আন্তর্জাতিক রাজনীতি
৩. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক. জর্জ স্টিফেনসন খ. হামফ্রি ড্যাভি
গ. স্যামুয়েল মোর্সে ঘ. জেমস ওয়াট
* অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পূর্বের লাঙলের সাহায্যে চাষাবাদ করার ফলে অনেক কষ্ট করতে হত। পরবর্তীতে ট্রাকটর এর সাহায্যে চাষাবাদ করার
ফলে উৎপাদন বৃদ্ধি পেয়ে শিল্প কারখানা গড়ে উঠাব সহায়ক হয়েছে।
৪. উদ্দীপকে উল্লিখিত বর্ণনা কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. গৌরবময় বিপ্লব খ. ফরাসি বিপ্লব
গ. শিল্প বিপ্লব ঘ. বলশেভিক বিপ্লব
৫. ঘটনাটি ইউরোপে মূলত কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছিল?
ক. সাংস্কৃতিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. সামরিক
৬. ফ্রান্সে যাজকদের পরেই যে সম্প্রদায়ের স্থান ছিলÑ
ক. শ্রমজীবী খ. মধ্যবিত্ত
গ. কৃষক ঘ. অভিজাত শ্রেণি
* অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। প্রথম শ্রেণিভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতো।
৭. উদ্দীপকে উল্লিখিত বর্ণনার সাথে ফরাসী বিপ্লব-পূর্ব কোন শ্রেণির সাদৃশ্য দেখা যায়?
ক. শ্রমিক খ. যাজক
গ. বুর্জোয়া ঘ. কৃষক
৮. উক্ত সুবিধাভোগী শ্রেণির উপার্জনের প্রধান মাধ্যম কোনটি?
ক. চর্মকার খ. মৃত্যুকর
গ. নামকরণ কর ঘ. খাজনামুক্ত ভুমি
৯. মন্টেস্কুর ঞযব ঝঢ়রৎরঃ ড়ভ খধি গ্রন্থটিতে শাসন ব্যবস্থার যে বিষয়টির কথা বলা হয়েছেÑ
র. আইন প্রণয়ন
রর. কার্য নির্বাহক
ররর. বিচার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১০. লবণ করের সমার্থক কোনটি?
ক. গ্যাবেলা খ. কর্ভি
গ. অ্যাদ ঘ. বানালি
১১. কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়?
ক. ১৯১৭ খ. ১৯১৮
গ. ১৯১৯ ঘ. ১৯২১
১২. প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
ক. ৩ খ. ৫
গ. ৭ ঘ. ৮
১৩. চৌদ্দ-দফা উত্থাপন করেন কে?
ক. পোপ বেনেডিকট খ. উড্রো উইলসন
গ. দ্বিতীয় উইলিয়াম ঘ. লয়েড জর্জ
* অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. এডলফ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে অন্য একটি দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার চেয়েও
প্রতিকার পায়নি তার দেশের লোক। ফলে পরিস্থিতি একসময় ভয়াবহ যুদ্ধের রূপ নেয়।
১৪. উদ্দীপকে উল্লিখিত ভয়াবহ যুদ্ধ কোনটি?
ক. ফরাসি বিপ্লব খ. বলশেভিক বিপ্লব
গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১৫. উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলেইর. বিশ্ববিবেক জাগ্রত হয়েছিল
রর. সংবাদপত্র শিল্প বিকাশ লাভ করেছিল
ররর. পরাশক্তি হিসেবে রুশ মার্কিনের উত্থান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৬. কোন আদর্শ বাস্তবায়নের জন্য বলশেভিক বিপ্লব শুরু হয়?
ক. সমাজতন্ত্র খ. গণতন্ত্র
গ. পুঁজিবাদ ঘ. স্বৈরতন্ত্র
* অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ফরাসি বিপ্লবে যেমন ফরাসি কবি, লেখক, সাহিত্যিক ও দার্শনিকগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তেমনি রাশিয়ায় একজন
কালজয়ী দার্শনিকের আবির্ভাব ঘটে। যার লেখনী রাশিয়ায় আমূল পরিবর্তন ঘটায়।
১৭. উদ্দীপকে উল্লিখিত কালজয়ী দার্শনিকের নাম কি?
