মুখ্য শব্দ ইসলামের ত্রাণকর্তা, সিদ্দীক (বিশ্বাসী), আনসার ও মুহাজির
বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা.)-ই সর্বপ্রথম ইসলাম কবুল করেন। ইসলাম গ্রহণের পর মহানবী (স.)
এর জীবদ্দশায় তিনি ইসলাম রক্ষায় নিজ সমুদয় সম্পদ যেমন দান করেছিলেন তেমনি খিলাফতে আসীন হয়ে
অন্যায়ের সাথে কোন প্রকার আপোষ করেননি। একারণেই তাকে ‘ইসলামের ত্রাণকর্তা’ হিসেবে আখ্যায়িত করা হয়।
পরিচয় ও প্রাথমিক জীবন
হযরত আবু বকর (রা.) মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তায়িম গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্যনাম ছিল
আবদুল্লাহ; ডাক নাম ছিল আবু বকর (কুনিয়া)। ইসলাম গ্রহণ করার পর তিনি ‘সিদ্দীক (বিশ্বাসী)’ খেতাব লাভ করেন।
আবু বকর (রা.) এর পিতার নাম ছিলো আবু কোহাফা এবং মাতার নাম ছিল উম্মুল খায়ের সালমা। যৌবনে আবু বকর
তাঁর নৈতিক আদর্শের জন্য সুপরিচিত ছিলেন। তিনি লেখাপড়া জানতেন। আবু বকর (রা.) পেশায় একজন কাপড়
ব্যবসায়ী ছিলেন।
ইসলাম গ্রহণ ও ইসলামের সেবা
বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা.)ই সর্বপ্রথম ইসলাম কবুল করেন। হযরত মুহাম্মদ (সা.) যখন মানুষকে ইসলাম
গ্রহণের জন্য দাওয়াত দিলেন। তখন আবু বকর (রা.) বিনা দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার প্রচেষ্টায় অনেকেই
ইসলাম কবুল করেন এবং হযরত বিলাল (রা.) সহ অনেক দাসকে তিনি শৃঙ্খলামুক্ত করেন। হযরত উমর (রা.) বলেনইসলাম ধর্ম গ্রহণ করার পর “ইসলামের সেবায় আবু বকরকে কেউ অতিক্রম করেতে পারেনি।”
মহানবী (সা:) এর প্রতি ভক্তি
৬২২ খ্রিস্টাব্দের হযরত আবু বকর (রা.) মহানবী (সা.) এর সাথে মদিনায় হিজরত করেন। তিনি বদর, উহুদ, খন্দক ও
হুনাইনের যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) এর অসুস্থতার সময় তাঁর স্থলে ইমামতি করেন।
এতে বুঝা যায় যে, নবীজী (সা.) আবু বকর (রা.)কেই তাঁর অবর্তমানে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে
করতেন।
সংকটময় পরিস্থিতির উদ্ভব
মহানবী (সা.) এর কোন পুত্র সন্তান জীবিত ছিল না। গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে তিনি তাঁর ওফাতের সময়
উত্তরাধিকারীও মনোনীত করে যাননি। তাঁর মৃত্যুর পর কে তাঁর স্থলাভিষিক্ত হবেন? এই প্রশ্ন নিয়ে মুসলিম জাহানে এক
বিরাট সমস্যা দেখা দিল [চ.ক ঐরঃঃর বলেন- æঞযব পধষরঢ়যধঃব রং ঃযবৎবভড়ৎব ঃযব ভরৎংঃ ঢ়ৎড়নষবস ওংষধস যধফ ঃড় ভধপব.”
