এমরম ((MROM )) পিরম (PROM) ইপিরম (EPROM) ইইপিরম (EEPROM) ইএপিরম EAPROM

এমরম ((MROM )) : গজঙগ-এর পূর্ণরূপ হলো Mask Programmable Read Only Memory. আইসি আকারের এ
ধরনের রম ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তৈরি। ফটোগ্রাফিক মাস্ক ব্যবহার করে প্রোগ্রামের মাধ্যমে এতে তথ্য সংরক্ষণ
করা হয়, যা পরবর্তীতে পরিবর্তন করা যায় না। এ ধরনের রমে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রাম করা যায় না।
পিরম (PROM) : চজঙগ-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory. m সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম
করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে চজঙগ ব্যবহার করা হয়।
ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন। তবে চজঙগ কে
একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না। এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।
ইপিরম (EPROM) : ঊচজঙগ হলো রমের জগতে সবচেয়ে জনপ্রিয় রম এবং এর পূর্ণরূপ হলো v Erasable Programmable Read Only Memory. PROM এ একবার তথ্য সংরক্ষণ করা আর পরিবর্তন করা যায় না। এ ধরনের
সমস্যা সমাধানের জন্য ঊচজঙগ ব্যবহার করা হয়। এ ধরনের রমে প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ডেটা সংরক্ষণ
করতে পারেন এবং সংরক্ষিত ডেটা মুছে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব। ঊচজঙগ-এর সংরক্ষিত তথ্য মুছে ফেলার জন্য একে
আল্ট্রাভায়োলেটের অতিবেগুনি রশ্মিতে কিছুক্ষণ রাখতে হয় তাহলে সংরক্ষিত তথ্য মুছে যায়। সাধারণত ফেট ব্যবহার করে এ ধরনের রম তৈরি করা হয়। এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট
হয় না।
ইইপিরম (EEPROM) : (EEPROM)-এর পূর্ণরূপ হলো v Electrically Erasable Programmable Read Only Memory. EPROM-এর অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময়, অর্থাৎ প্রায় আধা-ঘন্টা সময় লাগে এবং আংশিকভাবে
কোনো তথ্য মোছা যায় না। এ ধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত ঊঊচজঙগ ব্যবহার করা হয়। এ ধরনের রমের
আংশিক বা সম্পূর্ণ ডেটা মোছা যায়। তবে তথ্য মুছতে ঊঊচজঙগ কে সার্কিট থেকে খুলতে হয় না বরং প্রয়োজনীয় বিদ্যুৎ
প্রবাহ চালিয়ে তথ্য মুছে ফেলা যায় এবং নতুন তথ্য সংযোজন করা যায়। অবশ্য সংরক্ষিত তথ্য মুছতে এর তুলনায় অনেক কম সময় লাগে।
ইএপিরম EAPROM : -এর পূর্ণরূপ হলো v Erasable Alterable Programable Read Only Memory
ধরনের রমের তথ্য মুছে নতুনভাবে তথ্য সংরক্ষণ করা যায়। তবে সংরক্ষিত তথ্য মোছার জন্য অনেকক্ষণ যাবৎ (প্রায়
অর্ধঘন্টা) অতিবেগুনি রশ্মির সংস্পর্শে রাখতে হয় এবং সংশ্লিষ্ট আইসিকে সার্কিট থেকে বের করে আনতে হয়। ফলে কাজের
ক্ষেত্রে অসুবিধা হয়।
স্টোরেজ হায়ারর্কিস বা মেমরির ধারণক্ষমতার ক্রম
কম্পিউটারে বিভিন্ন রকমের মেমরি ব্যবহার করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তির মেমরি ব্যবহার করা হলেও মেমরি
তৈরির সময় তিনটি বিষয় লক্ষ রাখা হয়। যথাÑ
১। মূল্য (
২। ধারণক্ষমতা ও
৩। অ্যাকসেস টাইম (
উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করলে নি¤েœাক্ত সম্পর্কগুলো পাওয়া যায়Ñ
১. অ্যাকসেস টাইম কম হলে প্রতি বিট তৈরিতে খরচ বেশি লাগবে এবং ধারণক্ষমতা কম হবে।
২. ধারণক্ষমতা বেশি হলে প্রতি বিট তৈরিতে খরচ কম হয়।
৩. ধারণক্ষমতা বেশি হলে অ্যাকসেস টাইম বেশি হবে।
মেমরি তৈরির লক্ষণীয় বিষয়গুলোর ওপর ভিত্তি করে কম্পিউটারে ব্যবহৃত মেমরি রেজিস্টার থেকে শুরু করে অপটিক্যাল
ডিস্ক পর্যন্ত স্মৃতিগুলোকে বিভিন্ন ক্রমে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে, যা নি¤œরূপÑ
চিত্রের পিড়ামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি
সবচেয়ে বেশি। আবার পিড়ামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম। মাঝামাঝিতে অবস্থান করা অপরাপর স্মৃতির ধারণক্ষমতা, গতি ও দাম সম্পর্কে সমানুপাতিক মন্তব্য করা যায়। অর্থাৎ পিড়ামিডের উপর থেকে নিচের দিকের ক্রম অনুসারে খরচ কম হয়, ধারণক্ষমতা বাড়ে এবং অ্যাকসেস টাইম বৃদ্ধি পায়।
সারসংক্ষেপ :
মেমরি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটারে ডেটা, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণের
জন্য ব্যবহৃত ডিভাইসকে বলা হয় কম্পিউটার মেমরি বা স্মৃতি। কম্পিউটার ক্রিয়াশীল অবস্থায় প্রোগ্রাম ও ডেটাসমূহ
অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য এবং প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত মেমরি হলো প্রধান মেমরি। যেমন র‌্যাম হলো প্রধান
মেমরির উদাহরণ। প্রধান মেমরি অর্ধপরিবাহী বস্তু বা সেমিকন্ডাক্টরের সাহায্যে তৈরি। অন্যদিকে অধিক পরিমাণে তথ্য,
নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত মেমরি হলো সেকেন্ডারি বা সহায়ক মেমরি।
সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত সেকেন্ডারি মেমরি হলো ম্যাগনেটিক ডিস্ক ও অপটিক্যাল ডিস্ক। তবে মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়। কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়। দাম ও গতি ধারণক্ষমতা

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]