নৈতিকতা
যে কোন জিনিসের ভাল মন্দ দুটি দিকই থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
যদিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কুফলের চেয়ে সুফলই বেশি। নৈতিকতা হলো এক ধরনের মানদন্ড যা আচরণ, কাজ
এবং পছন্দের ক্ষেত্রে সহায়তা করে। অর্থাৎ নৈতিকতা হলো মানুষের কাজ-কর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার
উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভাল বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে।
২.৭.২ কম্পিউটার ইথিকস
কম্পিউটার ইথিকস বা কম্পিউটার নীতিশাস্ত্র হলো ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা যা পেশা বা সামাজিক প্রেক্ষাপট
অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের বা ইনফরমেশন সিস্টেম বিভাগকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে
বিস্তারিত আলোচনা করে। বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার ইথিকস
টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন।
১৯৯২ সালে ‘কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট’ কম্পিউটার ইথিকস এর বিষয়ে দশটি নির্দেশনা তৈরি করেছিলেন।
নির্দেশনাগুলো র্যামন সি. বারকুইন তাঁর গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই নির্দেশনা হলো১. অন্যের ক্ষতি করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করা।
২. অন্য কোন ব্যক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাজের উপর হস্তক্ষেপ না করা।
৩. অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ না করা।
৪. চুরির উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করা।
৫. মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার না করা।
৬. নিজের নয় এরূপ অন্যের যে কোন ধরনের সফ্টওয়্যার কপি না করা।
৭. অনুমতি ব্যতিরেকে অন্যের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রিসোর্স ব্যবহার না করা।
৮. অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আতœসাৎ না করা।
৯. এমন কোন প্রোগ্রাম বা সফ্টওয়্যার তৈরি না করা যাতে সমাজের ক্ষতি হয়।
১০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ওই সব উপায়ে ব্যবহার করা উচিত নয় যা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে।
পরবর্তীতে কম্পিউটার নিরাপত্তা সম্পর্কিত পেশাজীবী সংগঠন b CISSP (Certre for Computing and Social
Responsibility) এই ধারাসমূহকে তাদের নিজস্ব নৈতিকতা আইনের ভিত্তি হিসেবে ব্যবহার করে। প্রধানত কম্পিউটার
ইথিকস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিকতার ক্ষেত্রে বিবেচ্যবিষয়সমূহ হলো কম্পিউটার অপরাধ (যেমন-সাইবার
ক্রাইম, কম্পিউটার ভাইরাস, সফ্টওয়্যার পাইরেসি), প্লেজিয়ারিজম ও কপিরাইট আইন।
২.৭.৩ সাইবার ক্রাইম
কম্পিউটার এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি
পাচ্ছে। আর ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হচ্ছে। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
নিম্নে প্রচলিত কিছু সাইবার ক্রাইম বা কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের নাম দেওয়া হলো -
১. হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা।
২. অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা ।
৩. কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে।
৪. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ।
৫. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা, ইত্যাদি।
২.৭.৪ ক¤িপউটার ভাইরাস
ক¤িপউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ
করে এগুলোর ক্ষতি করে। ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল Vital Information Resources Under Seize. যার
অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা। ভাইরাস ক¤িপউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা
ক¤িপউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন। ভাইরাস নামক সফ্টওয়্যার
ক¤িপউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে
ক¤িপউটারকে অচল করে দিতে পারে।
ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে-
কোন ক¤িপউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নি¤œলিখিত ক্ষতি হতে পারে১। ক¤িপউটারে সংরক্ষিত কোন ফাইল মুছে দিতে পারে।
২। ফাইল বা ডাটা করাপ্ট বা নষ্ট করে দিতে পারে।
৩। মনিটরের রেজুলেশন চেঞ্জ বা পরিবর্তন হতে পারে।
