ওয়েবসাইট পাবলিশিং
ওয়েব পেইজ তৈরি করার পর তা কোন একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করা প্রয়োজন। এই হোস্টিং
প্রক্রিয়াটিকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। ডোমেইন নেইমটি রেজিস্ট্রেশন করার পরে তা ওয়েব হোস্টিং কোম্পানিতে
স্থানান্তর করতে হবে। আজকাল অবশ্য অনেক ISP(Internet Service Providers) G) এবং ওয়েব হোস্টিং কোম্পানী পাওয়া
যাবে যারা নতুন ডোমেইন রেজিস্ট্রারের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করে দিতে আগ্রহী। তাদের থেকে প্রয়োজনীয়
সহযোগিতা নেওয়া যেতে পারে। ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য নি¤েœ বর্ণিত কাজসমূহ করতে হবেধাপ-১ঃ ওয়েব পেইজ ডিজাইন
ওয়েব পেইজ ডিজাইন করতে হবে। পূর্ববর্তী পাঠগুলোতে আমরা শিখেছি কিভাবে ওয়েবপেইজ ডিজাইন করে একটি
ওয়েবসাইট তৈরি করা যায়। প্রয়োজনে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে
ওয়েব পেইজ ডিজাইন করে দেয়।
ধাপ-২ঃ ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক তা নির্বাচন করে সেই নামের ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
করতে হবে।
ধাপ-৩ ঃ ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং
ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব পেইজ ডিজাইন সম্পন্ন করার পর ওয়েব সাইট/ পেইজগুলো নির্ভরযোগ্য কোন সার্ভারে
হোস্ট করতে হবে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই হোস্টিং সার্ভিস প্রদান করে।
ধাপ- ৪ ঃ সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত
এই ধাপটি অত্যাবশকীয় নয়। ওয়েব পেইজ/সাইটটি আরো বেশী প্রচারমূখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে
হয়।
৭.১০.২ হোস্টিং প্রযুক্তি
উইন্ডোজ হোস্টিং
যদি ওয়েব সাইটটি ASP(Active Server Page) Programming Language Ges Microsoft SQL Server
ব্যবহার করে তৈরি হয়ে থাকে তবে Window Server এ হোস্টিং করতে হবে।
লিনাক্স হোস্টিং
যদি ওয়েব সাইটটি PHP (Hyper Text Processor) Programming Language ডেটাবেস
ব্যবহার করে তৈরি হয়ে থাকে তবে linux serverএ হোস্টিং করতে হবে। বাংলাদেশে লিনাক্স হোস্টিং জনপ্রিয়। এর
অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশে PHP developer এর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে তাদের ওয়েব সার্ভারে কোন ওয়েব সাইটের জন্য প্রয়োজনীয় স্পেস বা
জায়গা ভাড়া দেয়। তবে অনেক প্রতিষ্ঠান আছে যারা বিনামূল্যে ওয়েব হোস্টিং সুবিধা প্রদান করে। তবে বিনামূল্যের
ওয়েব হোস্টিং এ অনেক সীমাবদ্ধতা থাকে। www.freeservers.com সাইটে বিনামূল্যে ওয়েব হোস্টিং সার্ভারের সন্ধান
পাওয়া যাবে। এই ধরনের হোস্টিং এর সাধারণত ব্যান্ডউইডথ কম এবং ডোমেইন নেম থাকে না।
ওয়েবসাইট পাবলিশিং এর কারণ সম্পর্কে আপনার বিস্তারিত মতামত তুলে ধরুন।
সারসংক্ষেপ
একটি ওয়েবসাইট তৈরি করার পর এটি তখনই ইন্টারনেট ব্যবহারকারীরা বা ভিজিটরগণ দেখতে পাবে অথবা
এ্যাকসেস করতে পারবে যদি ওয়েব সাইটটিকে ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক যুক্ত কোন ওয়েব সার্ভারে আপলোড করা
