টুইস্টেড পেয়ার কি টুইস্টেড পেয়ার ক্যাবল এর প্রকারভেদ কো-এক্সিয়াল ক্যাবল কি কো-এক্সিয়াল ক্যাবল এর প্রকারভেদ ফাইবার অপটিক ক্যাবল

তার মাধ্যম
ডাটা কমিউনিকেশনে ক্যাবল বা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তার মাধ্যমকে গাইডেড মিডিয়াও বলা হয়।
ডাটা কমিউনিকেশনে তিন ধরনের ক্যাবল ব্যবহৃত হয়:
১। টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted pair cable)
২। কো-এক্সিয়াল ক্যাবল (Coaxial cable) ও
৩। ফাইবার অপটিক ক্যাবল (Fiber optic cable)
৩.৫.২ টুইস্টেড পেয়ার ক্যাবল
দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়। পেঁচানো পরিবাহী তার দুটিকে
পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়।
প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে। অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের। তার সমূহ
সংযোজনের সময় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয়
০.৪ মিঃ মিঃ থেকে ০.৯ মিঃ মিঃ।
টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা১। ইউটিপি (টঞচ-টহংযরবষফবফ ঞরিংঃবফ ঢ়ধরৎ) ঃ ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি যা
প্লাস্টিক আবরনে মোড়ানো থাকে। তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান
ক্রমান্বয়ে লোপ পেতে থাকে।
২। এসটিপি (ঝঞচ-ঝযরবষফ ঞরিংঃবফ ঢ়ধরৎ) ঃ এসটিপি ক্যাবলের বাইরে জ্যাকেট বা ফেসিং থাকে এবং তারের মধ্যে একটি শিল্ড (ঝযরবষফ) বা শক্ত আবরণ থাকে।
চিত্র ৩.৫.১ : টুইস্টেড পেয়ার ক্যাবল
৩.৫.৩ কো-এক্সিয়াল ক্যাবল
কো-এক্সিয়াল ক্যাবল দুটি সুপরিবাহী বা কন্ডাক্টর ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে তৈরি
করা হয়। কো-এক্সিয়াল ক্যাবল সাধারণত কোএক্স (ঈড়-ধী) নামে পরিচিত। কো-এক্স ক্যাবলের কেন্দ্র দিয়ে অতিক্রম
করে একটি সলিড (ঝড়ষরফ) কপার তার। কেন্দ্রের পরিবাহী তার আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী থেকে পৃথক
রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়।
চিত্র ৩.৫.২ : কো-এক্সিয়াল ক্যাবল
এ ধরনের ক্যাবলের ডাটা স্থানান্তরের গতি বেশি হয়। তবে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যরে উপর। কোএক্সিয়াল ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়।
৩.৫.৪ অপটিক্যাল ফাইবার ক্যাবল বা ফাইবার অপটিক ক্যাবল
অপটিক্যাল ফাইবার ক্যাবল ফাইবার আলোক পরিবাহী। অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম। এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন
অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত । যথাÑ
১। কোর : সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যা ১০০ মাইক্রোমিটার পর্যন্ত
হয়ে থাকে। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর।
২। ক্ল্যাডিং: কোরের ঠিক বাইরের অংশটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক
বিশেষ ধরণের আবরণ যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়।
৩। জ্যাকেট : ক্ল্যাডিং-এর প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি বাইরের অংশটি হচ্ছে জ্যাকেট।
জ্যাকেট ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার ১০০ সনঢ়ং থেকে ২
এবমধ নঢ়ং। আজকাল বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্ত:মহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।
টুইস্টেড পেয়ার ক্যাবল ও কো-এক্সিয়াল ক্যাবলের মধ্যে পার্থক্য তৈরি করুন।
সারসংক্ষেপ
ডাটা কমিউনিকেশনে ক্যাবল বা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণত স্বল্প পরিসরের নেটওয়ার্কিং যেমন খঅঘ
এর মাধ্যমে ডাটা স্থানান্তরে তার মাধ্যম ব্যবহার করা হয়। তবে বৃহত্তর পরিসরে যেমন এর হাইস্পিড ডাটা কমিউনেকশনেও তার মাধ্যমের ব্যবহার আছে। তার মাধ্যম সাধারণত টুইস্টেড পেয়ার ক্যাবল, কো-এক্সিয়াল ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবল এই তিন ধরনের হয়ে থাকে।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৫
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। টুইস্টেড পেয়ার ক্যাবল কয় ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
২। সাধারণত কো-এক্সিয়াল ক্যাবলের ডাটা ট্রান্সফারের দূরত্ব কত?
ক) ১ কি.মি খ) ২ কি.মি
গ) ৩ কি.মি ঘ) ৪ কি.মি

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]