৪। সিস্টেম এর সেটিং চেঞ্জ বা পরিবর্তন করতে পারে।
ভাইরাস প্রতিকারের উপায়
ক¤িপউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ
ভাইরাস নির্মূল করতে পারে। বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা
ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু
কিছুএন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলো১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার
২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার
৪। নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার; ইত্যাদি।
২.৭.৫ সফ্টওয়্যার পাইরেসি
পাইরেসি সৃজনশীল কাজের অন্যতম প্রধান অন্তরায়। পাইরেসি থেকে বাঁচার জন্য যথাযথ আইন তৈরি করা উচিত। একটি
মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে সেটি পুর্নমুদ্রণ করা যথেষ্ট কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। কিন্তু কম্পিউটারের বেলায় যে
কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি করা খুবই সহজ কাজ। এজন্য বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন পড়ে না। এ কারণে
কম্পিউটার সফ্টওয়্যার, কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন ছবি, এনিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ
করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হবে। যখনই এরুপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার
ক্ষুন্ন হয় তখনই কপিরাইট বিঘিœত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা
সফ্টওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়। আরও সহজভাবে বলা যায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরিকৃত
সফ্টওয়্যার অনুমতি ব্যতিত নকল করাকে সফ্টওয়্যার পাইরেসি বলে।
২.৭.৬ প্লেজিয়ারিজম
অন্যের লেখা চুরি করে নিজের নামে উপস্থাপন বা প্রকাশ করাকেই বলা হয় প্লেজিয়ারিজম। অর্থাৎ তথ্যসূত্র উল্লেখ ব্যতিত
কোন ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করা অন্যায় কাজ ও অপরাধ হলো প্লেজিয়ারিজম । তাই প্লেজিয়ারিজম
একটি বেআইনী কাজ।
২.৭.৭ কপিরাইট আইন
কপিরাইট একটি ইংরেজী শব্দ। কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব। একজন লেখকের রচিত পুস্তক
বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট। কপিরাইট আইন একটি একচেটিয়া,
বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (চরৎধপু) বা অন্যায় অনুসরণ
হতে অন্য কাউকে বিরত রাখে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট
মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম,
চলচ্চিত্র, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা, কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। কম্পিউটার সফ্টওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত
হয়। কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে
থাকেন। আর কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে।
সফ্টওয়্যার পাইরেসি কি অপরাধ? আপনার মতামত তুলে ধরুন।
সারসংক্ষেপ
যে কোন জিনিসের ভাল মন্দ দুটি দিকই থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। যদিও তথ্য
ও যোগাযোগ প্রযুক্তির কুফলের চেয়ে সুফলই বেশি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রে
নৈতিকতা বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। নৈতিকতা হলো একটি ধারণা যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সঠিকভাবে
ব্যবহারে নৈতিকতার বিষয়, সীমাবদ্ধতা এবং প্রতিরোধকে বুঝায়।
পাঠোত্তর মূল্যায়ন-২.৭
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ক¤িপউটার ভাইরাস এর উদাহরণ কোনটি?
ক. বুট সেক্টর ভাইরাস খ. ওভার রাইটিং ভাইরাস
গ. ম্যাক্রো ভাইরাস ঘ. সবগুলোই
২। এন্টিভাইরাস সফ্টওয়্যার কোনটি?
ক. এভিজি খ. অ্যাভাস্ট
গ. এভিরা ঘ. সবগুলোই
বহুনির্বাচনি প্রশ্ন
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। কোন পদ্ধতি প্রয়োগ করে বিভিন্ন উঘঅ এবং প্রোটিন ধারার মধ্যে সম্পর্ক বের করা হয়?
ক. বায়োমেট্রিক্স খ. বায়োইনকফরমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. ন্যানো টেকনোলজি
২। বায়োমেট্রিক্স-এ পাসওয়ার্ড কোনটি?
ক. মানুষের বৈশিষ্ট্য খ. নির্দিষ্ট সংখ্যা
গ. নির্দিষ্ট শব্দ ঘ. শব্দ ও সংখ্যা
৩। ইলেকট্রনিক বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য করাকে কী বলা হয়?
