১। শাকপুরা একটি কৃষি-নির্ভর গ্রাম। সম্প্রতি সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় পাম্পের সাহায়্যে জলসেচ ও যন্ত্রের মাধ্যমে
সকল মাড়াই করা হচ্ছে। ফলে অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। গ্রামবাসীর পেশাতেও এসছে আমূল
পরিবর্তন। ফসল উৎপাদন ছাড়াও তারা বিপণনের কাজ করে যা জীবন-যাত্রার মান উন্নয়ন সাহায্য করছে।
ক. কে উড়ন্ত মাকু আবিষ্কার করেন? ১
খ. শাকপুরা গ্রামের পরিবর্তনের সাথে ইউরোপের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে? ২
গ. শাকপুরা গ্রামের পরিবর্তনের সাথে ইউরোপের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে? ৩
ঘ. ইউরোপের উক্ত বিপ্লব কিভাবে বিভিন্ন পেশার সৃষ্টি করে উদ্দীপকের আলোকে আলোচনা কর। ৪
২। ১৯৫২ সালে ভাষা আন্দোলনকে বেগবান করতে তমদ্দুন মজলিসের ভূমিকা তাৎপর্যপূর্ণ। বিভিন্ন প্রবন্ধ লেখার মাধ্যমে
তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী তুলে ধরে। ভাষা আন্দোলনের মনস্তাত্তি¡ক পটভুমি সৃষ্টিতে তাদের অবদান
অনস্বীকার্য, তবে পাকিস্তানী শাসকগোষ্ঠীর রাজনৈতিক শোষণ ও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রেখেছিল।
ক. ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ১
খ. কোড নেপোলিয়ন’ বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকে তমদ্দুন মজলিসের ন্যায় ফরাসী বিপ্লবে জনমত সংগঠনে কাদের ভূমিকার সাদৃশ্য রয়েছে? আলোচনা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, ভাষা আন্দোলনের মতো ফরাসী বিপ্লবও অন্য কারণ দ্বারা প্রভাবিত ছিল? ব্যাখ্যা কর। ৪
৩। ষোড়শ শতাব্দীতে সংঘটিত ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধে ইউরোপের বেশ কয়েকটি দেশ জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এ যুদ্ধে ব্যাপক
প্রাণহানী ও সম্পদহানী ঘটে। বহুলোক পঙ্গুত্ব বরণ করে, অনেক শহর ধ্বংসস্তুপে পরিণত হয়। যুদ্ধ পরবর্তী পুনর্বাসন
কার্যক্রমও অত্যন্ত ব্যয়বহুল। কোনো কোনো দেশ পুনর্বাসনের সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান
হওয়ার চেষ্টা করে।
ক. ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়? ১
খ. ত্রিশক্তি আতাত কেন কুড়ে উঠে? ২
গ. উদ্দীপকের যুদ্ধের সাথে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির কি সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক সুবিধা আদায়ে যুক্তরাষ্ট্রের ভুমিকা মূল্যায়ন কর। ৪
৪। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বাংলাদেশের ভুমি ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও রাজস্ব আদায় বৃদ্ধির জন্য
জমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর উদ্দেশ্য সৎ হলেও ইজারাদাররা বেশি রাজস্ব আদায়ের জন্য কৃষকদের
চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের সাথে চুক্তি করেন। এতে জমিদারগণ ভুমির মালিক ও কৃষকরা রায়তে
পরিণত হয়।
ক. টঃড়ঢ়রধ গ্রন্থের লেখক কে? ১
খ. জারতন্ত্র বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকে উল্লেখিত জমি-ইজারা দেওয়ার সাথে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার গৃহীত কোন পদক্ষেপের সাদৃশ্য
রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. চিরস্থায়ী বন্দোবস্তের সাথে স্ট্রোলিপিনের সংস্কারের তুলনা কর। ৪
৫। গোলাপবাগ ইউনিয়নের দুটি গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুটি গ্রামেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সালিশে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি গ্রামকে দোষী করে ক্ষতিপূরণ আদায় করেন। কিন্তু শুধুমাত্র একট গ্রামকে এই
সংঘর্ষের জন্য দোষী করায় গ্রামের নেতা ও সাধারণ মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে উঠে।
ক. মুসোলিনী কে ছিলেন? ১
