সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ বর্ণনা কর জিএসএম প্রযুক্তি কি সিডিএমএ প্রযুক্তি কি জিএসএম ও জিএসএম প্রযুক্তির তুলনা কর

সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি
মোবাইল ফোন বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ১৯৪০ সালের দিকে যুক্তরাষ্ট্রে সর্ব প্রথম
মোবাইল ফোন চালু হয়। তার বিহীন দুটি ডিভাইেেসর মধ্যে ডাটা ও তথ্য আদান-প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহৃত হয়
তাকে মোবাইল যোগাযোগ বলে। বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথাÑ
১। জিএসএম ( ও
২। সিডিএমএ
৩.৯.২ জিএসএম
জিএসএম বা গেøাবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (Global System for Mobile Communication-GSM) হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন
সিস্টেম হিসেব বিবেচনা করা হয়। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোন
স্থান থেকে যেকোন ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছে। স্বল্প
মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএমএস পথিকৃত। | GSM,TDMA (Time division multiple access) ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হল- এসএমএম, কল ফরওয়ার্ডিং,
আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি
সার্ভিস ইত্যাদি।
জিএসএম এর বৈশিষ্ট্য
 স্বল্প মূল্যের এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম পথিকৃত।
 সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
 সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার ।
 অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো ৯০০ গঐু বা ১৮০০গঐু ব্যান্ডে পরিচালিত হয়।
 হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ২ বা ১ ওয়াট।
৩.৯.৩ সিডিএমএ
সিডিএমএ এর পুরো অর্থ হলো-কোড ডিভিশন মাল্টিপল আ্যকসেস (ঈউগঅ-ঈড়ফব উরারংরড়হ গঁষঃরঢ়ষব অপপবংং)।
এটি একটি চ্যানেল আ্যাকসেস মেথড যা কিনা বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
সিডিএমএ প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়। সিডিএমএ তে এখন ২জি এবং থ্রিজি
উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে। সিডিএমএ পদ্ধতিতে বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো কেরিয়ারে বিভক্ত করা হয় যা ১.২৫
মেগাহার্টজ প্রশস্ত। প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা কোড দেয়া হয় এবং এই কোড পুরো ক্যারিয়ারের মধ্যে বিস্তৃত করা হয়।
সিডিএমএ এর বৈশিষ্ট্য
 বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
 এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
 এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।
 বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো কেরিয়ারে বিভক্ত করা হয় যা ১.২৫ মেগাহার্টজ প্রশস্ত।
 প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা কোড দেয়া হয়।
৩.৯.৪ জিএসএম ও সিডিএমএ এর মধ্যে তুলনা
জিএসএম সিডিএমএ
১. ব্যান্ড উইডথকে টাইম ¯øটে ভাগ করে। ১. আলদা কোড সহ ব্যান্ড উইডথ বরাদ্দ করে।
২. কলের খরচ বেশী ২. কলের খরচ কম
৩. রোমিং সুবিধা পাওয়া যায়। ৩. রোমিং সুবিধা পাওয়া যায় না।
৪. জিএসএম হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু কম। ৪. সিডিএমএ হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু বেশী।
জিএসএম-কি পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক? যুক্তিসহকারে মতামত দিন।
পাঠোত্তর মূল্যায়ন-৩.৯
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। জিএসএম এর সার্ভিস কোনগুলো?
ক) এসএমএম খ) কল ফরওয়ার্ডিং
গ) ইনকামিং কল বেরিং ঘ) সবগুলোই
২। CDMA-এর পূর্ণরূপক) Code Division Multiple Access L) Core Division Multiple Access M) Code Divided Multiple Access N) Copy Division Multiple Access

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]