ডাটা সেকিউরিটি কি তা ব্যাখ্যা কর ডাটা এনক্রিপশন সম্পর্কে ধারণা ব্যাখ্যা কর

ডাটা সিকিউরিটি
অননুমোদিত ব্যক্তির (ঁহধঁঃযড়ৎরুবফ) হাত থেকে ডাটাকে মুক্ত রাখার পদ্ধতিকে বলা হয় ডাটা সিকিউরিটি।
ডাটা একদিকে যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে এর গোপনীয়তা রক্ষা করাও জরুরি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য
আদান-প্রদানের সময় অথবা অন-লাইন ব্যাংকিং-এর সময় কম্পিউটার হ্যাকাররা ব্যাংকের গ্রাহকদের একাউন্ট সম্পর্কে
যাবতীয় বিষয় জেনে নিতে পারে। ফলে অন-লাইন ব্যাংকিং-এ অনেক ব্যবহারকারী নিরুৎসাহিত হয়ে পড়ে। অনেক
সংবেদনশীল প্রতিষ্ঠানের ডাটা সুরক্ষা করা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও একান্ত প্রয়োজন। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডাটার
গোপনীয়তা রক্ষার দায়িত্ব পালন করেন। সর্বোপরি ই-কমার্সের সুবিধা বজায় রাখার জন্য ডাটা সিকিউরিটি অতীব জরুরি।
ডাটা সিকিউরিটি দু প্রকার। যথা১। সিস্টেম সিকিউরিটি : ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড পরীক্ষা করা এবং তার জন্য বরাদ্দ জায়গা পরীক্ষা করা
ইত্যাদি সিস্টেম সিকিউরিটির অংশ।
২। ডাটা সিকিউরিটি : একজন ব্যবহারকারী কোন কোন অবজেক্ট ব্যবহার করতে পারবে, তা পরীক্ষা করা ডাটা
সিকিউরিটির অংশ। ডাটা সিকিউরিটিতে যে বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখা হয়, সেগুলো হচ্ছে
ক. অনুমোদিত নয় এমন ব্যবহারকারী কর্তৃক ডাটাবেজ ব্যবহার রোধ করা।
খ. রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করা।
গ. ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ করা।
ঘ. ব্যবহারকারীর কর্মতৎপরতা নিয়ন্ত্রণ করা।
উপাত্ত স্থানান্তরের ক্ষেত্রে সিকিউরিটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে যা বিভিন্ন
ভৌগোলিক দূরত্বে অবস্থান করে।
১০.৮.২ ডাটা এনক্রিপশন
ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয়
তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়। ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে
সুবিধা পায় না। উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের’ ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড
ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে। প্রেরক কম্পিউটারে এনক্রিপ্ট করার নিয়ম বা প্রাপক কম্পিউটারে ডিক্রিপ্ট করার
নিয়ম দেয়া থাকে। এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়। ডাটা এনক্রিপ্ট
করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম নি¤েœ দেয়া হল। যথা১। সিজার কোড (ঈধবংধৎ ঈড়ফব) ও
২। ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড
চিত্র ১০.৮.১ : ডাটা এনক্রিপশন ও ডিক্রিপশন
ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
 প্লেইন টেক্সট: যে ডাটা সাধারণভাবে করা যায়।
 সাইফার টেক্সট: মূল মেসেজ কে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট। এনক্রিপশনের ফলে টেক্সটটা দূর্বোধ্য হয়ে
যায়।
 এনক্রিপশন এলগরিদম: গাণিতিক ফর্মূলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।
 কী: গোপন কোড যা এনক্রিপট না ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়। সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।
শাহরিয়ার সাহেবর অফিসে দেশেÑবিদেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে তাঁর
তথ্যসমূহ সংরক্ষিত হয়। অনাকাক্সিক্ষত ব্যক্তি যেন তার তথ্যগুলো দেখতে না পায় সেজন্য
তিনি একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। শাহরিয়ার সাহেব কর্তৃক গৃহীত পদক্ষেপটির
প্রয়োজনয়িতার ওপর আপনার মতামত তুলে ধরুন।
সারসংক্ষেপ
ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয়
তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়। খুব সংবেদনশীল ডাটার ক্ষেত্রে ডাটাবেজ প্রশাসকের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে
পর্যাপ্ত মনে হয় না। এক্ষেত্রে ডাটা এনক্রিপ্ট করার প্রয়োজনীয়তা দেখা দেয়। উপযুক্ত ডিসাইফার কোড বা ডিক্রিপ্ট
পদ্ধতি জানা না থাকলে ঐ ডাটা কেউ অ্যাকসেস করতে পারবে না।
পাঠোত্তর মূল্যায়ন-১০.৮
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে কি বলে?
ক) এনক্রিপশন খ) ডিক্রিপশন
গ) প্লেইন টেক্সট ঘ) সাইফার টেক্সট
২। ডাটা এনক্রিপশনের মূল অংশ কতটি?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]