এই প্রশ্নে মুসলিমগণ আনসার ও মুহাজীর এই দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। মদীনার সংকটময় পরিস্থিতির আনসারগণ
সাদ বিন ওবায়দাকে এবং একদল মুহাজীর হযরত আলী (রা.) কে উক্ত পদের জন্য মনোনীত করেন।
খিলাফত লাভ
ইসলামের সংকটময় সময়ে হযরত উমর (রা.) এবং আবু উবায়দাকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর (রা.) সহ ছাকিফা বানী
সায়িদা গৃহে অবস্থান করছিলেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে হযরত উমর (রা.) বয়স, অবস্থান, পদমর্যাদা,
সম্মান ইত্যাদি বিবেচনা করে হযরত আবু বকর (রা.) কে ইসলামের প্রথম খলীফা বলে ঘোষণা করে তাঁর হাত স্পর্শ করে
বায়াৎ গ্রহণ করেন। সাদ ব্যতীত সমস্ত মহল হতে মুসলিম জনতা তাঁকে খলীফা বলে অভিবাদন জানাল।
খলীফার উদ্বোধনী ভাষণ
খলীফা নির্বাচিত হবার পর হযরত আবু বকর (রা.) সকলের উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন। তাঁর এই ভাষণে
গণতান্ত্রিক চেতনা ফুটে উঠেছে যা ছিল আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল বক্তব্য। এতে খলীফার স্বৈরাচারী
মনোভাবের নিষিদ্ধতা এবং জবাবদিহিতা মূলক শাসন ব্যবস্থার স্বরুপ প্রকাশ পেয়েছে। আর সকল কিছুর উর্ধ্বে ইসলামী
শরীয়তের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে।
হযরত আবু বকর (রা.) এর খলীফা নির্বাচনে মুসলিম বিশ্বের প্রথম ভয়াবহ সংকট দূরীভূত হয়। তাঁর নির্বাচনে গণতন্ত্রের
জয় হয়। এর পর থেকে মুসলিম বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধান নির্বাচনের সূত্রপাত হয়। তাঁর খিলাফত প্রাপ্তি
যুক্তিসঙ্গতও ছিল। ইসলামের জন্য তিনি যথাসর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন এবং দূরদর্শিতা, যোগ্যতা, অভিজ্ঞতা, ধর্মপরায়ণতা
এবং অন্যান্য গুণে তিনি নিঃসন্দেহে অধিক উপযুক্ত ছিলেন। খলীফা হওয়ার পর আবু বকর (রা.) সমবেত মুসলিমদেরেকে
উদ্দেশ্যে করে ভাষণ প্রদান করেন। উদ্বোধনী ভাষণের মাধ্যমে তিনি খলীফা হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্যের কথা
জনগণকে অবহিত করেন। একজন খলীফাকে যে স্বেচ্ছাচারী নীতির পরিপন্থী ও গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করতে হয় তা
তিনি অকপটে প্রকাশ করেন এবং তিনি যে ইসলামী শাসন প্রবর্তনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তার সুস্পষ্ট ইঙ্গিত দান করেন।
সারসংক্ষেপ:
দূরদর্শিতা, অভিজ্ঞতা, ধর্মপরায়ণতা প্রভৃতি দিক দিয়ে যোগ্যতম হওয়ায় আবু বকর (রা.) ইসলামের প্রথম খলীফা
হিসেবে নির্বাচিত হন। খলীফা হিসাবে তিনি তার দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. আবু বকর (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
ক) আওস গোত্রে খ) খাজরাজ গোত্রে
গ) নাদির গোত্রে ঘ) তায়িম গোত্রে
২. মহানবী (সা.) এর মৃত্যুর পর অরাজকতা সৃষ্টি হয়েছিল কেন?
ক) দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বলে খ) বিদেশীদের আক্রমণে
গ) খলীফা নির্বাচন নিয়ে ঘ) বিভিন্ন গোত্রে যুদ্ধ হয়েছিল বলে
৩. আবু বকর (রা.) এর খলীফা নির্বাচন যুক্তিসঙ্গত ছিল। কারণর) তিনি ছিলেন বয়োঃজ্যেষ্ঠ রর) ইসলামের জন্য নিবেদিত প্রাণ ররর) তার আর্থিক অবস্থা ভাল ছিল
নিচের কোন্টিসঠিক-
ক) র, ররর খ) র, রর, ররর গ) র, রর ঙ) র, রর
সৃজনশীল প্রশ্নঃ
রসুলপুর গ্রামে, গ্রামপ্রধান নির্বাচনে এক বিরাট সমস্যার সৃষ্টি হলো। এতে গ্রামবাসী বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে। কেউ
অর্থের জোরে, কেউ গায়ের জোরে গ্রামপ্রধান হওয়ার দাবী জানাল। কিন্তু পরবর্তীতে গ্রামের বিজ্ঞ, দানশীল, অভিজ্ঞ,
পরোপকারী রহিম মিয়া গ্রামপ্রধান নির্বাচিত হওয়ায় সকল গ্রামবাসী তার আনুগত্য মেনে নেয়।
ক) ইসলামের প্রথম খলীফা কে ছিলেন ? ১
খ) ইসলামের সেবায় আবু বকর (রা.) এর অবদান সংক্ষেপে লিখুন। ২
গ) উপরের ঘটনার সাথে আবু বকর (রা.) এর জীবনের কোন ঘটনা মিলে যায়- ব্যাখ্যা করুন। ৩
ঘ) “আবু বকর (রা.) এর খলীফা নির্বাচন যুক্তিসঙ্গত ছিলো” আপনি কি তা মনে করেন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র