মুখ্য শব্দ পৌত্তলিকতা, সম্প্রীতি স্থাপন, ইসলামী প্রজাতন্ত্র, রাষ্ট্রনায়ক, আনসার ও মুহাজির
মহানবী (সা.) ছিলেন সমগ্র বিশ্বের মাঝে এক নজিরবিহীন কীর্তিমান পুরুষ। তিনি ছিলেন আল্লাহর
ঐশীবাণীর বাহক। তিনি যুগ-যুগান্তরে আরব সমাজের পৌত্তলিকতার অবসান ঘটিয়ে ইসলামের সুমহান বাণী
প্রতিষ্ঠা করেন।
সমাজ সংস্কারক
গোত্র প্রথায় আবর্তিত সমাজে তিনি গোত্র কলহ দূর করেন। সকল গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন। সমাজ হতে
ব্যাভিচার, দাস প্রথা, লুন্ঠন, নৈরাজ্য দূর করেন। সমাজে নারীকে তার অধিকার ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন।
তাদের পৈত্রিক ও স্বামীর সম্পত্তির অংশীদার করেন। তিনি সমাজে দাসদের মর্যাদা প্রতিষ্ঠা করেন।
..
রাজনৈতিক সংস্কার
তিনি মদীনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রের বিভিন্ন ধর্মাবলম্বীদের (ইহুদী, খ্রিষ্টান, মুসলিম) অধিকার ও কর্তব্য সম্বলিত মদীনা
সনদ প্রদান করেন যা ছিল পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তিনি সকলকে নিয়ে একটি ইসলামী প্রজাতন্ত্র গঠন
করেন। তিনি ধর্মভিত্তিক মদীনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিভক্ত আরবদের নিয়ে একটি সুসংহত আরব জাতি গঠন করেন।
অর্থনৈতিক সংস্কার
সমাজের নাজুক অর্থনীতিকে পিছনে ফেলে তিনি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেন। সুদ প্রথা, লুটতরাজ ও ঘুষ নিষিদ্ধ
করেন। ইসলামের বিধান অনুযায়ী রাজস্ব ব্যবস্থা (যাকাত, খারাজ, জিজিয়া, আল ফাই, গানীমাহ) প্রণয়ন করেন। এভাবে
সমাজে অর্থনৈতিক ভারসাম্যের সৃষ্টি হয়।
আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা
তিনি গোত্রে উপগোত্রে বিভক্ত মরুবাসী আরব বেদুইনদের সমন্বয়ে একটি শক্তিশালী আরব জাতি প্রতিষ্ঠা করেন। আরব
জাতীয়তাবোধকে তিনি সকল বিশ্ববাসীর নিকট তুলে ধরেন। তিনি সমগ্র আরব জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন।
আদর্শ নেতা
মহানবী (সা.) ছিলেন একন সফলতম রাষ্ট্রনায়ক, সমরবিশারদ আর বিচক্ষণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন সরল, অনাড়ম্বর
জীবন-যাপনকারী, কঠোর পরিশ্রমী ও অনুপম চরিত্রের অধিকারী। তিনি অতি অল্প সময়ের ব্যবধানে অজ্ঞতার অন্ধকারে
আচ্ছন্ন একটি জাতিকে ইসলামের সুশীতল ছায়ায় এক নতুন সমাজ ব্যবস্থা উপহার দিতে সক্ষম হন।
ধর্ম সংস্কারক
মুহাম্মদ (সা.) ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কারক। তিনি পৌত্তলিকতার অবসান ঘটিয়ে ইসলামের মূলনীতির
উপর সমাজ পরিচালিত করেন। তাঁর প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্র ছিল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র। তিনি আল্লাহর একত্ববাদকে সমাজে
ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেন।
বিশ্ব শান্তির অগ্রদূত
মহানবী (সা.) পরস্পর বিচ্ছিন্ন আরব জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। গোত্রপ্রীতির পরিবর্তে ভ্রাতৃত্বপ্রেম সকলের
মধ্যে জাগ্রত করেন। মদীনায় আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃবন্ধনের সম্পর্ক সৃষ্টি করেন। মহানবী (সা.) ছিলেন বিশ্ব-
শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি বিশ্বে শান্তির বাণী প্রচারের জন্য প্রেরিত হন। তিনি পরধর্মের প্রতি ছিলেন সহিষ্ণু, পররাষ্ট্রের
প্রতি তাঁর বাণী ছিল শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের। বিশ্বের সব রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সম্পর্কের জন্য তিনি বিভিন্ন রাষ্ট্রে তাঁর
দূত প্রেরণ করেছিলেন। তিনি মানুষের মাঝে ভেদাভেদ দূর করেন।
জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করণ
মহানবী (সা.) কেবলমাত্র গণতান্ত্রিক সমাজের বিকাশ করেননি, তিনি রাষ্ট্রে বসবাসকারী সকল শ্রেণির মানুষকে
একাত্মবোধে আবদ্ধ করেন ও মহান আদর্শ, উদ্দেশ্য ও গন্তব্যের পথে পরিচালিত করেন। এই ভাবে তার বলিষ্ঠ নেতৃত্বে
একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে। এই প্রসংগে চ. ক. ঐরঃঃর বলেন, æঙঁঃ ড়ভ ঃযব ৎবষরমরড়ঁং পড়সসঁহরঃু ড়ভ ধষগধফরহধয ঃযব ষধঃবৎ ধহফ ষধৎমবৎ ংঃধঃব ড়ভ ওংষধস ধৎড়ংব.”
ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা
মহানবী (সা.) মুসলিম অমুসলিম এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে
একটি জাতি গঠন করেন। মদীনা রাষ্ট্রে তিনি সকলের অংশ্রগ্রহণ ও সমন্বয়ে শক্তিশালী-ইসলামী প্রজাতন্ত্র সৃষ্টি করেন।
গণতন্ত্রের বীজ বপনকারী
মহানবী (সা.) গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তন করেন। তিনি সকল ক্ষেত্রেই ছিলেন গণতন্ত্রমনা। পৃথিবীর ইতিহাসে তিনিই
সর্বপ্রথম গণতন্ত্রের বীজ বপন করেন।
সারসংক্ষেপ:
যুগে যুগে মহান আল্লাহ তায়ালা বিশ্ব-মানবকে পথ প্রদর্শনের জন্য যে সকল মহাপুরুষদের পাঠিয়েছেন তাদের মধ্যে
একমাত্র মহানবী (সা.) তাঁর কাজে পূর্ণ সফলতা লাভ করেছেন। তিনি সর্বশেষ রাসূল হয়েও সর্বশ্রেষ্ঠ হিসেবে কীর্তি লাভ
করেছেন।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. মদীনা রাষ্ট্র ছিল-
ক) বর্বরতাপূর্ণ খ) ধর্মভিত্তিক
গ) স্বৈরতান্ত্রিক ঘ) ধনতান্ত্রিক
২. “মহানবী (সা.) একজন সফলতম রাষ্ট্রনায়ক” কারণ-
ক) তিনি দীর্ঘ দিন রাষ্ট্র শাসন করেন খ) গণতান্ত্রিক মদীনা রাষ্ট্র গঠন করেন
গ) নিয়মিত রাজনীতি চর্চা করেন ঘ) রাজনৈতিক ক্ষেত্রে কৌশল অবলম্বন করেছিলেন
৩. তিনি ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, ধর্মসংস্কারক, অর্থনৈতিক সংস্কারক ও বিশ্ব শান্তির দূত।
উদ্দীপকে কার কথা বলা হয়েছে?
ক) হযরত মুসা (আ.) খ) হযরত মুহাম্মদ (সা.)
গ) হযরত ঈসা (আ.) ঘ) হযরত আদম (আ.)
সৃজনশীল প্রশ্নবাংলা ২য় পরীক্ষার উত্তরপত্রে আযমী তার “প্রিয় ব্যক্তি” রচনায় মহানবী (সা.) সম্পর্কে বর্ণনা করল। তাঁর জীবনচরিত
আলোচনা ও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে তাঁর কৃতিত্ব উক্ত রচনায় সুন্দরভাবে ফুটে ওঠে।
ক) মদীনায় কোন্ কোন্ ধর্মাবলম্বীরা ছিল? ১
খ) অর্থনৈতিক ক্ষেত্রে মহানবী (সা.) এর কৃতিত্ব লিখুন? ২
গ) তোমার প্রিয় ব্যক্তির কৃতিত্ব আলোচনা করুন। ৩
ঘ) “মহানবী (সা.) ছিলেন সফলতম রাষ্ট্রনায়ক ”- ব্যাখ্যা করুন। ৪
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ৫.১ : ১. (গ) ২. (ক) ৩. (ঘ)
পাঠোত্তর মূল্যায়ন- ৫.২ : ১. (গ) ২. (গ) ৩. (গ)
পাঠোত্তর মূল্যায়ন- ৫.৩ : ১. (গ) ২. (খ) ৩.( গ)
পাঠোত্তর মূল্যায়ন- ৫.৪ : ১. (গ) ২. (গ) ৩. (ক)
পাঠোত্তর মূল্যায়ন- ৫.৫ : ১. (গ) ২. (ঘ) ৩. (ঘ)
পাঠোত্তর মূল্যায়ন- ৫.৬ : ১. (ঘ) ২. (গ) ৩. (গ)
পাঠোত্তর মূল্যায়ন- ৫.৭ : ১. (গ) ২. (ক) ৩. (ঘ)
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র