লজিক গেইট
যে বৈদ্যুতিক সার্কিট কোন বুলিয়ান প্রক্রিয়া (যোগ, গুণ) সম্পাদন করে বা কোন বুলিয়ান অপেক্ষক রূপায়িত করে তাকে
লজিক গেইট বলে। সহজ কথায় বলা যায়, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ
করে সে সকল সার্কিটকে লজিক গেইট বলে।
৬.৪.২ মৌলিক লজিক গেইট
ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা
১। অর গেইট (OR GATE)
২। অ্যান্ড গেইট (AND GATE) ও
৩। নট গেইট (NOT GATE)
অর গেইট
এই গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট
ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে। কমপক্ষে একটি ইনপুট ১ হলে অর গেইটের আউটপুট
১ হবে, অন্যথায় আউটপুট ০ হবে। দুইটি ইনপুট সংকেত অ ও ই এবং আউটপুট ঢ হলে অর গেইটের সমীকরণ,
সাংকেতিক সংকেত ও সত্যক সারণি হবে নি¤œরূপ ঃ
চিত্র ৬.৪.১ : অর গেইট এর প্রতীক
আউটপুট সমীকরণ ঃ ঢ = অ ঙজ ই
= অ+ই অর গেইটের সত্যক সারণি
অনুরূপভাবে, তিন ইনপুট বিশিষ্ট অর গেইটের ক্ষেত্রেঅ ই ঈ ঢ = অ + ই +ঈ
০ ০ ০ ০
০ ০ ১ ১
০ ১ ০ ১
০ ১ ১ ১
১ ০ ০ ১
১ ০ ১ ১
১ ১ ০ ১
১ ১ ১ ১
অ্যান্ড গেইট
এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট
ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে। সবগুলো ইনপুট ১ হলে অ্যান্ড গেইটের আউটপুট ১
হবে; অন্যথায় আউটপুট ০ হবে। নিচে দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের বর্তনী এবং সত্যক সারণি দেখানো হলো:
অ ই ঢ = অ.ই
০ ০ ০
০ ১ ০
১ ০ ০
১ ১ ১
অ্যান্ড গেইটের সত্যক সারণি
অনুরূপভাবে তিন ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেইটের ক্ষেত্রে
অ ই ঈ ঢ= অ.ই.ঈ
০ ০ ০ ০
০ ০ ১ ০
০ ১ ০ ০
০ ১ ১ ০
১ ০ ০ ০
১ ০ ১ ০
১ ১ ০ ০
১ ১ ১ ১
নট গেইট সত্যক সারণি
এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে। যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট
বলে। এই গেইটের ইনপুট ১ হলে আউটপুট হবে ০ এবং ইনপুট ০ হলে আউটপুট হবে ১।
অ ঢ = অ
১ ০
০ ১
নট গেইটের সত্যক সারণি
লজিক মৌলিক গেইটসমূহের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
সারসংক্ষেপ
যে বৈদ্যুতিক সার্কিট কোন বুলিয়ান প্রক্রিয়া (যোগ, গুণ) সম্পাদন করে বা কোন বুলিয়ান অপেক্ষক রূপায়িত করে তাকে
লজিক গেইট বলে। লজিক গেইটের এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে যেখানে ইনপুটসমূহের
উপর নির্ভর করে আউটপুট।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৪
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেইটে?
ক) অ্যান্ড খ) অর
গ) নট ঘ) সবগুলোই
২। দুই বা ততোধিক ইনপুট এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় কোন গেইটে?
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র