সময়কাল অনুযায়ী ফরাসি বিপ্লব

ধাপে ফরাসি বিপ্লবকে আলোচনা করা যেতে পারে। নিচে একটি সারণিতে সময়কাল অনুযায়ী ফরাসি বিপ্লবের ঘটনাগুলো তুলে ধরা
হলÑ
সময়কাল অনুযায়ী ফরাসি বিপ্লব
প্রথম ধাপ: সমগ্র ফ্রান্সজুড়ে কৃষিকাজে মন্দাভাব। খাদ্য ও এবং আবাসন সংকটের কারণে কৃষকরা দুর্বিসহ অবস্থার
মধ্যে পড়ে। জীবন বাঁচানোর তাগিদেই তারা বিভিন্ন স্থানে ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
জুন-জুলাই ১৭৮৮: গ্রেনোবেল এর বিদ্রোহ
৮ আগস্ট ১৭৮৮: বিভিন্ন জনের দাবি-দাওয়া সম্পর্কে জানতে জাক ন্যাকারের কথামত রাজা স্ট্রেটস-
জেনারেল এর সভা অহবান করেন।
৫ মে ১৭৮৯: ভার্সিলিস এ স্ট্রেটস জেনারেলের সভা শুরু।
১৭ জুন ১৭৮৯: নতুন সংবিধান প্রণয়নের দাবিতে আন্দোলন শুরু।
২৩ জুন ১৭৮৯: রাজা টায়ারের রেজুলেশন বাতিল ঘোষণা করেন।
৯ জুলাই ১৭৮৯: ফরাসি সংসদ থেকে বিশেষ আইন প্রণয়ন করা হয়।
১২ জুলাই ১৭৮৯: ন্যাকারের পদচ্যুতি, সেই সাথে প্রায় ৫০ হাজার মানুষ মিলে অস্ত্রধারণ করে একটি
শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।
১৪ জুলাই ১৭৮৯: সশস্ত্র জনতা তীব্র-আক্রমণ করে বাস্তিল দুর্গের দখল নিয়ে নেয়।
১৫ জুলাই ১৭৮৯: ন্যাশনাল গার্ডের সর্বাধিনায়ক হিসেবে লাফায়েত এর নিয়োগ।
১৭ জুলাই ১৭৮৯: ফ্রান্স জুড়ে কৃষক বিদ্রোহ শুরু হলে সর্বত্র তীব্র ভীতির সঞ্চার হয়।
৫-১১ আগস্ট১৭৮৯: ন্যাশনাল অ্যাসেম্বলি ডেকে ফ্রান্সের সামন্তপ্রথা বাতিল করা হয়।
২৬ আগস্ট১৭৮৯: মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে বিশেষ আইন পাশ করা হয়।
৫ অক্টোবর ১৭৮৯: নারীদের একটি প্রতিনিধি দল রাজার সাথে সাক্ষাত করে তাদের উপযুক্ত অন্ন
সংস্থানের পাশাপাশি ন্যায্য অধিকার দাবি করে।
৬ অক্টোবর ১৭৮৯: রাজার প্যারিস প্রত্যাবর্তন।
২ নভেম্বর ১৭৮৯: চার্চের সম্পত্তি বাজেয়াপ্তকরণ নিয়ে গণপরিষদে বিশেষ আইন পাস হয়।
১৬ ডিসেম্বর ১৭৮৯: ন্যাশনাল অ্যাসেম্বলিতে কিছু জরুরি সিদ্ধান্ত গ্রহণ।
২৮ জানুয়ারি ১৭৯০: ইহুদিদের বিরুদ্ধে আনীত সামাজিক অপরাধের অভিযোগ প্রত্যাহার।
১৩ ফেব্রæয়ারি ১৭৯০: ধর্মীয় ক্ষেত্রে নানাবিধ বাড়াবাড়ির শুরু।
১৯ জুন ১৭৯০: অভিজাত শ্রেণির পদমর্যাদায় বিলোপ সাধন।
১৪ জুলাই ১৭৯০: ষোড়শ লুইয়ের ভূমিকায় রাজা ও চার্চের অবস্থানগত সাম্যাবস্থা অর্জন।
১৮ আগস্ট১৭৯০: বিপ্লব প্রতিরোধে বিশেষ অ্যাসেম্বলি সভা আহবান।
৩০ জানুয়ারি ১৭৯১: ফরাসি অ্যাসেম্বলির সদস্য হিসেবে মিরাবুঁর নির্বাচন।
২ মার্চ ১৭৯১: রাজকীয় গিল্ড ও নিয়ন্ত্রণাধীন একচেটিয়া বাজারের দাপট হ্রাস।
১৫ মে ১৭৯১: ফরাসি উপনিবেশগুলোতে কালো মানুষের সম-অধিকার অর্জন।
২১ জুন ১৭৯১: উপয়ান্তর না দেখে প্যারিসে থাকতে বাধ্য হন রাজা ষোড়শ লুই।
১৫ জুলাই ১৭৯১: অ্যাসেম্বলির বিশেষ ঘোষণায় রাজাকে সর্বময় ক্ষমতা প্রদান করে।
১৭ জুলাই ১৭৯১: রাজার ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর গুলিবর্ষণ।
১৩ সেপ্টেম্বর ১৭৯১: রাজার সংবিধানকে বৈধতা দান।
৩০ সেপ্টেম্বর ১৭৯১: গণপরিষদের সভা অনুষ্ঠিত।
১ অক্টোবর ১৭৯১: বিশেষ সরকারি আদেশ জারি।
৯ নভেম্বর ১৭৯১:
বিয়ের পাশাপাশি বিচ্ছেদ বিষয়ে বিশেষ আইন প্রণয়ন করা হয় সেখানে সাংসারিক
জীবনের উপরেও রাজ্য ও রাজার হস্তক্ষেপের সুযোগ রাখা হয়।
১১ নভেম্বর ১৭৯১: অ্যাসেম্বলির কাজে রাজার ভেটো দান।
জানুয়ারি –মার্চ ১৭৯১: প্যারিসের আশেপাশে খাদ্য নিয়ে দাঙ্গা শুরু।
৯ সেপ্টেম্বর ১৭৯১: এমিগ্রের সম্পত্তির চারপাশে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ।
২০ এপ্রিল ১৭৯২: ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও ফরাসি বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে
যেতে থাকে।
২০ জুন ১৭৯২:
অ্যাসেম্বলিতে বিশেষ ক্ষমতা অর্জনের পাশাপাশি জ্যাকোবিনরা রাজার বিরুদ্ধে শক্ত
অবস্থান গ্রহণ করে।
২৫ জুলাই ১৭৯২: ডিউক ব্রাঞ্চউউক ফ্রান্সের আক্রমণ সামনে রেখে বিশেষ অর্ডিন্যান্স জারি করেন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]