বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম
ইউনিট দশ পৃষ্ঠা ২৮৩
পাঠ-১০.৯ ব্যবহারিক (চৎধপঃরপধষ)
ব্যবহারিক ১: গঝ-অপপবংং ব্যবহার করে ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ।
তত্ত¡
মাইক্রোসফ্ট এ্যাক্সেস একটি ডাটাবেজ প্রোগ্রাম। এটি ব্যবহার করে ডাটাবেজ তৈরি করা, ফর্ম তৈরি করা, রির্পোট তৈরি
করা, শর্তানুযায়ী কুয়েরি করা এবং এ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়।
যন্ত্রপাতির ব্যবহার ঃ
যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচন বা সিলেক্ট করতে হয়। এক্ষেত্রে হার্ডওয়্যারের পাশাপাশি প্রয়োজনীয়
সফ্টওয়্যারও নির্বাচন করতে হয়।
হার্ডওয়্যার ঃ একটি কম্পিউটার।
সফ্টওয়্যার ঃ অপারেটিং সিস্টেম :
এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার : মাইক্রোসফ্ট অফিস এ্যাক্সেস ২০০৭।
উপরিউক্ত পরীক্ষণটি সম্পন্ন করার জন্য যন্ত্রপাতির ব্যবহারের ক্ষেত্রে নি¤œলিখিত ধাপসমূহ অনুসরণ করতে হবে১. ঈড়সঢ়ঁঃবৎ এর চড়বিৎ ঈড়হহবপঃরড়হ ভাল ভাবে ঈযবপশ করে ঈচট এর চড়বিৎ ঙঘ করতে হবে।
২. কিছুক্ষণের মধ্যেই এর ডেস্কটপ চলে আসবে।
৩. মাইক্রোসফ্ট অফিস ( ইনস্টল আছে কিনা তা নিশ্চিত হতে হবে।
৪. মাইক্রোসফ্ট অফিস এর মাইক্রোসফ্ট অফিস এ্যাক্সেস ২০০৭ (গরপৎড়ংড়ভঃ ঙভভরপব অপপবংং-২০০৭) প্রোগ্রামটি
চালু করতে হবে।
৫. পরীক্ষণটির কার্যক্রম সম্পন্ন হলে চালুকৃত প্রোগ্রাম বা প্রোগ্রামসমূহ বন্ধ করতে হবে এবং যথানিয়মে কম্পিউটারটি
বন্ধ বা শাট ডাউন করতে হবে। প্রয়োজনে বৈদ্যুতিক সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে হবে।
ফলাফল উপস্থাপন ঃ
(১) প্রক্রিয়া অনুসরণ ঃ
উপরিউক্ত পরীক্ষণটির কার্যক্রম সম্পন্ন করার জন্য নি¤œবর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হবে১। ডেস্কটপের স্টার্ট বাটনে ক্লিক করে ক্লিক করলে নতুন একটি মেনু আসবে, যেখানে অনেকগুলো
অপশন থাকবে।
২। মাইক্রোসফ্ট অফিস হতে মাইক্রোসফ্ট অফিস এ্যাক্সেস ২০০৭ এ ক্লিক করলে এ্যাক্সেল প্রোগ্রামটি রান হবে। যা
নি¤œরূপচিত্র ১ : মাইক্রোসফ্ট অফিস এক্সেস ২০০৭ এর উইন্ডো
আইকন ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে।
৪। ডায়লগ বক্সের ফাইল নেম (ঋরষব ঘধসব) ঘরে ডাটাবেজের জন্য একটি নাম টাইপ করে বাটনে ক্লিক করলে
ডাটাবেজটি উক্ত নামে সংরক্ষিত হবে।
(২) ব্যাখ্যা ঃ
মাইক্রোসফ্ট এ্যাক্সেস প্রোগ্রামটি অন্যান্য ডাটাবেজ প্রোগ্রামের চেয়ে বেশ কিছু বাড়তি সুবিধা প্রদান করে।
ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে ডাটাবেজের বিভিন্ন টেবিল,
কুয়েরি, রিপোর্ট, ডাটা এন্ট্রি ফর্ম ইত্যাদি তৈরি করা যায়।
(৩) ফলাফল ঃ
তৈরিকৃত ডাটাবেজটি নির্দিষ্ট লোকেশন হতে ওপেন করলে অথবা নির্দিষ্ট লোকেশনে প্রবেশ করে তৈরিকৃত ডাটাবেজটির
সংরক্ষিত নামের উপর ডবল ক্লিক করলে উধঃধনধংব ডরহফড়ি পাওয়া যাবে (চিত্র ৩)।
পাঠোত্তর মূল্যায়ন- ইউনিট ১০
ক. জ্ঞান দক্ষতা স্তর
১। ডাটাবেজ কী?
২। ডাটাবেজ রিলেশন কী?
৩। কুয়েরি কী?
৪। এনটিটি কী?
৫। ডাটাবেস সিকিউরিটি কী?