ক. ই-সার্ভিস খ. ই-কমার্স
গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-লার্নিং
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১। ই-কমার্স বলতে বোঝায়-
র. ইন্টারনেটে যোগাযোগ
রর. ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য
ররর. মুক্ত বাজার ব্যবসা বাণিজ্য
নিচের কোনটি সঠিক ?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২। মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো
র. উঘঅ
রর. আঙুলের ছাপ
ররর. চোখের মণি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দিন:
নিলয় অন-লাইনের মাধ্যমে এমবিএ ডিগ্রী অর্জন করেছে। তার কিছু বন্ধু কানাডাতে পড়াশুনা করে। সে তাদের সাথে
নিয়মিত যোগাযোগ রাখে। পড়াশুনা শেষ করে প্রযুক্তির কল্যাণে নিলয় ঘরে বসেই অর্থ উপার্জন করছে। অন্যদিকে তার
বন্ধু মাহমুদও প্রযুক্তির কল্যাণে যে কোন স্থান হতেই তার ব্যবসায়িক কাজ সম্পন্ন করতে পারছে।
১. নিলয়ের অর্থ উপার্জনের সিস্টেমটি হলক. ই-কমার্স খ. আউটসোর্সিং
গ. ভিডিও কনফারেন্সিং ঘ. হ্যাকিং
২. মাহমুদের ব্যবহৃত সিস্টেমটির সাথে সম্পর্কিত শব্দ হলোর. ডেভিড কার্ড
রর. ক্রেডিট কার্ড
ররর. আইডেন্টিটি কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
নিচের উদ্দীপকগুলো পড়–ন এবং প্রশ্নগুলোর উত্তর দিন ঃ
১। আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে আমেরিকাতে
যাওয়া সম্ভব হয়নি। অতঃপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন করল। আসিফ
পড়াশুনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে। ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয়।তার বন্ধু
মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়।
ক. ই-মেইল কী? ১
খ. নি¤œ তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করুন। ২
গ. আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন কিভাবে সম্ভব হয়েছে? ব্যাখ্যা করুন। ৩
ঘ.উদ্দীপকের আলোকে আসিফ ও মনির এর আর্থিক স্বচ্ছলতার কারণ বিশ্লেষণপূর্বক আপনার মতামত দিন। ৪
২। আবদুর রহমান গ্রাম থেকে ঢাকা আসে। সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে ”ক” স্থানে যায়। সেখানে প্রবেশের জন্য
হাতের আঙ্গুল ব্যবহৃত হয়। এর পর তারা ”খ” স্থানে গিয়ে দেখলো, সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অত:পর
তারা ”গ” স্থানে গিয়ে বিশেষ ধারণের হেলমেট ও চশমা পরে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে।
ক. তথ্য প্রযুক্তি কী? ১
খ. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগিরা উপকৃত হচ্ছে -ব্যাখ্যা করুন। ২
গ. উদ্দীপকে ’গ’ স্থানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করুন। ৩
ঘ. উদ্দীপকে ’ক’ ও ’খ’ এর মধ্যে কোন প্রযুক্তি অধিকতর ব্যবহৃত হচ্ছে- বিশ্লেষণপূর্বক আপনার মতামত দিন? ৪
উত্তরমালা : পাঠোত্তর মূল্যায়ন
পাঠ - ২.১ ১ খ ২ ক
পাঠ - ২.২ ১ গ ২ ঘ
পাঠ - ২.৩ ১ গ ২ খ
পাঠ - ২.৪ ১ গ ২ ক
পাঠ - ২.৫ ১ খ ২ গ
পাঠ - ২.৬ ১ গ ২ গ
পাঠ - ২.৭ ১ ঘ ২ ঘ
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১ গ ২ ক ৩ খ
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১ গ ২ ঘ
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
১ খ ২ ক
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র