ক. আলেকজান্ডার পুশকিন খ. আন্তভ চেখভ
গ. মাক্সিম গোর্কি ঘ. কার্ল মার্কস
১৮. উদ্দীপকে উল্লিখিত ঘটনা রাশিয়ায় কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছিল?
ক. শাসনতান্ত্রিক খ. সামাজিক
গ. অর্থনেতিক ঘ. সাংস্কৃতিক
১৯. বলশেভিক বিপ্লবের পর রাশিয়া প্রত্যেক নাগরিকের বাসস্থানের সাথে অন্য কোন দায়িত্ব গ্রহণ করে?
র. চিকিৎসা
রর. কর্মসংস্থান
ররর. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২০. গবরহ কধসঢ়ভ-এর রচয়িতা কে?
ক. এডলফ হিটলার খ. মুসোলিনি
গ. স্টালিন ঘ. লেনিন
২১. ঋধংপরড় বা ঋধংপবং শব্দের অর্থ কি?
ক. শক্তি খ. অস্ত্র
গ. বন্ধু ঘ. শিক্ষা
২২. মুসোলিনি ক্ষমতা দখল করেন কিভাবে?
ক. নির্বাচনের মাধ্যমে খ. উত্তরাধিকারসূত্রে
গ. বলপ্রয়োগের মাধ্যমে ঘ. ফ্যাসিস্ট সমর্থকদের সহায়তায়
২৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী ছিলেন কে?
ক. হিটলার খ. চার্চিল
গ. রুজভেল্ট ঘ. মুসোলিনি
* অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৬২৮ খ্রি. হুদাইবিয়া নামক স্থানে হযরত মুহম্মদ (স) ও মক্কার কুরাইশদের মধ্যে এক সন্ধিচুক্তি স্বাক্ষরিত হয়। এটি
ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত।
২৪. উদ্দীপকের চুক্তির ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. সিয়াটো খ. পোটসড্যাম
গ. ন্যাটো ঘ. ওয়ারশ
২৫. উদ্দীপকে উল্লিখিত চুক্তির ফলে জার্মানিকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৬
২৬. জাতিসংঘ দিবস কোনটি?
ক. ২৪ সেপ্টেম্বর খ. ২৪ অক্টোবর
গ. ২৪ নভেম্বর ঘ. ২৪ ডিসেম্বর
২৭. বান্দুং সম্মেলনের প্রস্তাব অনুযায়ী ঘঅগ-এর নামকরণ করা হয়। জাতিসংঘের নামকরণ হয় অনরুফ কোন সম্মেলনে?
ক. মস্কো খ. ওকস
গ. তেহরান ঘ. কায়রো
২৮. জাতিসংঘ সনদে কয়টি মৌলিক উদ্দেশ্যের উল্লেখ রয়েছে?
ক. ২ খ. ৪
গ. ৬ ঘ. ৮
২৯. সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয়Ñ
ক. মার্কসীয় তত্তে¡র ভিত্তিতে খ. স্টালিনের পৃষ্টপোষকতায়
গ. ট্রুম্যানের নেতৃত্বে ঘ. পুঁজিবাদী অর্থনীতির দ্বারা
৩০. কত খ্রিষ্টাব্দে ¯œায়ুযুদ্ধের অবসান হয়?
ক. ১৯৮৯ খ. ১৯৯০
গ. ১৯৯১ ঘ. ১৯৯২
৩১. ট্রুম্যান কোন দেশের প্রেসিডেন্ট?
ক. সোভিয়েত ইউনিয়ন খ. রাশিয়া
গ. মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. জার্মানি
৩২. সোভিয়েত ইউনিয়নের পতনে প্রতিষ্ঠা হয়েছেÑ
ক. এককেন্দ্রিক বিশ্ব খ. দ্বিকেন্দ্রিক বিশ্ব
গ. সমাজতান্ত্রিক ঘ. বহুমাত্রিক
৩৩. বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৬০ খ. ১৯৬১
গ. ১৯৬২ ঘ. ১৯৬৩
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র