১. কোন নদীর তীরে মিসরীয় সভ্যতা গড়ে ওঠে?
ক. সিন্ধু খ. টাইগ্রিস ও ইউফ্রেটিস
গ. নীল ঘ. দজলা
২. মিসরকে বলা হয়র. সভ্যতার অগ্রদূত রর. নীলদের দান
ররর. ইতিহাসের নীল কন্যা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩. আরবে জনবসতি গড়ে ওঠার পেছনে প্রাথমিক সুবিধা
কোনটি?
ক. মরুদ্যান খ. মরুভূমি
গ. তেল সম্পদ ঘ. খালি ভূমি
৪. মহানবী (সা.) কত সালে নবুয়ত লাভ করেন?
ক. ৪৮০ খ. ৬১০
গ. ৬২০ ঘ. ৬২২
৫. মিরাজ বলতে কী বোঝায়?
ক. পথযাত্রা খ. ঊর্ধ্বগমন
গ. সমুদ্র ভ্রমণ ঘ. কাফেলায় ভ্রমণ
# নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দিন:
হযরতের অনুপম চরিত্র এবং সত্যনিষ্ঠার কথা
আরবের সর্বত্র ছড়িয়ে পড়ায় জনৈক মহিলা মুহাম্মদ
(সা.)-কে তাঁর ব্যবসার তত্ত¡াবধায়ক নিযুক্ত করেন।
৬. জনৈক মহিলার নাম কী?
ক. হযরত আয়েশা (রা.) খ. হযরত সালমা (রা.)
গ. হযরত খাদিজা (রা.) ঘ. হযরত জয়নব (রা)
৭. উক্ত মহিলা হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যবসার
তত্ত¡াবধায়ক নিযুক্ত করেছিলেনর. সত্যবাদী চরিত্রের জন্য রর. সততার জন্য
ররর. বিশ্বস্ততার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮. হস্তির বছর বলা হয় কত খ্রিস্টাব্দকে?
ক. ৫৭০ খ. ৫৭১
গ. ৫৯৫ ঘ. ৫৯৬
৯. আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত?
ক. মিসর খ. ইরান
গ. ইরাকে ঘ. আরব দেশে
১০.হযরত আবু বকর (রা.)-এর উপাধি ছিলর. সিদ্দিক রর. আতিক
ররর. আব্দুল্লাহ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১.হযরত উসমান (রা.) অংশগ্রহণ করেননির. বদরের যুদ্ধে রর. উহুদের যুদ্ধে
ররর. খন্দকের যুদ্ধে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র,রর ও ররর
১২.‘সাইফুল্লাহ’ কার উপাধি ছিল?
ক. আমর ইবনু আস খ. খালিদ বিন ওয়ালিদ
গ. সাদ বিন আবি ওয়াক্কাস ঘ. মুসান্না
১৩.আরবের বাণিজ্য করের নাম কী?
ক. যাকাত খ. জিযিয়া
গ. উশর ঘ. আল-ফাই
১৪.রোমান সাম্রাজ্য জয়ের ফলের. মুসলমানগণ নৌশক্তির অধিকারী হন
রর. মুসলিম জাতি সচ্ছলতা লাভ করে
ররর.মুসলমানগণ সভ্যতার সংস্পর্শে আসেন
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র,রর ও ররর
১৫. খুলাফায়ে রাশিদীনের শাসনকাল কোনটি?
ক. ৬৩০-৬০০ খ্রি. খ. ৬৩২-৬৬১ খ্রি.
গ. ৬৩২-৬৬০ খ্রি. ঘ. ৬৩২-৬৬২ খ্রি.
১৬.‘আরব সিজার’ কার উপাধি ছিল?
ক. মুয়াবিয়া খ. আব্দুল মালিক
গ. ইয়াজিদ ঘ. হিশাম
১৭.কুব্বাতুস সাখ্রা কী ধরনের ইমারত?
ক. গোলকৃতি খ. চতুস্কোণাকার
গ. অষ্টকোণাকার ঘ. আয়তাকার
১৮.দিওয়ান আল খারাজ বলতে কী বোঝ?
ক. বিচার বিভাগ খ. রাজস্ব বিভাগ
খ. শাসন বিভাগ গ. ডাক বিভাগ
ঘ. সামরিক বিভাগ
১৯.খিলাফত প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছেÑ
ক. একনায়কত্ব প্রতিষ্ঠা খ. স্বৈরশাসন প্রতিষ্ঠা
গ. জনগণের স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠা
ঘ. গণতন্ত্র প্রতিষ্ঠা
২০.যুদ্ধরত অবস্থায় ইমাম হুসাইন ফোরাত নদীর দিকে
অগ্রসর হলেন কেন?
ক. শিশু পুত্র আসগরকে পানি পান করাতে
খ. নিজে পানি পান করতে
গ. যুদ্ধের জন্য নদী পার হতে
ঘ. স্ত্রী-কন্যার জন্য পানি আনতে
২১.সেতুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
ক. ৬৩৫ খ. ৬৩৫ গ. ৬৩০ ঘ. ৬৩৮
ওপেন স্কুল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র
ইউনিট দশ পৃষ্ঠা-৩৩৭
২২.আন্দালুসিয়া বলতে কোন দেশ বোঝায়?
