ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বল ক্লাউড কম্পিউটিং এর মডেল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ

ক্লাউড কম্পিউটিং
ক্লাউড অর্থ হচ্ছে মেঘ। আসলে ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল। আকাশে সর্বত্র
যেভাবে মেঘ ছড়িয়ে আছে, ইন্টারনেটও ঠিক তেমনিভাবে সর্বত্র জালের মত ছড়িয়ে আছে। ইন্টারনেটের মেঘ থেকে
সর্বনি¤œ খরচে সর্বোচ্চ সুবিধা পাওয়ার উপায় বের করতে গিয়েই ক্লাউড কম্পিউটিং এর জন্ম হয়। অর্থনৈতিক এবং
প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে।
ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী
কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া। যেমন- কোন প্রতিষ্ঠানের একটি ওয়েব সাইট রয়েছে
এবং এই ওয়েব সাইটে একটি বøগ চলবে। বøগের অধিকাংশ বøগার এবং ভিজিটর বাংলাদেশের। বাংলাদেশ সময় সকাল
৯টা হতে রাত ১২টা পর্যন্ত এই বøগে ব্যবহারকারী বেশি থাকে। এর মধ্যে রাত ৮টা হতে রাত ১২টা পর্যন্ত ব্যবহারকারীর
সংখ্যা খুব বেশি থাকে, ফলে ঐ সময় সার্ভারে খুব চাপ পড়ে, এই লোড কমানোর জ্য ৩/৪টি সার্ভার ব্যবহার করতে হয়,
কিন্তু অন্য সময়ে লোড কম থাকার ফলে ১টি সার্ভারেই কাজ হয়। তাহলে ঐ প্রতিষ্ঠানের ওয়েব সাইটটি চালানোর জন্য
২৪ ঘন্টাই ৩/৪টি সার্ভার ব্যবহারের প্রয়োজন হয় না, শুধুমাত্র যে সময়ে লোড বেশি থাকে সে সময়ের জন্যই অতিরিক্ত
সার্ভারগুলি ভাড়া নিতে পারলেই অনেক খরচ বেঁচে যায়। এতে করে সার্ভার ভাড়া দেয়া কোম্পানিও ফ্রি সময়ে তাদের সার্ভারগুলি অন্য প্রতিষ্ঠানের নিকট ভাড়া দিতে পারছে।
ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে। ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে। এভাবেই ক্লাউড কম্পিউটিং জন সাধারণের হাতের মুঠোয় আসে।
যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST) এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও
বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নি¤েœাক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে
১. রিসোর্স স্কেলেবিলিটি : ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড : ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা
বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো : এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।
এক কথায় বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
৪.৬.২ ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS) :: ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং
সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও
অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয়
হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন
ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
৩. সফ্টওয়্যার সেবা (Software/application as a services-SaaS) :: ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ও অসুবিধার ওপর একটি তালিকা তৈরি করুন।
সারসংক্ষেপ
ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা এমন একটি প্রযুক্তি যা অধিকতর সহজভাবে স্বল্প সময়ে
অধিক ক্ষমতাসম্পন্ন অন-লাইন কম্পিউটিং সেবা প্রদান করে থাকে। এই ব্যবস্থায় গ্রাহক বা ব্যবহারকারী সুবিধামত ও চাহিদা অনুযায়ী কম্পিউটার সার্ভার, স্টোরেজ, সফ্টওয়্যার, ভার্চুয়াল মেশিন, ফায়ারওয়্যার ইত্যাদি ভাড়া নিয়ে ব্যবহার করে।
পাঠোত্তর মূল্যায়ন-৪.৬
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে ব্যবহার করা হয় কোনটি ?
ক. ক্লায়েন্ট সার্ভার খ. ক্লাউড কম্পিউটিং
গ. ওয়েব সার্ভার ঘ. ডিস্ট্রিবিউটেড সিস্টেম
২। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?
ক. সাশ্রয়ী ও সহজলভ্য খ. ইন্টারনেট সংযোগ লাগে না
গ. এ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায় ঘ. তথ্যের গোপনীয়তা বজায় থাকে
ক. জ্ঞান দক্ষতা স্তর
১। কম্পিউটার নেটওর্য়াক কী?
২। নেটওয়ার্ক টপোলজি কী?
৩। ক্লাউড কম্পিউটিং কী?
৪। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কী ?
৫। নেটওয়ার্ক ডিভাইস কী ?
