অপারেটিং সিস্টেমের প্রকারভেদ বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করত

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
অপারেটিং সিস্টেম মূলত একটি পরিপূর্ণ সফটওয়্যার। একে অনেক সময় মাস্টার কন্ট্রোল প্রোগ্রামও বলা হয়। কম্পিউটার
পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথাÑ
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System)) ও
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম ((Graphics Based Operating System))
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System)
এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা
এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং
সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থকরতে হয়। খরহীঁ, টহরী, গঝ-উঙঝ, চঈ উঙঝ, ঈচ/গ ইত্যাদি এ ধরনের
অপারেটিং সিস্টেমের উদাহরণ। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলোÑ
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য (ঈ:/>) ব্যবহৃত হয়।
২. ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, নতুন ডিভাইস শনাক্তকরণ সকল
পর্যায়ের কাজই কমান্ড দিয়ে করতে হয়।
৩. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে সকল কাজের কমান্ড মুখস্থরাখতে হয়।
৪. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটারকে বলে দিতে হয় কোথায় সংযোগ করা হয়েছে।
৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর নয়। তবে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে নেটওয়ার্কিং বা
ইন্টারনেটব্যবস্থা কার্যকর হয়।
৬. অল্প কিছু কমান্ড মুখস্থকরেই কম্পিউটার পরিচালনা করা যায়।
৭. এ ধরনের অপারেটিং সিস্টেম খুব দ্রæত কাজ করতে পারে।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে কম মেমরির প্রয়োজন হয়।
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System)
গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল
অপারেটিং সিস্টেম বলে। এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং
অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে। প্রয়োজনীয়
প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো
কমান্ড মুখস্থকরতে হয় না। ডরহফড়ংি ৯৫/৯৮/ঢঢ়/২০০০/৭, গধপ ঙঝ ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের
উদাহরণ। অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলোÑ
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা
হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে ওপড়হ এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ
করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থরাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।
বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
১। কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন কমান্ড টাইপ করে এবং
বিভিন্ন বাটনে চাপ দিয়ে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ
প্রদান করা হয়।
১। বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড
ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান
করা হয়।
২। এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে সকল কাজে
কমান্ড মুখস্থরাখতে হয়।
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কমান্ডগুলো মুখস্থ
রাখার প্রয়োজন হয় না।
৩। কম্পিউটার পরিচালনার জন্য জড়ড়ঃ চৎড়সঢ়ঃ বা
ঈড়সসধহফ চৎড়সঢ়ঃ (ঈ:/>) ব্যবহৃত হয়।
৩। বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড
ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান
করা হয়।
৪। নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর নয়। তবে
ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে নেটওয়ার্কিং বা
ইন্টারনেটব্যবস্থা কার্যকর হয়।
৪। নেটওয়ার্কিং, শেয়ারিং, ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত
কার্যকর।
৫। সাধারণত মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়। ৫। মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৬। এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে কম
মেমরির প্রয়োজন হয়।
৬। এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে
বেশি মেমরির প্রয়োজন হয়।
৭। উঙঝ, গঝ-উঙঝ, টঘওঢ প্রভৃতি বর্ণভিত্তিক অপারেটিং
সিস্টেমের উদাহরণ।
৭। ডরহফড়ংি ৯৫/৯৮/ঢঢ়/২০০০/৭, গধপ ঙঝ ইত্যাদি
চিত্রভিত্তিক সিস্টেমের উদাহরণ।
বিবিএ প্রোগ্রাম মৌলিক কম্পিউটার শিক্ষা
ইউনিট ৮ পৃষ্ঠাÑ১৫৭
অপারেটিং সিস্টেমের সুবিধা
১। অপারেটিং সিস্টেম কম্পিউটারকে সচল ও ব্যবহারপোযোগী করে তোলে।
২। প্রসেসর পরিচালনা ম্যানেজমেন্ট করে।
৩। মেমরি পরিচালনা করে, অর্থাৎ প্রধান মেমরিতে ডেটা, প্রোগ্রাম নিয়ে আসে এবং কার্যকরী করে।
৪। ইনপুট/আউটপুট যন্ত্রগুলো পরিচালনা করে, অর্থাৎ প্রিন্টার, ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক, মাউস, কি-বোর্ড, মনিটর প্রভৃতির
নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে।
৫। ফাইল পরিচালনা করে, অর্থাৎ মেমরিতে রক্ষিত বিভিন্ন ফাইল এক ডিভাইস হতে অন্য ডিভাইসে পাঠাতে এবং
পরিবর্তন করতে সাহায্য করে।
৬। অপারেটিং সিস্টেম নির্ধারণ করে কম্পিউটারের কোন কাজটি আগে কার্যকর হবে ইত্যাদি।
সারসংক্ষেপ :
যে অপারেটিং সিস্টেমে কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন কমান্ড টাইপ করে এবং বিভিন্ন বাটনে চাপ দিয়ে কম্পিউটারকে
প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয় তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল
ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। খরহীঁ, টহরী,
গঝ-উঙঝ, চঈ উঙঝ, ঈচ/গ ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। অপরদিকে গ্রাফিক্সের বা চিত্রের
মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ
করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে। ডরহফড়ংি ৯৫/৯৮/ঢঢ়/২০০০/৭, গধপ ঙঝ ইত্যাদি চিত্রভিত্তিক সিস্টেমের উদাহরণ।

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]