মহানবী (সা.) এর রাজনৈতিক মতাদর্শ সমহানবী (সা.) এর রাজনৈতিক সংস্কারসমূহের বর্ণনা দিতে পারবে

মুখ্য শব্দ আল্লাহর সার্বভৌমত্ব, শাসনতন্ত্র, জিম্মী ও হুদাইবিয়ার সন্ধি
মহানবী (সা.) তৎকালীন আরব সমাজে রাজনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেন। তখন সমগ্র আরব
উপদ্বীপ ছিল অসংখ্য গোত্রে-উপগোত্রে বিভক্ত। তাদের মধ্যে ছিল না কোন সম্প্রীতি। তাদের গোত্রপ্রীতি ছিল
নিজের জীবন-অপেক্ষা মূল্যবান। তাই তাদের মধ্যে সর্বদা যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকতো। এরুপ শতাধিক
বিচ্ছিন্ন আরব গোত্রকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে মহানবী (সা.) একটি সুশৃংখল আরব জাতি গঠন করেন। ইসলামের
অনুশাসনের ভিত্তিতে একটি সুশৃংখল, শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েম করেন।
আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা
রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মহানবী (সা.) আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করেন। সকল ক্ষমতার উৎস
আল্লাহ তায়ালা। মানুষ কেবল আল্লাহর প্রতিনিধি, এই ভিত্তির উপর তিনি তার শাসনতন্ত্র প্রণয়ন করেন।
....
কুরআন-ইসলামী রাষ্ট্রের সংবিধান
পবিত্র কুরআন আল্লাহর বাণী। এতে রাষ্ট্র, সমাজ, মানবজীবনের সকল বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তাই
কুরআন হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সংবিধান। এই আদর্শের ভিত্তিতে তিনি তাঁর রাষ্ট্র পরিচালনা করেন।
মদীনা সনদ
মদীনা সনদ প্রণয়ন ছিল মহানবী (সা.) এর রাজনৈতিক প্রজ্ঞার সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এটিই পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত
শাসনতন্ত্র। ৪৭ টি ধারা সম্বলিত এই সনদে ধর্মÑবর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের পারস্পরিক সহাবস্থান এবং অধিকার
ও কর্তব্যকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
মদীনা রাষ্ট্র গঠন
মদীনায় হিজরতের পর মহানবী (সা.) মদীনা সনদের উপর ভিত্তি করে একটি সুসংবদ্ধ রাষ্ট্র গড়ে তোলেন। এটিই মদীনা
রাষ্ট্র হিসেবে খ্যাত। একটি আধুনিক ও কল্যাণকামী রাষ্ট্রের সকল উপাদান ও বৈশিষ্ট্য এ রাষ্ট্রের মাঝে খুঁজে পাওয়া যায়।
মদীনা রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র ব্যবস্থার একটি আদর্শ উদাহরণ।
কেন্দ্রীয় শাসনকাঠামো
ইসলাম পূর্বযুগে আরবে কোন কেন্দ্রীয় শাসন ছিল না। শাসনকাঠামো ছিল গোত্রতান্ত্রিক। প্রত্যেক গোত্রে ভিন্ন ভিন্ন ধরণের
শাসনকাঠামো প্রচলিত ছিল। শায়খ ছিলেন গোত্রের প্রধান নেতা। মহানবী (সা.) গোত্রতান্ত্রিক শাসনের অবসান ঘটান।
মদীনা রাষ্ট্রে তিনি একটি কেন্দ্রীয় শাসনকাঠামো তৈরি করেন।
ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মহানবী (সা.)