হয়। এই প্রক্রিয়াটিই হলো ওয়েবসাইট পাবলিশিং। অর্থাৎ ওয়েব পেজ তৈরী করার পর তা কোন একটি নির্ভরযোগ্য
ওয়েব সার্ভারে প্রক্রিয়াটিকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং।
পাঠোত্তর মূল্যায়ন-৭.১০
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ওয়েবপেইজ তৈরি করার পর তা কোন একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে রাখা প্রক্রিয়াটিকে বলা হয়ক) ডোমেইন নেইম রেজিস্ট্রেশন খ) ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং
গ) ওয়েব পেইজ ডিজাইন ঘ) ওয়েবসাইট পাবলিশিং
২। ওয়েবসাইট তৈরির জন্য প্রোগ্রামিং খধহমঁধমবক) ঐঞগখ খ) চঐচ
গ) ঔধাধংপৎরঢ়ঃ ঘ) সবগুলোই
পাঠ-৭.১১ ব্যবহারিক
ব্যবহারিক ১ ঃ একটি সাধারণ ওয়েব পেজ তৈরিকরণ।
তত্ত¡: ওয়েব পেইজ তৈরি করার পূর্বে আমাদের অবশ্যই এর ডিজাইন কি রকম হবে এবং এতে কি কি ইনফরমেশন
থাকবে তা পূর্বেই ঠিক করে নিতে হয়।
যন্ত্রপাতির ব্যবহার ঃ
যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচন বা সিলেক্ট করতে হয়। এক্ষেত্রে হার্ডওয়্যারের পাশাপাশি প্রয়োজনীয়
সফ্টওয়্যারও নির্বাচন করতে হয়।
হার্ডওয়্যার ঃ একটি কম্পিউটার।
সফ্টওয়্যার ঃ অপারেটিং সিস্টেম : উইন্ডোজ ঢচ বা উইন্ডোজ ৭ ।
এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ঃ নোটপ্যাড, গড়ুরষধ ভরৎবভড়ী/রহঃবৎহবঃ বীঢ়ষড়ৎবৎ।
৩. উল্লিখিত সফ্টওয়্যারগুলো ইনস্টল আছে কিনা তা নিশ্চিত হতে হবে।
৪. বর্ণিত পরীক্ষণটি সম্পন্ন করার জন্য ইনস্টলকৃত এডিটরটি চালু করতে হবে।
৫. পরীক্ষণটির কার্যক্রম সম্পন্ন হলে চালুকৃত প্রোগ্রাম বা প্রোগ্রামসমূহ বন্ধ করতে হবে এবং যথানিয়মে কম্পিউটারটি
বন্ধ বা শাট ডাউন করতে হবে। প্রয়োজনে বৈদ্যুতিক সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে হবে।
ফলাফল উপস্থাপন ঃ
(১) প্রক্রিয়া অনুসরণ ঃ
পরীক্ষণটির কার্যক্রম সম্পন্ন করার জন্য নি¤œবর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হবে -
১। প্রথমে উইন্ডোজ থেকে ঘড়ঃবঢ়ধফ প্রোগ্রাম চালু করতে হবে। সেজন্য-
৩। কোডিং শেষে ফাইলটি .যঃস বা যঃসষ বর্ধিতাংশ লিখে একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে ঋরষব
মেনুতে ক্লিক ঝধাব অপশনে ক্লিক করতে হবে। ঝধাব ধং ডায়লগ বক্স আসবে। ঋরষব ঘধসব এর জায়গায় ঊীধস১. যঃসষ
লিখে (অবশ্য বির্ধতাংশ টিক রেখে অন্য যে কোন নামও ব্যবহার করা যায়) ঝধাব/ঙশ বাটনে ক্লিক করে সংরক্ষণ বা সেভ
করি। যা মূলত ঈ ড্রাইভ এর উড়পঁসবহঃ বা গু উড়পঁসবহঃ লোকেশনে সংরক্ষিত হবে।
(২) ব্যাখ্যা ঃ
১. ঐঞগখ এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা যার মাধ্যমে অতি সহজে পছন্দ অনুযায়ী ওয়েব পেইজ তৈরি করা সম্ভব।
ঐঞগখ ভরষব শুরু হয় <যঃসষ> ট্যাগ দিয়ে এবং শেষ হয় যঃসষ> ট্যাগ দিয়ে। তবে কোড শেষ করার জন্য
ফরওয়ার্ড ¯ø্যাস (/) ব্যবহার করা হয়।
২. <নড়ফু> ট্যাগের মাধ্যমে বডি সেকশনের শুরু নির্দেশ করে। <নড়ফু>..... নড়ফু> এই ট্যাগের মধ্যবর্তী
বিষয়গুলো ব্রাউজারের উইন্ডোতে প্রদর্শিত হয়।
৩. উল্লিখিত পরীক্ষণটিতে ব্যবহৃত অন্যান্য ট্যাগসমূহ হলোট্যাগসমূহ বর্ণনা বা কাজ বা ব্যবহার
ক. জ্ঞান দক্ষতা স্তর
১। ওয়েব পেজ কী?
