মোবাইল ইন্টারনেট
এচজঝ, ঊউঊএ,ডঅচ ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল ফোনেও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সৃষ্টি
হয়েছে। এখন মোবাইল ফোনেই ই-মেইল আদান-প্রদান, ওয়েব ব্রাউজিং, সোসাল নেটওয়ার্কিং, টিভি দেখাসহ বিভিন্ন
ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি এক নিমিষেই পাওয়া সম্ভব হচ্ছে। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে হলে উপযুক্ত
হ্যান্ডসেট ব্যবহার করতে হয়। কারণ সকল ধরনের হ্যান্ডসেট ইন্টারনেট ব্যবহারে সক্ষম হয় না। এ ক্ষেত্রে খানিকটা উচুঁ
মানের হ্যান্ডসেট ও স্মাার্টফোন ব্যাবহার করে ইন্টারনেট আ্যাকসেস করা যায়। বর্তমানে বাজারে স্বল্পমূল্যে ইন্টারনেট
ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের মোবাইল ফোন কিনতে পাওয়া যায়।
৩.১১.২ মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা
সাশ্রয়ী বিভিন্ন ইন্টারনেট সার্ভিস নিয়ে ইচ্ছে অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করা যায়।
কভারেজের আওতাভুক্ত যে কোন স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়।
সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকা যায়।
যে কোন স্থান থেকে ই-মেইল চেক ও প্রেরণ করা যায়।
দূরে অবস্থানরত বন্ধু-বান্ধবদের সাথে চ্যাটিং করা যায়।
বিশ্বের যে কোন প্রান্তে মোবাইলে ভয়েস কল করা যায়।
থ্রিজি প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা যায়।
স্মাার্টফোনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে টেলিভিশন দেখা যায়।
৩.১১.২ মোবাইলে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা
শুধুমাত্র বিশেষ পর্যায়ের হ্যান্ডসেটগুলোতেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
লো-কনফিগারেশনের মোবাইলগুলোতে ফ্ল্যাশ ও অন্যান্য ভারী কনটেন্ট চালানো সহজ হয় না।
মেসেজ বা ই-মেইল টাইপ করতে সময় বেশী লাগে।
ইন্টারনেটের খরচ অনেক বেশী।
ওয়েব সাইটে থাকা পিডিএফ, ভিডিও ফাইল পড়তে ও দেখতে সমস্যা হয়।
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীতার ওপর একটি প্রতিবেদন তৈরি করুন।
সারসংক্ষেপ
প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার সিস্টেমই হলো মোবাইল
ইন্টারনেট। অবশ্য মোবাইল ফোনে প্রযুক্তিও ব্যবহার করা হয়। ফলে
মোবাইলে ইন্টারনেট সংযোগের জন্য কোন প্রকার ক্যাবল বা মডেমের প্রয়োজন হয় না। আর এই ডঅচ প্রযুক্তির
কারণেই মোবাইল ফোনের সাহায্যে খুব দ্রæত ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান, ই-ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি
কার্যাবলি সহজেই সম্পদান করা যায়।
পাঠোত্তর মূল্যায়ন-৩.১১
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। মোবাইল ইন্টারনেট এ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. এচজঝ খ. ঊউএঊ
গ. ডঅচ ঘ. সবগুলোই
২। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৪র্থ
ক. জ্ঞান দক্ষতা স্তর
১। ডাটা কমিউনিকেশন কী?
২। ডাটা ট্রান্সমিশন স্পীড কী?
৩। বøুটুথ কী ?
৪। মোবাইল প্রজন্ম কী ?
৫। মোবাইল ইন্টারনেট কী?
খ. অনুধাবন দক্ষতা স্তর
১। আলোর গতিতে ডেটা প্রেরণ সম্ভব-ব্যাখ্যা করুন।
২। “স্বল্প দূরত্বে বিনা খরচে ডাটা স্থানান্তর সম্ভব” - ব্যাখ্যা করুন।
৩। ‘ডাটা আদান ও প্রদান একই সময়ে সম্ভব’ - ব্যাখ্যা করুন।
৪। ৯৬০০ নঢ়ং স্পিডটি ব্যাখ্যা করুন।
৫। ডরগধী এর তুলনায় ডরভর বেশি জনপ্রিয় কেন? ব্যাখ্যা করুন।
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ফোন থেকে কম্পিউটারে ফাইল স্থানান্তরে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক. বøুটুথ খ. ওয়াই-ফাই
গ. ওয়াইম্যাক্স ঘ. মোবাইল কমিউনিকেশন
২। ওয়াইম্যাক্স টাওয়ারের মাধ্যমে কভারেজ প্রদান করা যায় কত মাইল?
