মালিকানা অনুসারে নেটওয়ার্ক এর শ্রেণিবিভাগ বর্ণনা কর নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক এর শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক এর শ্রেণিবিভাগ বর্ণনা

নেটওয়ার্ক,ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ।
৪.২.১ নেটওয়ার্কের প্রকারভেদ
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এজন্য বিশ্বে ব্যবহৃত কম্পিউটার
নেটওয়ার্কগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিমোক্ত ভাগে ভাগ করা হয়েছে । যথা ঃ
১। মালিকানা অনুসারে নেটওয়ার্কের শ্রেণিবিভাগ
২। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের শ্রেণিবিভাগ ও
৩। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের শ্রেণিবিভাগ
৪.২.২ মালিকানা অনুসারে নেটওয়ার্কের শ্রেণিবিভাগ
মালিকানা অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ক দুই ধরনের:
ক. প্রাইভেট নেটওয়ার্ক ও
খ. পাবলিক নেটওয়ার্ক।
প্রাইভেট নেটওয়ার্ক : এই ধরনের নেটওয়ার্ক সাধারণত কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন হয়। অন্য যে কেউ
চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই ধরনের নেটওয়ার্কের সিকিউরিটি অনেক ভালো হয়। সাধারণত এ
ধরনের নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশনের গতি অনেক ভালো হয়।

পাবলিক নেটওয়ার্ক: এই ধরনের নেটওয়ার্ক সাধারণত ব্যক্তির মালিকানাধীন হয় না। তবে এটি কোন প্রতিষ্ঠান বা সংস্থা
দ্বারা পরিচালিত হয়। অন্য যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এজন্য ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমান
ফি প্রদান করতে হয়। যেমন-টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম।
৪.২.৩ ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। যথাÑ
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network, PAN)
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান LocalArea Network-LAN)
৩। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান Metropolitan Area Network MAN)
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান Wide Area Network WAN)
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ঃ PAN এর পূর্ণরূপ হচ্ছে(Personal Area Network, PAN) কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত
ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা
প্যান বলে। তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে। প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার
পর্যন্ত হয়ে থাকে। প্যান টঝই ইঁং এবং ঋরৎবধিৎব ইঁং দ্বারা সংযুক্ত হতে পারে। প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে
উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।
লোকাল এরিয়া নেটওয়ার্ক এর পূর্ণনাম হচ্ছে LocalArea Network-LAN)সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর
মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার
এর যে যোগাযোগ তাকে ল্যান বলে । একই ভবনের
বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল
কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের
কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে
উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক। ১
কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন
মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল ব্যবহার হয়। সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তবে ইন্টারনেটের সংযোগ থাকলে ভাল হয়।
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক : MAN এর পূর্ণ অর্থ হচ্ছে
Metropolitan Area Network MAN)একটি শহরে বিভিন্ন স্থানের
কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে গঅঘ বলে। এই ধরনের
নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও
আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। সাধারণত কোন ব্যাংক, শিক্ষা
প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ
এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। ১০
কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network WAN) এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা
জুড়ে যেমন-একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য
দেশ পর্যন্ত বিস্তৃত থাকে। এ ধরনের নেটওয়ার্কে একাধিক সংযুক্ত থাকতে পারে। ডঅঘ কে ইন্টারনেট বলা হয়। এই
ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম,
বেতার তরঙ্গ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তথ্য আদানপ্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।
৪.২.৫ নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে নেটওয়ার্কের প্রকারভেদ
নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই
উপযোগী। এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে
তাদেরকে ক্লায়েন্ট বলে। নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়। এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই
সাথে সার্ভার এবং ক্লায়েন্ট। এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে। ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।
হাইব্রিড নেটওয়ার্ক
হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। সাধারনত হাইব্রিড
নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে। তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।
ল্যান ও ম্যানের মধ্যে তুলনামূলক পার্থক্য লিখুন।
সারসংক্ষেপ
নেটওয়ার্ক হলো এমন সিস্টেম যেখানে সবাই মিলে তথ্য শেয়ার করা যায় বা একসাথে কাজ করা যায়। কোন ব্যক্তির
নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেম পার্সোনাল
এরিয়া নেটওয়ার্ক নামে পরিচিত। আবার একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য
কম্পিউটার বা ডিভাইসসমূহের মধ্যে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। অন্যদিকে
ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো বিশাল জায়গা জুড়ে যেমন- একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে।
পাঠোত্তর মূল্যায়ন-৪.২
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৬
২। কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট?
ক) পিয়ার টু পিয়ার খ) ক্লায়েন্ট সার্ভার
গ) হাইব্রিড নেটওয়ার্ক ঘ) কোনটাই নয়

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]