৬। প্রাইমারি কী ফিল্ড কী?
খ. অনুধাবন দক্ষতা স্তর
১। ডাটা এনক্রিপশনের অংশগুলো ব্যাখ্যা করুন।
২। রেকর্ড অনুসন্ধানে প্রাইমারি কী ফিল্ডের ভ‚মিকা ব্যাখ্যা করুন।
৩। ডেটা সুরক্ষার পদ্ধতি-ব্যাখ্যা করুন।
৪। “প্রাইমারি কী ও ফরেন কী এক নয়”-বুঝিয়ে বলুন।
চূড়ান্ত মূল্যায়ন
বহুনির্বাচনি প্রশ্ন
ক. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন
১। বর্ণ বা সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাই বিন্যাসকে বলা হয়ক. Arrange L. Search
M. Sort N. Distribution
২। ঊহপৎুঢ়ঃবফ ডাটাকে কে উবপৎুঢ়ঃ করতে পারে?
ক. বৈধ ব্যবহারকারী খ. অবৈধ ব্যবহারকারী
গ. সকল কম্পিউটার ব্যবহারকারী ঘ. সকল ফধঃধনধংব ব্যবহারকারী
৩। Date/Time জাতীয় ডাটা কোনটি?
ক.Salary L. Serial No
M. Numeric N. Date of Birth
৪। কোনটি গবসড় জাতীয় ডাটা?
ক. Description L. Salary
M. Date of Birth N. Address
৫। DDLএর পূর্ণরূপ কোনটি?
ক.K. Data Design Language L. Data Defination Language
M. Data Domain Limit N. Direct Data Limit
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১। ঝছখ এর ভাগ হলো
র. উউখ
রর. উগখ
ররর. উছখ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২। ঊহঃরঃু এর অন্তর্ভুক্ত
র. সত্তা
রর. জিনিস
ররর. বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র, রর ও ররর
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
উদ্দীপকটি পড়ুন এবং ১ ও ২ প্রশ্নের উত্তর দিন:
৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর রেকর্ড রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল, নাম, জন্মতারিখ এবং এচঅ
নামক চারটি ফিল্ড রয়েছে।
১। উদ্দীপকে কতটি রেকর্ড এর উল্লেখ রয়েছে?
ক. ৪ খ. ৪০
গ. ৬০ ঘ. ১০০
২। প্রাইমারি কী হিসেবে কোনটি ব্যবহৃত হতে পারে?
র. জড়ষষ
রর. ঘধসব
ররর. এচঅ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. রর ও ররর
সৃজনশীল প্রশ্ন
১। উদ্দীপকটি পড়ুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন:
একটি কলেজের ফলাফলের ডেটাবেজ থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিনজন ছাত্রকে নির্দেশ দেয়া হল। ১ম
ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, ২য় ছাত্র ডেটাবেজের টেবিলের তথ্য সাজিয়ে এবং ৩য় ছাত্র ২য় ছাত্রের চেয়ে দ্রæততর
কৌশল প্রয়োগে তথ্য খুঁজে বের করে।
ক. ডেটা এনক্রিপশন কী? ১
খ. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেজের ধরণ ব্যাখ্যা করুন। ২
গ. তথ্য খোঁজার ক্ষেত্রে ২য় ছাত্রটির কৌশল বর্ণনা করুন। ৩
বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম
ইউনিট দশ পৃষ্ঠা ২৮৭
ঘ. ১ম ও ৩য় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক আপনার মতামত দিন। ৪
২। উদ্দীপকটি পড়ুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন:
জড়ষষ ঘধসব উঙই
১০০১ ঝধঢ়িহরষ ২১-০৩-১৯৯৮
১০০২ ঞঁযরহ ১০-০২-১৯৯৯
১০০৩ ঞড়হসড়ু ১৯-০৩-২০০০
টেবিল-অ টেবিল-ই
ক. ঝছখ কী? ১
খ. ইনডেক্স করা ফাইলে ডাটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়- বুঝিয়ে লিখুন। ২
গ. উদ্দীপকে উল্লেখিত টেবিল-অ এর ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করুন। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি সম্ভব? যুক্তিসহকারে বিশ্লেষণ করুন। ৪
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন- ইউনিট ১০
পাঠ - ১০.১ ১ ক ২ ঘ
পাঠ - ১০.২ ১ খ ২ ক
পাঠ - ১০.৩ ১ ঘ ২ ঘ
পাঠ - ১০.৪ ১ ঘ ২ খ
পাঠ - ১০.৫ ১ গ ২ ক
পাঠ - ১০.৬ ১ ক ২ গ
পাঠ - ১০.৭ ১ ঘ ২ ঘ
পাঠ - ১০.৮ ১ ক ২ গ
ক. সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন
১ গ ২ ক ৩ ঘ ৪ ক ৫ খ
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
১ ক ২ ঘ
গ. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
১ গ ২ ঘ
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র