ওয়েব ডিজাইন এর ধারণা ব্যাখ্যা কর ওয়েব পেজ ও ওয়েব ব্রাউজিং কি আইপি এড্রেস ও ডোমেইন নেইম কি এবং এদের প্রয়োজনীয়তা

ওয়েব ডিজাইন পরিচিতি
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। মানব সভ্যতার অন্যতম সেরা আবিস্কার এই ইন্টারনেট যার মাধ্যমে মানুষ পৃথিবীকে নিয়ে
এসেছে হাতের মুঠোয়। ইন্টারনেটের মাধ্যমে তথ্য জানার জন্য দরকার হচ্ছে ওয়েবসাইট। ওয়েব সাইটের মূল হচ্ছে
ওয়েবপেজ যা HTML দিয়ে তৈরি করা হয়। ওয়েবসাইট তৈরি করে সাধারণত তা কোনো সার্ভারে হোস্ট করে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।ওয়েব ডিজাইনের ধারণা
ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রক্ষিত ফাইলকে ওয়েব পেজ (ডবন চধমব) বলে যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী। এটি সাধারণত HTML (Hyper Text Markup Language) দিয়ে লেখা
হলেও বর্তমানে XML, DHTML, STML ইত্যাদি ব্যবহার হচ্ছে। প্রতিটি ওয়েব পেজের ওয়েব এড্রেস থাকে।
ওয়েব পেজের সাথে শব্দ বা অডিও, ভিডিও ছবি, অ্যানিমেশন, ডাটা ইত্যাদি যুক্ত থাকতে পারে। এ রকম এক বা
একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় ওয়েব সাইট। বিশ্বের বিভিন্ন স্থানের ওয়েব সার্ভারে কয়েক মিলিয়ন ওয়েবসাইট
সংরক্ষিত আছে। প্রতিটি ওয়েব সাইটের একটি ইউনিক এড্রেস আছে।
৭.১.২ ওয়েব পেজ
ইন্টারনেটে যে পেজগুলো আমরা দেখি সেগুলোকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজে ইন্টারনেটের তথ্য যেমন- লেখা,
অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি রাখা যায়। বর্তমান বিশ্বে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছুই ইন্টারনেটে পাওয়া যায়। ওয়েব পেজ ডেভেলপ করার পর তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে প্রকাশের জন্য ওয়েব সার্ভারে হোস্ট করা হয়।
৭.১.৩ ওয়েব ব্রাউজিং
কোন সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজসমূহকে কোন ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং
বলে। ওয়েব ব্রাউজিংয়ের জনপ্রিয় কিছু সফ্টওয়্যার হল-
 ইন্টারনেট এক্সপ্লোরার
 মজিলা ফায়ারফক্স
 সাফারি
 গুগল ক্রম
৭.১.৪ আইপি এড্রেস
ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক
ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি
কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট । তবে একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন(Dotted decimal notation)t ১৯২ .১৬৮ .১৫ .৫
২। হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation) ঃ ঈ০ .অ৮ .০ঋ .০৫
৩। বাইনারি নোটেশন (Binary notation) ঃ ১১০০০০০০ . ১০১০১০০০ . ০০০০১১১১ . ০০০০০১০১
চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP (ওচ ভার্সন ৪) নামে পরিচিত। ওচা৪ এই অ্যাড্রেস হলো ৪ ঢ ৮ বা ৩২ বিটের। যার ২
৩২ বা ৪২৯৪৯৬৭২৯৬ সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়। তবে আইপি
অ্যাড্রেসের নতুন ভার্সন হলো ওচা৬; যার সাহায্যে ২
১২৮ সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা ১২৮ বিটের অ্যাড্রেস।
৭.১.৫ ডোমেইন নেইম
সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি এড্রেস মানুষের পক্ষে মনে রাখা খুবই কষ্টকর। তাই আইপি এড্রেস সহজে ব্যবহারযোগ্য
করার জন্য সহজ কোন নাম ব্যবহার করা হয়। ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের
একটি নির্দিষ্ট নাম। যেমন- িি.িমড়ড়মষব.পড়স এই সাইটটির আইপি এড্রেস হল- ২১৬.৫৮.২১২.১৬৪। যে পদ্ধতিতে
ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে j (DNS-Domain Naming System)|
ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।
চিত্র ৭.১.১: ডোমেইন নেইম
উপরের চিত্রে একটি ওয়েব সাইটের এড্রেস হতে ডোমেইন নেইম সহযং.পড়স কে দেখানো হয়েছে । এখানে সহযং কে
ডোমেইন নেইম এবং .পড়স কে ডোমেইন টাইপ বলা হয়। সাধারণত ডোমেইন টাইপ দ্বারা প্রতিষ্ঠানের টাইপ জানা যায়।
যেমন-
.com – কমার্শিয়াল প্রতিষ্ঠানকে বুঝানো হয় - উদাহরণ-www.qualitycando.com
.gov – সরকারি প্রতিষ্ঠানকে বুঝানো হয় - উদাহরণ-www.bpsc.gov.bd
.org – অর্গানাইজেশনকে বুঝানো হয় - উদাহরণ-www.bccbd.org
.edu – শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝানো হয় - উদাহরণ-www.du.edu
ওয়েব পেজ ও ওয়েব সাইটের মধ্যে পার্থক্য লিখুন।
সারসংক্ষেপ
ওয়েব সাইটের স্বতন্ত্র কোন পেজকে ওয়েবপেজ বলা হয়। এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েব
সাইট। তাই পরষ্পর সম্পর্কিত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েবসাইট বলে। বর্তমানে ওয়েবপেজকে সুন্দর ও আকর্ষণীয়
করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়ে থাকে। ওয়েব ডিজাইন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন, কালার ইত্যাদি ব্যবহার করে ওয়েব পেজ তথা ওয়েবসাইট তৈরি করা হয়।
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। আইপি ভার্সন ৪ (ওচঠ৪) এ প্রত্যেকটি আইপি এড্রেস কত বিটের হয়ে থাকে?
ক) ৮ খ) ১৬
গ) ৩২ ঘ) ৬৪
২। আইপি এড্রেসের অংশ কয়টি?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]