ওয়েবসাইট এর কাঠামো বর্ণনা কর ওয়েবসাইট এর প্রকারভেদ ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট

ওয়েবসাইট এর কাঠামো
একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে
সাজানো থাকে তাই হল ওয়েবসাইটের কাঠামো। অন্যভাবে বলা যায়, একটি ওয়েবসাইটের সকল বিষয়বস্তু ও উপস্থাপনার
অবকাঠামো হচ্ছে ঐ ওয়েবসাইটের কাঠামো। সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে। যথা১. হোম পেজ (Home Page)
২. প্রধান অংশ (Main Section)ও
৩. উপশাখা (Subsection)
হোম পেজ : হোম পেইজ হলো ওয়েবসাইটে প্রবেশের প্লাটফর্ম। এটি সুন্দর ও আকর্ষনীয় হওয়া উচিৎ। ওয়েব ব্রাউজার
শুরুতে এই পেইজটি লোড করে। এখানে ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে।
একটি ওয়েবসাইট কোন ধরনের তথ্য বহন করছে তা হোম পেইজ থেকেই জানা যায়। অন্যান্য পেইজ ব্রাউজ করার জন্য এই পেইজে লিংক দেওয়া থাকে।
প্রধান অংশ : হোম পেইজের পরের ওয়েব পেজগুলোকে প্রধান অংশ বা মূল সেকশন বলে। ওয়েবসাইটের প্রধান অংশটি
কয়েকটি ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে। সাধারণত হোম পেজের বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশ করা থাকে।
উপশাখা : প্রধান অংশে অন্তভর্‚ক্ত পেইজ আবার এক বা একাধিক পেইজের সাথে যুক্ত থাকে যাদেরকে উপশাখা বা সাব-
সেকশন পেইজ বলে। এই পেইজগুলোতে বিস্তারিত তথ্য এবং লিংক যুক্ত করে তথ্যের সমন্বয় করা হয়।
৭.২.২ ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ
হোম পেইজ ও হোম পেইজের সাথে লিংককৃত পেইজগুলো কিভাবে সাজানো যায় তার উপর ভিত্তি করে ওয়েবসাইটের
কাঠামোকে চার ভাগে ভাগ করা যায়। যথা১. হায়ারারকিক্যাল কাঠামো (Hierarchical Structure)
২. লিনিয়ার কাঠামো (Linear Structure)
৩. নেটওয়ার্ক কাঠামো (Network Structure)ও
৪. হাইব্রিড কাঠামো (Hybrid Structure)
হায়ারারকিক্যাল কাঠামো : এই কাঠামোতে ওয়েব পেইজগুলো বিভিন্ন শাখায় বিভক্ত থাকে। ফলে ব্যবহারকারীগণ সহজে
বুঝতে পারে কোথায় কি আছে। এই কাঠামোতে মূল বিষয়গুলো থেকে মেনু, সাব-মেনু এভাবে ভাগ করা হয়। এই কাঠামো অনেক জনপ্রিয় ও সহজ।
লিনিয়ার কাঠামো : এই ধরনের কাঠামোতে পেইজগুলো একটি নির্দিষ্ট সিকুয়েন্স অনুযায়ী সাজানো থাকে। কোন পেইজ
কোন পেইজের পরে হবে তা ওয়েব ডিজাইনের সময় ঠিক করা হয়। এই ধরনের পেইজগুলোতে সাধারণত Next, previous, Last, First ইত্যাদি অনুযায়ী সাজানো থাকে।
নেটওয়ার্ক কাঠামো : এই কাঠামোতে ওয়েব সাইটের সকল পেইজ একটি অপরটির
সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে প্রত্যেক পেইজের একে অপরের সাথে লিংক থাকে।
হোম পেইজের সাথে যেমন অন্যান্য পেইজের লিংক থাকে তেমনি অন্যান্য পেইজে
নিজেদের মধ্যে এবং হোম পেইজের সাথে লিংক থাকে।
হাইব্রিড কাঠামো : এই কাঠামোটি একাধিক কাঠামোর সমন্বয়ে গঠিত। এ কারণে একে কম্বিনেশনাল কাঠামোও বলা হয়ে
থাকে। সাধারণত ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাঠামো ব্যবহার করা হয়।
গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-
 স্ট্যাটিক ওয়েবসাইট
 ডাইনামিক ওয়েবসাইট
স্ট্যাটিক ওয়েবসাইট: যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না
করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।
ডাইনামিক ওয়েবসাইট: যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না
করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমনক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট। সাধারণত পিএইচপি
(PHP, এএসপি (ASP), জেএসপি(JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে।
৭.২.২ স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তুলনা
স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট
১। নির্দিষ্ট সংখ্যক পেইজ থাকে। ১। ডাইনামিকভাবে পেইজ তৈরি করা হয়।
২। ওয়েবসাইটের থিম এবং কন্টেন্ট নির্দিষ্ট। ২। ওয়েবপেইজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়।
৩। সাধারণত ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয় না। ৩। ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয়।
৪। ওয়েবপেজ পরিবর্তন করলে পুনরায় আপলোড করতে
হয়।
৪। সার্ভার এপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেইজ পরিবর্তন করা হয়।
স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধার ওপর
একটি তালিকা তৈরি করুন।
সারসংক্ষেপ
একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি। যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য
প্রদর্শন করে থাকে সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। অন্যদিকে যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
পাঠোত্তর মূল্যায়ন-৭.২
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ওয়েবসাইটের কাঠামো কত ধরনের?
ক) ৩ খ) ৪
গ) ৫ ঘ) ৬
২। কোন ধরনের ওয়েবসাইটে থিম এবং কন্টেন্ট নির্দিষ্ট থাকে?
ক) স্ট্যাটিক ওয়েবসাইট খ) ডাইনামিক ওয়েবসাইট
গ) কন্সট্যান্ট ওয়েবসাইট ঘ) সবগুলো

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]