খ. অনুধাবন দক্ষতা স্তর
১। শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না-ব্যাখ্যা করুন।
২। হাবের চেয়ে সুইচ অধিক শক্তিশালি- ব্যাখ্যা করুন।
৩। মেশ টপোলজি কোন ক্ষেত্রে বেশি উপযোগী-ব্যাখ্যা করুন।
বহুনির্বাচনি প্রশ্ন
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১. LAN দ্বারা বোঝায় K. Line Area Network L. Left Area Network M. Local Area Network N. Link Area Network
২. ঢাকা, চট্টগ্রাম ও নিউইয়র্ক-এর মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হল। এটি একটি -
ক. চঅঘ খ. খঅঘ ডঅঘ
গ. গঅঘ ঘ. ডঅঘ
৩. কোন সংগঠনের নেটওয়ার্ক বৃত্তাকার?
ক. বাস সংগঠন খ. রিং সংগঠন
গ. স্টার সংগঠন ঘ. মেস সংগঠন
৪. কোন ধরনের নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার তার দুই দিকের দুইটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে?
ক. বাস সংগঠন খ. রিং সংগঠন
গ. স্টার সংগঠন ঘ. শাখা-প্রশাখা সংগঠন
৫. কোন সংগঠনে হোস্ট কম্পিউটার থাকে?
ক. বাস সংগঠন খ. পরস্পর সংযুক্ত সংগঠন
গ. স্টার সংগঠন ঘ. রিং সংগঠন
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হলো-
র. হার্ডওয়্যার রির্সোস শেয়ার করা
রর. সফ্টওয়্যার রির্সোস শেয়ার করা
ররর. ইনফরমেশন শেয়ার করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২। ক্লাউড কম্পিউটিং হচ্ছের. একটি ব্যবসায়িক মডেল
রর. অন-ডিমান্ড সেবা
ররর. পে-অ্যাজ-ইউ-গো
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দিন:
শুধুমাত্র তার দিয়ে ১০টি কম্পিউটার নিয়ে একটি ল্যাবে নেটওয়ার্ক তৈরি করা হল। একদিন একটি কম্পিউটার নষ্ট হওয়ায়
সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়।
১। উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে ?
ক. বাস খ. স্টার
গ. রিং ঘ. মেশ
২। উদ্দীপকের সমস্যা সমাধানে করণীয়র. ট্রান্সমিশন মাধ্যমের পরিবর্তন
রর.টপোলজির পরিবর্তন
ররর. সুইচ সংযোজন
নিচের কোনটি সঠিক?
ক.র ও রর খ.র ও ররর
গ.রর ও ররর ঘ.র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
নিচের উদ্দীপকগুলো পড়–ন এবং প্রশ্নগুলোর উত্তর দিন ঃ
১। সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল ক্যাবলের সাথে ১০টি কম্পিউটার সরাসরি যুক্ত
রয়েছে। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডাটা প্রক্রিয়াকরণের কাজ পান। কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী
ক্ষমতাসম্পন্ন কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফ্টওয়্যার সংগ্রহ করতে না
পারায় তিনি কাজটি যথা সময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন।
ক. মডেম কী? ১
খ. ডঅঘ ও ওহঃবৎহবঃ সমার্থক-ব্যাখ্যা করুন। ২
গ. সুর্পণার অফিসের কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা করুন। ৩
ঘ. সুপর্নার গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করুন। ৪
২। একদিন আনোয়ার সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের কোনো কম্পিউটারই কাজ করছিল না। অনুসন্ধানে জানা
যায় যে মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটে। অপরদিকে মিজান সাহেবের অফিসে ব্যবহৃত
নেটওয়ার্কের দুটি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো সচল ছিল। এক্ষেত্রে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল।
ক. রাউটার কী ? ১
খ. তথ্য আদান প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-ব্যাখ্যা করুন। ২
গ. আনোয়ার সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্ক কোন প্রকারের-বর্ণনা করুন। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য বিশ্লেষণপূর্বক মতামত দিন। ৪
উত্তরমালা :
পাঠ - ৪.১ ১ ঘ ২ ঘ
পাঠ - ৪.২ ১ খ ২ ক
পাঠ - ৪.৩ ১ ঘ ২ ক
পাঠ - ৪.৪ ১ ঘ ২ ঘ
পাঠ - ৪.৫ ১ ক ২ ঘ
পাঠ - ৪.৬ ১ ঘ ২ গ
পাঠোত্তর মূল্যায়ন- ইউনিট ৪
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১ গ ২ ঘ ৩ খ ৪ খ ৫ গ
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১ ঘ ২ ঘ
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
১ গ ২ গ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]