মদীনা রাষ্ট্রে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন মহানবী (সা.)। তিনি একাধারে রাষ্ট্রনায়ক, সমরনেতা, বিচারক, ঈমাম,
আইনদাতা ও আল্লাহর রাসূল। মসজিদে নববী ছিলো তার প্রধান কার্যালয়। এখান থেকে তিনি শাসন পরিচালনা করতেন।
পরামর্শভিত্তিক রাষ্ট্র
মহানবী (সা.) পরামর্শ ছাড়া একক কোন সিদ্ধান্ত নিতেন না। তিনি তাঁর বিচক্ষণ ও জ্ঞানী সাহাবীদের সাথে রাষ্ট্রের বিভিন্ন
গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন। শাসনকার্যে বোধ, বিবেচনা, বিবেককে অগ্রাধিকার দিতেন।
মৌলিক অধিকার সংরক্ষণ
মহানবী (সা.) গঠিত রাষ্ট্রব্যবস্থা সকল জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে। রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক নিজ
নিজ মৌলিক অধিকার ভোগ করতেন। ধনী-দরিদ্র, সবল-দুর্বল, অভিজাত-বেদুইন সকলেই রাষ্ট্রে সমান সুযোগ সুবিধা
ভোগ করতো।
যিম্মিদের নিরাপত্তা
ইসলামী রাষ্ট্রে বসবসকারী অমুসলিম প্রজা বা যিম্মীগণ নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করতেন। তাদের
সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকারের নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের জান-মালের হিফজত করেন। তারাও ছিলো
ইসলামী রাষ্ট্রের স্বীকৃত নাগরিক।
ন্যায়বিচার প্রতিষ্ঠা
মহানবী (সা.) এর শাসনকাঠামোর অন্যতম বৈশিষ্ট্য ছিলো ন্যায়বিচার প্রতিষ্ঠা। জাতি, ধর্ম, বর্ণ আঞ্চলিকতা নির্বিশেষে
রাষ্ট্রের সকল নাগরিক ন্যায়বিচার পেতেন। অপরাধী যেই হোক তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করতে হতো।
গণতান্ত্রিক শাসকাঠামো
মহানবী (সা.) গণতান্ত্রিক শাসন কাঠামোর বীজ বপন করেন। তিনি ছিলেন ইসলামে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনক।
তাঁর শাসননীতি ছিল নিরপেক্ষ। যুদ্ধ সংঘাতের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠাকেই তিনি প্রাধান্য দিতেন। তিনি মক্কার কুরাইশদের
সাথে হুদাইবিয়ার সন্ধি স্থাপন করেন। মদীনার সকল ধর্ম, বর্ণের লোকের সাথে ‘মদীনা সনদ’ প্রণয়ন করেন। তিনি বিনা
রক্তপাতে মক্কা বিজয় করেন ও সকলকে ক্ষমা করেন।
সারসংক্ষেপ:
মহানবী (সা.) রাজনৈতিক ক্ষেত্রে যে আদর্শ রেখে গেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি ঐক্যের ও ইসলামী
আদর্শের ভিত্তিতে একটি সুসংহত রাষ্ট্র কাঠামো তৈরী করে গেছেন। জনগণের সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় মৌলিক
অধিকার নিশ্চিত করে গেছেন। তিনি গণতান্ত্রিক শাসনকাঠামো প্রবর্তন করে গেছেন যা সকলের জন্য অনুকরণীয়।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. আরব সমাজ ছিল-
ক) কেন্দ্রশাসিত খ) বিচ্ছিন্ন গ) গোত্রভিত্তিক ঘ) প্রজাতান্ত্রিক
২. মহানবী (সা.) মদীনা সনদ প্রণয়ন করেন-
ক) নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য খ) মদীনার জনগণ চেয়েছিল তাই
গ) শান্তিপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার জন্য ঘ) আর্থিক নিরাপত্তার জন্য
৩. তৌফিক সাহেব বললেন ‘ী’ ইসলামী রাষ্ট্রের সংবিধান। এই আদর্শের ভিত্তিতে মহানবী (সা.) রাষ্ট্র পরিচলনা করেন।
‘ী’ নিচের কোনটি ?
ক) কুরআন খ) আরবে প্রচলিত প্রথা গ) হাদীস ঘ) জনগণের ইচ্ছা
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন:
বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা আসিফের কোমল মনকে ভাবিয়ে তোলে। সে এ ব্যাপারে
তার শিক্ষকের সাথে আলোচনা করলে শিক্ষক বলেন- হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থাই উত্তম রাষ্ট্র
ব্যবস্থা। মদীনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে সকল রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
ক) মদীনা সনদ কে প্রণয়ন করেন ? ১
খ) মহানবী (সা.) কীভাবে রাষ্ট্র পরিচালনা করতেন ? ২
গ) বর্তমান বিশ্বে রাজনৈতিক অস্থিরতা দূরীকরণে মদীনা রাষ্ট্রে অনুসৃত ব্যবস্থার বর্ণনা কর। ৩
ঘ) “মহনবী (সা.) কি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন ?” তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]