বøুটুথ ধারণা এবং এর বৈশিষ্ট্য বর্ণনা কর ওয়াই-ফাই কি তা বর্ণনা কর ওয়াইম্যাক্স কি তা ব্যাখ্যা কর

ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি
ওয়্যারলেস কমিউনিকেশনে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন- রেডিও কমিউনিকেশন, সেলুলার
নেটওয়ার্ক, বøুটুথ, ওয়াই-ফাই ইত্যাদি।
৩.৮.২ বøুটুথ
স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস
প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো বøুটুথ। এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (চঅঘ) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের
নিরাপত্তা বজায় থাকে। দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড বøুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তিটির নাম বøুটুথ রাখা
হয়েছে। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের
অনেক ডিভাইসে বøুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে ডিভাইসগুলোকে সংযুক্ত করতে এখন আর ক্যাবল সংযোগের
প্রয়োজন পড়ছে না।
বøুটুথের বৈশিষ্ট্য
 কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে বøুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে।
 ওয়্যারলেস কমিউনিকেশনের কোন লাইসেন্স ছাড়াই ২.৪ গিগাহার্টস ফ্রিকুয়েন্সি ব্যান্ডে চলতে পারে।
 ১০-১০০ মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
 ইনফ্রারেড ডাটা কমিউনিকেশনের ন্যায় দেয়াল বা অন্যকোন বাধা ডাটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
 কোনো পিকোনেটে (চরপড়হবঃ) একটি মাস্টার সর্বোচ্চ ৭টি ¯েøভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।
৩.৮.৩ ওয়াই-ফাই
বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই (ডর-ঋর)। অন্য কথায়,
ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা তারবিহীন উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক
সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
অনেকেই ওয়াই-ফাই কে ‘‘ এর সংক্ষিপ্তরূপ মনে করে থাকেন যা আসলে ভুল। এটি
‘ওয়াই-ফাই অ্যালায়েন্স ’ এর একটি ট্রেডমার্ক এবং ওঊঊঊ ৮০২.১১ স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের
একটি ব্র্যান্ড নাম। ৭০ কোটিরও বেশি লোক ওয়াইÑফাই ব্যবহার করে থাকে।
ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য
 ওয়াই-ফাই এর কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরেও পাওয়া সম্ভব।
 ওয়াই-ফাই আওতার মধ্যে সকল ডিভাইসগুলোতে তারবিহীন উপায়ে কিংবা তারের মাধ্যমে ইন্টারনেট অ্যাকসেস ও ইন্টারনেটওয়ার্কিং সরবরাহ করে।
 আইফোন, অ্যানড্রয়েড, বাদা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলো ওয়্যারলেস সংযোগ তৈরি করতে
পারে।
 ক্লায়েন্ট-টু-ক্লায়েন্ট সংযোগগুলোর জন্য রাউটার ছাড়াও এড-হক মোডে ওয়াই-ফাই ডিভাইসগুলোকে সংযুক্ত করা
যায়।
৩.৮.৪ ওয়াইম্যাক্স
ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস m (WiMAX Worldwide Interoperability for Microwave Access) Ges Gi IEEE 802.16| নাম হলো ৮০২.১৬। ওয়াইম্যাক্স নামটি
দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে। ওয়াইম্যাক্স এর মাধ্যমে আপনি উচ্চ গতির ব্রডব্যান্ড
সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাবেন।
ওয়াইম্যাক্স এর সুবিধা
 ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেয়া যায়।
 ক্যাবল ও ডিএসএল এর পরিবর্তে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
 প্রত্যন্ত অঞ্চলেরও সেবা পাওয়া যায় এমনকি যেখানে ফোনের সংযোগ পৌঁছেনি সেখানেও।
 তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়।
 নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।
কোন কোন ক্ষেত্রে ওয়াই-ফাই এর তুলনায় ওয়াইম্যাক্সের ব্যবহার উত্তম? বিশ্লেষণপূর্বক
আপনার মতামত তুলে ধরুন।
সারসংক্ষেপ
ওয়্যারলেস কমিউনিকেশনে অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন- রেডিও কমিউনিকেশন, সেলুলার
নেটওয়ার্ক, বøুটুথ, ওয়াই-ফাই ইত্যাদি। স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের
জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো বøুটুথ। আর ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি
ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা তারবিহীন উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার
তরঙ্গকে ব্যবহার করে থাকে। অন্যদিকে ওয়াইম্যাক্স এর মাধ্যমে আপনি উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা
বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাবেন।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৮
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলোক) m (WiMAX Worldwide Interoperability for Microwave Access) K) Worldwide Interoperability for Microwave Access L) Wireless Interoperability for Microwave Access M) Wifi Interoperability for Microwave Access
ঘ) কোনটিই নয়
২। কোনটি ফোনের সাথে হ্যান্ডস ফ্রি হেডসেটের সংযোগ ঘটিয়ে সাউন্ড বা ভয়েস ডাটা স্থানান্তরে ব্যবহৃত হয়?
ক) ওয়াই-ফাই খ) বøুটুথ
গ) ওয়াইম্যাক্স ঘ) সবগুলোই

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]