ডাটা কমিউনিকেশন মাধ্যম
কম্পিউটার এবং অন্যান্য আইসিটি ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা
হয়। অর্থাৎ সিগন্যাল ডাটাকে উপস্থাপন করে থাকে। এই সিগন্যালকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানোর জন্য
ট্রান্সমিশন মিডিয়া দরকার হয়।
প্রেরক এবং দূরবর্তী প্রাপকের মধ্যে ডাটা আদান-প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ। এই সংযোগ
ব্যবস্থাকে বলা হয় মাধ্যম। অন্যকথায়, যে মাধ্যমে কোন একটি নেটওয়ার্কের সকল ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত
থাকে তাকে ডাটা ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যম বলে। ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের। যথা১। তার মাধ্যম (Guided/Wired Media) ও
২। তারবিহীন মাধ্যম (Unguided/Wireless Media)
তার মাধ্যম
ডাটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল তার মাধ্যম। ধাতব পদার্থ দিয়ে তৈরী এই মাধ্যম ডাটাকে গাইড করে
প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে নিয়ে যায় বলে এ মাধ্যমকে গাইডেড মাধ্যম বলা হয়। তার মাধ্যম মিডিয়াকে ৩ ভাগে ভাগ
করা যায়১। টুইস্টেড পেয়ার ক্যাবল
২। কো-এক্সিয়াল ক্যাবল ও
৩। অপটিকাল ফাইবার
তারহীন মাধ্যম
ওয়্যারলেস কথাটির অর্থ তার বিহীন বা তারহীন। তার বিহীন যোগাযোগ বা ওয়্যারলেস কমিউনিকেশন হলো এমন ধরণের
যোগাযোগ যেখানে কোন তার বা ক্যাবলের প্রয়োজন হয় না। ওয়্যারলেস কমিউনিকেশনে সাধারণত রেডিও ওয়েভ
ব্যবহার করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশনের মিডিয়াকে কে তিন ভাগে ভাগ করা যায়। যথা১। রেডিও ওয়েভ (Radio wave)
২। মাইক্রো ওয়েভ (Micro wave) ও
৩। ইনফ্রারেড (Infrared)
সারসংক্ষেপ
প্রেরণ প্রান্ত এবং দূরবর্তী গ্রহণ প্রান্তের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ। এই
সংযোগকে সাধারণত চ্যানেল বলা হয়। চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত পদ্ধতি বা মাধ্যম ব্যবহার করা হয় তাকে
ডাটা কমিউনিকেশন মাধ্যম বা মিডিয়া বলা হয়। যেমন- ক্যাবল বা তার, সাধারণ টেলিফোন লাইন, বেতার তরঙ্গ,
মাইক্রোওয়েভ ইত্যাদি।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৪
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। তার মাধ্যম কোনটি?
ক) রেডিও ওয়েভ খ) মাইক্রো ওয়েভ
গ) অপটিকাল ফাইবার ঘ) কোনটিই নয়
২। ট্রান্সমিশন মিডিয়া কয় ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র