ইনপুট পেরিফেরাল আউটপুট পেরিফেরাল সম্পর্কে জান ইনপুট-আউটপুট পেরিফেরাল ব্যাখ্যা কর

পেরিফেরাল ডিভাইস
সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস। তথ্যপ্রবাহের
দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথাÑ
১। ইনপুট পেরিফেরাল
২ । আউটপুট পেরিফেরাল (
৩ । ইনপুট ও আউটপুট পেরিফেরাল
ইনপুট পেরিফেরাল
কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে
প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত
হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট পেরিফেয়াল ব্যবহৃত হয়। তার
মধ্যে উল্লেখযোগ্য ইনপুট পেরিফেয়ালসমূহ হলো :
১। কি-বোর্ড ৮। ওএমআর
২। মাউস ৯। ওসিআর
৩। ট্যাকবল ১০। স্ক্যানার
৪। জয়স্টিক ১১। ডিজিটাইজার)
৫। টাচ স্ক্রিন ১২। লাইটপেন (
৬। বার কোড রিডার ১৩। গ্রাফিক্স প্যাড
৭। পয়েন্ট অফ সেল ) ১৪। ডিজিটাল ক্যামেরা ); ইত্যাদি।
আউটপুট পেরিফেরাল
কম্পিউটারের ফলাফল প্রর্দশনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট
পেরিফেয়াল নামে পরিচিত। অর্থাৎ কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে
প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেয়াল বলা
হয়। উল্লেখযোগ্য আউটপুট পেরিফেয়ালসমূহ নি¤œরূপÑ
১। মনিটর
২। প্রিন্টার (
৩। প্লটার
৪। স্পিকার
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর
৬। ইমেজ সেটার
৭। ফিল্ম রেকর্ডার
৮। হেডফোন ইত্যাদি।
ইনপুট ও আউটপুট পেরিফেরাল
কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও
আউটপুট পেরিফেরাল বলা হয়। কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট ও আউটপুট পেরিফেরাল হচ্ছে :
১। হার্ডডিস্ক
২। সিডি বা ডিভিডি
৩। পেনড্রাইভ
৪। টাচ স্ক্রিন; ইত্যাদি।
সারসংক্ষেপ :
কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন ধরনের ইনপুট ও আউটপুট ডিভাইসের সহায়তা নিতে হয়। এসব ডিভাইস
কম্পিউটার পদ্ধতির জন্য অপরিহার্য উপাদান। এ ধরনের ডিভাইসসমূহ কম্পিউটারের পেরিফেরাল ডিভাইস হিসেবে
পরিচিত। কম্পিউটারে তথ্য আদান-প্রদানে যেমন কম্পিউটার পেরিফেরালস প্রয়োজন, তেমনি কম্পিউটারের কার্যাবলি
সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্যও কম্পিউটার পেরিফেরালসের প্রয়োজন হয়।
ইউনিট উত্তর মূল্যায়ন
১. কম্পিউটারের সংগঠন কী? চিত্রসহ কম্পিউটারের সংগঠনের বর্ণনা দিন।
২. ইনপুট ইউনিট ও আউটপুট ইউনিটের বর্ণনা দিন।
৩. সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে কী বোঝায়? সিপিইউ-এর কাজগুলো লিখুন।
৪. সিপিইউ-এর সংগঠন বর্ণনা করুন।
৫. সিপিইউ (ঈচট)-এর নিয়ন্ত্রণ অংশের বর্ণনা করুন।
৬. কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিটের কাজ বর্ণনা করুন।
৭. সিপিইউ (ঈচট)-এর গাণিতিক ও যুক্তি অংশের বর্ণনা দিন।
৮. কম্পিউটার বাস কী? কম্পিউটার বাস কত প্রকার ও কী কী? বর্ণনা করুন।
৯. সিস্টেম বাস কয়টি ও কী কী? বর্ণনা দিন।
১০. ডেটা বাস ও অ্যাড্রেস বাসের বর্ণনা দিন।
১১. দ্বিমুখী বাস বলতে কী বোঝায়? দ্বিমুখী বাসের বর্ণনা করুন।
১২. ২টি স্ট্যান্ডার্ড খড়পধষ বাসের বর্ণনা দিন।
১৩. ঠঊঝঅ বাস ও চঈও বাসের বর্ণনা দিন।
১৪. টঝই বাসের বর্ণনা দিন।
১৫. বাসের উইডথ বা প্রশস্ততা ও বাসের গতি বলতে কী বোঝায়?
১৬. অ্যারিথমেটিক লজিক ইউনিট বা অখট কী? অখট-এর কাজ বর্ণনা করুন।
১৭. সিস্টেম বাস কী? চিত্রসহ বর্ণনা করুন।
১৮. কম্পিউটারের বাস বলতে কী বোঝায়? বাস কত প্রকার ও কী কী? চিত্রসহ বর্ণনা করুন।
১৯. কম্পিউটার পেরিফেরালের প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
২০. ফায়ারওয়্যার ইন্টারফেস ও স্ক্যাজি ইন্টারফেস সম্পর্কে বর্ণনা করুন।
২১. কম্পিউটার পেরিফেরাল কী? কম্পিউটার পেরিফেরালের প্রকারভেদ বর্ণনা করুন।
২২. ইনপুট পেরিফেরাল কী? কয়েকটি ইনপুট পেরিফেরাল ডিভাইসের নাম লিখুন।
২৩.আউটপুট পেরিফেরাল কী? কয়েকটি আউটপুট পেরিফেরাল ডিভাইসের নাম লিখুন।
২৪. ইনপুট ও আউটপুট পেরিফেরাল কী? কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখুন।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]