ক. ২০ খ. ৩০
গ. ৪০ ঘ. ৫০
৩। জিএসএম প্রথম চালু হয় কোন দেশে?
ক. ইংল্যান্ড খ. ফিনল্যান্ড
গ. আয়ারল্যান্ড ঘ. স্কটল্যান্ড
৪। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে সংক্ষেপে কী বলে?
ক. প্যান খ. ল্যান
গ. ম্যান ঘ. ওয়্যান
৫। যে ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করে তাকে কি বলে?
ক. অ্যাসিনক্রোনাস খ. সিনক্রোনাস
গ. আইসোক্রোনাস ঘ. সবগুলো
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১। ডাটা ট্রান্সমিশন মোড হলোর. সিমপ্লেক্স
রর. হাফ-ডুপ্লেক্স
ররর. ফুল-ডুপ্লেক্স
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২। কো-এক্সিয়াল ক্যাবল গঠিত হতে পারের. দুটি সুপরিবাহী বা কন্ডাক্টর
রর. সলিড কপার
ররর. অপরিবাহী পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দিন:
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে
পারেন না।
১। তারা কোন ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?
ক. সিমপ্লেক্স খ. হাফ-ডুপেক্স
গ. ফুল-ডুপ্লেক্স ঘ. মাল্টিপ্লেক্স
২। একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইসের প্রয়োজনর. মোবাইল
রর. ওয়াকিটকি
ররর. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
নিচের উদ্দীপকগুলো পড়–ন এবং প্রশ্নগুলোর উত্তর দিন ঃ
১। সুমাইয়া গ্রামের বাসিন্দা হয়ে কলেজ প্রাঙ্গণে ভিডিও ফোনে কথা বলাসহ ইন্টারনেটের সুবিধাগুলো ভোগ করতে
পারছে। কিন্তু দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদামত সুবিধা পায় না। বন্ধুদের কাছেও একই সমস্যা জানতে পেয়ে
কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করলে অধ্যক্ষ মহোদয় ওঈঞ শিক্ষককে দ্রæত বিকল্প উপায়ে সমস্যাটি সমাধানের নির্দেশ
দেন।
ক. ব্যান্ডউইথ কী? ১
খ. তারহীন দ্রæত গতি সম্পন্ন নেটওয়ার্ক - ব্যাখ্যা করুন। ২
গ. সুমাইয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করছে? ব্যাখ্যা করুন। ৩
ঘ. উদ্দীপকের সমস্যা সমাধানে ওঈঞ শিক্ষক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন? বিশ্লেষণ করুন। ৪
২। সালাম ও কামাল দুই বন্ধু রাস্তা দিয়ে হেটে যাচেছ। তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা
বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। সালাম সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার
মার সাথে একই সময়ে কথা বলছে ও শুনছে।
ক. ইনফ্রারেড কী? ১
খ. তারযুক্ত মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল বেশি উপযোগী-ব্যাখ্যা করুন। ২
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডাটা ট্রান্সমিশন মোড বর্ণনা করুন। ৩
ঘ. সালাম ও পুলিশের ব্যবহ্নত ডিভাইসদ্বয়ের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দিন। ৪
উত্তরমালা :
পাঠ - ৩.১ ১ ক ২ ঘ
পাঠ - ৩.২ ১ গ ২ ঘ
পাঠ - ৩.৩ ১ ক ২ ঘ
পাঠ - ৩.৪ ১ ঘ ২ ক
পাঠ - ৩.৫ ১ ক ২ ক
পাঠ - ৩.৬ ১ খ ২ ঘ
পাঠ - ৩.৭ ১ ক ২ ক
পাঠ - ৩.৮ ১ গ ২ ঘ
পাঠ - ৩.৯ ১ ক ২ খ
পাঠ - ৩.১০ ১ ক ২ ঘ
পাঠ - ৩.১১ ১ ঘ ২ ক
পাঠ - ৩.১২ ১ ক ২ খ
পাঠ - ৩.১৩ ১ ক ২ খ
পাঠোত্তর মূল্যায়ন- ইউনিট ৩
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১ ক ২ খ ৩ খ ৪ ক ৫ ক
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১ ঘ ২ ঘ
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
১ খ ২ ক
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র