খ. ফ্যাসিবাদ বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকে চেয়্যারম্যানের সালিশের সাথে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানীর উপর গৃহীত ব্যবস্থার কী সাদৃশ্য লক্ষ্য করা
যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, একটি গ্রামকে এককভাবে শাস্তি দেওয়ার ফলাফল ও জার্মানীতে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সামাজিক
অস্থিরতা একই প্রকৃতির ছিল? আলোচনা কর। ৪
৬। ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় সহযোগিতামূলক সংস্থা সার্ক গঠিত হয়। দক্ষিণ এশিয়া সাতটি দেশের মধ্যে আঞ্চলিক
সুসম্পর্ক গড়ে তোলা এবং অর্থনীতিকে শক্তিশালী করে তৈরি করা ছিল এর অন্যতম উদ্দেশ্য। একই সাথে প্রতিবেশী
দেশগুলোর কাছ হতে বাণিজ্যিক শক্তিশালী করার সুযোগ পায়। তবে বড় দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের বৈরী
সম্পর্কের কারণে অনেক সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হচ্ছে না। দু’দেশ অনেক ক্ষেত্রেই একমত হতে পারেনা।
ক. জাতিসংঘের সদস্য সংখ্যা কত? ১
খ. ভেটো ক্ষমতা কী? ২
গ. উদ্দীপকে উল্লিখিত সার্ক গঠনের সাথে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যের কী কোনো সাদৃশ্য রয়েছে? যুক্তি দাও। ৩
ঘ. জাতিসংঘের উদ্দেশ্য বাস্তবায়নের বৃহৎশক্তির ভূমিকার এবং সার্কে ভারত-পাকিস্তানের ভুমিকার তুলনামূলক আলোচনা
কর। ৪
৭। বিশ্বব্যাংক, জাইকা প্রভৃতি বিশ্বের অন্যতম অর্থনৈতিক সংস্থা। এদের প্রধান কাজ হলো বিশ্বের অনুন্নত বা উন্নয়নশীল
দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দেওয়া। এসব দেশগুলোতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত
হওয়ার পাশাপাশি কাজের সুযোগ-সুবিধা সৃষ্টি হয়। অন্যদিকে উন্নত দেশগুলোও বিশ্বব্যাপী পণ্য রপ্তানীর সুযোগ পায়।
ক. ঘঅঞঙ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১
খ. দক্ষিণ-পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা (ঝঊঅঞঙ) গঠনের উদ্দেশ্য কী ছিল? ২
গ. উদ্দীপকের সংস্থাসমূহের ন্যায় ¯œায়ুযুদ্ধ চলাকালীন সময় গড়ে উঠা কোন অর্থনৈতিক সংস্থার সাদৃশ্য রয়েছে? বর্ণনা
দাও। ৩
ঘ. উক্ত সংস্থা পাশ্চাত্য অর্থনীতির বিকাশে কিভাবে ভুমিকা রেখেছে? আলোচনা কর। ৪
৮। গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক দল ও মতের অংশগ্রহণ থাকে। বিরোধী দলের যৌক্তিক সমালোচনা, পরামর্শ নিয়ে
সরকারি দল সুষ্ঠুভাবে দেশকে শাসন করতে পারে। শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বৈরশাসনের উদ্ভব হতে পারে।
স্বেচ্ছাচারীভাবে তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ফলে যে কোনো ভুল সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে।
ক. নিকোলাই চসেস্কু কে ছিলেন? ১
খ. পেরেস্ত্রাইকা বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকের ন্যায় সোভিয়েত ইউনিয়ন পতনের পর বিশ্ব রাজনীতির কী পরিবর্তন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. পরিবর্তনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শঙ্কা তৈরি করেছে।Ñ মতামত দাও। ৪
৯। ভারতে পরবর্তী বৈদিকযুগে সমাজে শ্রেণিভেদ প্রথা প্রকট আকার ধারণ করে। ব্রাহ্মণ উঁচুশ্রেণিভুক্ত হওয়ায় অপর তিন
শ্রেণিকে ঘৃণার চোখে দেখত। বিশেষত বৈশ্য ও শুদ্র শ্রেণির সঙ্গে তারা পারস্পরিক ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করত
না। যদিও সমাজ বিনির্মাণে সকল শ্রেণির অবদান রয়েছে।
ক. ডেসমন্ড টুটো কে ছিলেন? ১
খ. মহাত্মা গান্ধী কি উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় গমন করেন? ২
গ. উদ্দীপকের শ্রেণিভেদ প্রথা বিশ শতকের আমেরিকান সমাজের কোন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, আমেরিকায় মার্টিন লুথার কিং-এর আন্দোলন সমাজের দুই শ্রেণির মধ্যকার বিদ্বেষের কারণে ছিল?
ব্যাখ্যা কর। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র