২। ওয়েব সাইটের কাঠামো কী ?
৩। আইপি অ্যাড্রেস কী?
৪। ওয়েবসাইট পাবলিশিং কী ?
৫। ওয়েবসাইট হোস্টিং কী?
৬। ঐঞগখ কী?
খ. অনুধাবন দক্ষতা স্তর
১। যঃসষ একটি কন্টেইনার ট্যাগ-ব্যাখ্যা করুন।
২। “প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট”-ব্যাখ্যা করুন।
৩। “ওচ অ্যাড্রেসে চারটি অকটেট থাকে”-বুঝিয়ে লিখুন।
৪। টজখ কীভাবে ব্রাউজারকে সহায়তা করে? ব্যাখ্যা করুন।
৫। ঐঞগখ কে কেন হাইপার ল্যাঙ্গুয়েজ বলা হয়-ব্যাখ্যা করুন।
চূড়ান্ত মূল্যায়ন
বহুনির্বাচনী প্রশ্ন
ক. সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ঐঞগখ -এ <যবধফ> এলিমেন্ট এর মাঝে কোনটি রাখতে হয়?
ক. <নড়ফু> এলিমেন্ট খ. <ঃরঃষব> এলিমেন্ট
গ. <ঃবীঃ> এলিমেন্ট ঘ. <উড়পঁসবহঃ> এলিমেন্ট
২। ঐঞগখ ডকুমেন্ট মূলত কয়টি অংশ নিয়ে গঠিত?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩। সকল ওয়েব ব্রাউজার কোন ভাষা বুঝতে পারে?
ক. ঝয়ষ খ. ঢ়যঢ়
গ. লধাধ ঘ. যঃসষ
৪। ডোমেইন নেইম হলোÑ
ক. ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম খ. সার্ভারের নাম
গ. ওয়েব ফাইলের নাম ঘ. ফোল্ডারের নাম
৫। ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোন রেফারেন্সকে ওয়েবের ভাষায় কী বলে?
ক. ওয়েবসাইট খ. হাইপারলিংক
গ. কানেকশন ঘ. ওয়েবপেইজ
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
১। যঃসষ এর নড়ফু অংশে থাকে
র. ওয়েবপেইজ টাইটেল
রর. টেবিল
ররর. ছবি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২। একটি বিন চধমব -এ যে বষবসবহঃ সমূহ থাকে
র. ঐঞগখ
রর. যবধফ
ররর. ঃরঃঃষব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের অনুচ্ছেদটি পড়–ন এবং ১ ও ২ প্রশ্নের উত্তর দিন:
সালাউদ্দীন একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় ছবি ও কার্টুন যুক্ত করল।
১। সালাউদ্দীন এর কাজকে বলা যায়Ñ
ক. ওয়েবহোস্টিং খ. ওয়েব লিঙ্ক
গ. ওয়েব ইনফো ঘ. ওয়েব ডিজাইন
২। সালাউদ্দীন তার ওয়েবপেজে যুক্ত করতে পারের. টেক্সট
রর. ভিডিও
ররর. চিত্র
নিচের কোনটি সঠিক?