ক. উত্তর আফ্রিকা খ. স্পেন
গ. ফ্রান্স ঘ. মিসর
২৩.আব্দুর রহমানদের অন্তর্দ্ব›েদ্বর সুযোগ নিয়ে স্পেনে
আগমন করেনর. মুদারীয় রর. হিমারীয় ররর. সামানীয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২৪.কোন যুদ্ধে শেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের
পতন ঘটে?
ক. সিফ্ফিন খ. উষ্ট্র গ. জাবের ঘ. সেতুর
# নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর
দাও।
প্রেসিডেন্ট ঢ এর আমলে তাঁর স্ত্রী জান্নাতি একটি
পয়ঃপ্রণালি খনন করেন এবং এর নাম রাখেন নাহরে
জান্নাতি।
২৫.উদ্দীপকের জান্নাতির কাজ কোন সম্রাজ্ঞীর সাথে
সাদৃশ্যপূর্ণ?
ক. হেলেন খ. জুবাইদা
গ. মমতাজ ঘ. জাহানারা
২৬.উক্ত সম্রাজ্ঞী ছিলেনর. হারুন অর রশিদের স্ত্রী
রর. আব্বাসীয় খিলাফতের সাম্রাজ্ঞী
ররর. হারুন অর রশিদের প্রেমিকা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২৭.ক্রুসেড বলতে কী বোঝায়?
ক. গৃহযুদ্ধ খ. সাধারণ সামরিক অভিযান
গ. গোত্রীয় কলহ ঘ. ধর্মযুদ্ধ
২৮.আল মাহ্দী কার উপাধি ছিল?
ক. আল হাদীর খ. আল মামুনের
ঘ. ঈশার ঘ. মুহাম্মাদের
২৯.আল-মুইয অধিকার করেনর. সিসিলি দ্বীপ রর. মিসর ররর. মরক্কো
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩০. মিরাজ-কে সভাপতি পদে মেনে না নিলে গ্রামে কী
হতে পারে?
ক. দলাদলি বৃদ্ধি খ. একনায়কতন্ত্র প্রতিষ্ঠা
গ. উন্নয়ন স্থবির হয়ে যেতে পারে।
৩১. খারিজিদের উৎপত্তি হয়-
ক. মহানবী (সা.)-এর মৃত্যুর পর
খ. দুমাতুল জন্দলের মীমাংসার পর
গ. আলী (রা.)-এর মৃত্যুর পর
ঘ. উষ্ট্রের যুদ্ধের পর
৩২. মুসলিম শাসিত অঞ্চলের অমুসলিম অধিবাসীদের কী
বলা হতো?
ক. মাওয়ালী খ. মুহাজির
গ. জিম্মি ঘ. পৌত্তলিক
৩৩. কারবালার মর্মান্তিক ঘটনার ফলের. শিয়া স¤প্রদায়ের উৎপত্তি
রর. গৃহযুদ্ধের অবসান হয়
ররর. খারিজিদের উৎপত্তি হয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩৪. মুয়াবিয়াকে শ্রেষ্ঠ আরব রাজা বলা হয়র. বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য
রর. শাসনব্যবস্থা যুগোপযোগী করার জন্য
ররর. কূটনৈতিক ব্যবস্থার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩৫. দিরহাম বলতে কী বোঝ?
ক. স্বর্ণমুদ্রা খ. রৌপ্যমুদ্রা
গ. দিনার ঘ. তাম্রমুদ্রা
৩৬. আবদুল মালিকের কুব্বাতুস সাখ্রা নির্মাণের উদ্দেশ্য
ছিলর. যুবায়িরের সাথে প্রতিদ্ব›িদ্বতায় জয়ী হওয়া
রর. হজযাত্রীদের মক্কা হতে জেরুজালেমের দিকে
আকৃষ্ট করা
ররর. হজযাত্রীদের মক্কা হতে সিরিয়ার দিকে আকৃষ্ট
করা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩৭. উমাইয়া বংশের সর্বশেষ কর্মদক্ষ খলিফা কে?
ক. আব্দুল মালিক খ. দ্বিতীয় ইয়াজিদ
গ. উমর বিন আব্দুল আযিয
ঘ. হিশাম
৩৮. কত সালে ‘উমাইয়া আমিরাত’ প্রতিষ্ঠিত হয়-
ক. ৭৫০ খ. ৭৫৫ গ. ৭৫৬ ঘ. ৭৮০
৩৯. আরবগণ ভারতীয় উপমহাদেশ আক্রমণ করেনর. ভারতে অফুরন্ত ধন-সম্পদের জন্য
রর. ভারতীয় জলদস্যু কর্তৃক আরবীয় জাহাজ লুণ্ঠনের
প্রতিশোধ গ্রহণ
ররর. আরবীয় বিদ্রোহীদের ভারতে আশ্রয় দান
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪০. ‘সাহিবুল খারাজ’ কী?
ক. রাজকর্মচারী খ. কূটনৈতিক
গ. রাজস্ব কর্মকর্তা ঘ. তহসিলদার
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র