ক.র ও রর খ.র ও ররর
গ.রর ও ররর ঘ.র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
১। নিচের উদ্দীপকটি পড়–ন এবং প্রশ্নগুলোর উত্তর দিন ঃ
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দুটি গ্রæপে ভাগ করে কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য বলা হল। ১ম গ্রæপ
ঐঞগখ, ঈঝঝ ইত্যাদি ব্যবহার করে ওয়োবসাইটটি প্রস্তুত করে। দ্বিতীয় গ্রæপ ঈঝঝ, গুংয়ষ, চযঢ় ইত্যাদি ব্যবহার
করে তাদের ওয়েবসাইটটি তৈরি করে। বিচারকমন্ডলী ২য় গ্রæপের ওয়েবসাইটটি কলেজের জন্য পছন্দ করেন। ওঈঞ
শিক্ষক কলেজের ওয়েবসাইটটির হোম পেজের গরহরংঃৎু ড়ভ বফঁপধঃরড়হ লেখাটির সাথে ওয়েব িি.িসড়বফঁ.মড়া.নফ
অ্যাড্রেসটি যুক্ত করেন।
ক. ওয়েব সার্ভার কী? ১
খ. ‘এই হোস্টিং বেশি ব্যবহার করে শিক্ষার্থীরা ’ - ব্যাখ্যা করুন। ২
গ. উদ্দীপকের ওঈঞ শিক্ষকের কার্যক্রমের সংশ্লিষ্ট কোড ব্যাখ্যা করুন। ৩
ঘ. বিচারকেরা কোন যুক্তিকশায় ২য় গ্রæপের ওয়েবসাইটটি পছন্দ করেন? ব্যাখ্যা করুন। ৪
২। নিচের উদ্দীপকটি পড়–ন এবং প্রশ্নগুলোর উত্তর দিন ঃ
‘ক’ কলেজের জন্য একটি ওয়েব পেইজ তৈরি করা হলো যা কোন ব্রাউজারে রান করলে প্রদর্শিত বিষয়গুলি নি¤œরূপ ঃ (ক)
কলেজের একটি ছবি e ( Ò=D:\picture\index.jpgÓ height = Ò400Ó width = Ò300Ó align = ÒtopÓ border = 2Ó )
ও (খ) কলেজের নাম <য১> হেডিংয়ে।
ক. ওয়েবসাইট কী? ১
খ. ডোমেইন নেম কেন কিনতে হয়? -ব্যাখ্যা করুন। ২
গ. উদ্দীপকে প্রদর্শিত ওয়েব পেইজটি তৈরির ঐঞগখ কোড লিখুন। ৩
ঘ. ওয়েবপেইজ তৈরিতে উদ্দীপকের (ক) তে ব্যবহৃত এ্যাট্রিবিউটগুলি বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন
পাঠ - ৭.১ ১ খ ২ ঘ ৩ খ
পাঠ - ৭.২ ১ ঘ ২ ক
পাঠ - ৭.৩ ১ ঘ ২ গ
পাঠ - ৭.৪ ১ ক ২ খ
পাঠ - ৭.৫ ১ খ ২ খ
পাঠ - ৭.৬ ১ খ ২ ক
পাঠ - ৭.৭ ১ গ ২ খ
পাঠ - ৭.৮ ১ ক ২ ক
পাঠ - ৭.৯ ১ খ ২ খ
পাঠ - ৭.১০ ১ ঘ ২ ঘ
ক. সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন
১ খ ২ ক ৩ ঘ ৪ ক ৫ খ
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন:
১ গ ২ ঘ
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
১ ঘ ২ ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র