মুখ্য শব্দ স্বধর্মত্যাগী, নবুয়্যতের মোহ, ভÐনবীর, বনু ইয়ারুব গোত্র ও রিদ্দার যুদ্ধ
হযরত আবু বকর (রা.) এর খিলাফতকালে সংগঠিত রিদ্দার যুদ্ধের গুরুত্ব অপরিসীম। সদ্য প্রতিষ্ঠিত ইসলামী
রাষ্ট্রের জন্য মারাত্মক বিপদস্বরুপ এই যুদ্ধে আবু বকর (রা.) কঠোরহস্থে বিদ্রোহীদের দমন করেন।
রিদ্দা যুদ্ধ
‘রিদ্দা’ আরবী শব্দ। এর অর্থ প্রত্যাবর্তনকরণ বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। মহানবী (স.) এর মৃত্যুর পর এক শ্রেণির
মুসলিম ইসলাম ধর্মকে বর্জন করে, তাদের পৌত্তলিকতায় প্রত্যাবর্তন করে। ইসলাম প্রচারের পর মক্কা ও মদীনা কেন্দ্রীক
ইসলাম ধর্ম সীমাবদ্ধ হয়ে রইল। এই সময় মহানবীর মৃত্যুর পরে কতিপয় ভÐনবীর আবির্ভাব ঘটল, কেউ কেউ
পৌত্তলিকতায় ফিরে গেল। সমগ্র আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রের মধ্যে অর্šÍদ্ব›দ্ব সৃষ্টি হল। ইসলামের প্রথম খলীফা এই
সকল স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যা ইতিহাসে ‘রিদ্দার যুদ্ধ’ হিসেবে পরিচিত। ঐতিহাসকি ”
রিদ্দা যুদ্ধের কারণ
ক) ইসলাম প্রচারের স্বল্পতা ঃ
মহানবী (স.) এর জীবদ্দশায় কেবলমাত্র বিভিন্ন গোত্রের গোত্রপতিরাই ইসলামের দাওয়াত গ্রহণ করতেন। পরবর্তীতে
গোত্রপতিদের অনুসরণে গোত্রের অন্যান্য লোকেরা ইসলাম গ্রহণ করত। এর ফলে সকলের নিকট ইসলামের আদর্শের বাণী
ও সৌন্দর্য সঠিকভাবে অনুধাবন করা হতো না। তাই তারা ইসলাম ধর্ম ত্যাগে তৎপর হয়ে উঠে।
খ) যাকাত প্রদানে অস্বীকৃতি ঃ
ইসলামের অনুশাসন অনুসারে আর্থিকভাবে অবস্থাসম্পন্নদের জন্য যাকাত প্রদান করা আবশ্যক কিন্তু তৎকালীন আরব
উপদ্বীপের অভিজাত শ্রেণির জন্য যাকাত প্রদান করা ছিল তাদের আভিজাত্যের জন্য হুমকিস্বরুপ। তাই তারা ইসলামের
বিরোধিতায় তৎপর হয়ে উঠে।
গ) মদীনা রাষ্ট্রের প্রাধান্য অস্বীকার ঃ
পূর্বে আরব গোত্রগুলি ছিলো পরস্পর হতে বিচ্ছিন্ন। তাই যখন মদীনা রাষ্ট্রের একক প্রাধান্য প্রতিষ্ঠিত হলো তখন এই
বিচ্ছিন্ন গোত্র গুলো এই প্রাধান্যকে তাদের জন্য হুমকিস্বরুপ মনে করলো। তারা ইসলামের ভ্রতৃত্ববোধ কে অস্বীকার
করলো। ইসলাম ধর্ম থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে তৎপর হয়ে উঠল।
ঘ) নবুয়্যতের প্রতি মোহ ঃ
স্বার্থান্বেষী কিছু আরব নবুয়্যতকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেছিল। তারা এর মহান উদ্দেশ্য ও তাৎপর্যকে
বুঝতে সক্ষম হয়নি। তাই অনেক ভÐনবীর আবির্ভাব ঘটলো। অনেক গোত্রপতি নবুয়্যতের দাবী করলো। তাদের মধ্যে
উল্লেখযোগ্য ছিলেন (তোলায়হা, সাজাহ, মুসায়লামা ও আসওয়াদ আল- আনসি)
ঘটনাপ্রবাহ
খলীফা আবু বকর (রা.) স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি আরবের বিভিন্ন প্রান্ত হতে সৈন্য সমাবেশ
ঘটালেন। সমগ্র সেনা বাহিনীকে তিনি ১১ টি ভাগে বিভক্ত করে এক এক ভাগকে এক এক অংশে প্রেরণ করলেন। তিনি
মদীনার প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করলেন। মুসলিম সেনাপতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- খলিদ বিন ওয়ালিদ,
ইকরাম, শুরাহবিল, মুহাজির বিন আবি উমাইয়া উল্লেখযোগ্য। হযরত আবু বকর (রা.) সেনাবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব
গ্রহণ করলেন। মদীনা ছিলো সেনাবাহিনীর কেন্দ্রবিন্দু। এই সকল যোগ্য সেনাপতির নেতৃত্বে একে একে সকল ভÐনবীকে
পরাজিত করা হলো। বিদ্রোহী গোত্রগুলো একের পর এক পরাজিত হল এবং খলীফার বশ্যতা স্বীকার করে নেয়।
ফলাফল
ক) এই যুদ্ধে বিজয়ের ফলে ইসলামের বাণী সুপ্রতিষ্ঠিত হয়।
খ) বিভিন্ন গোত্র যাকাত প্রদানে স্বীকৃত হয়।
গ) ইসলাম সম্প্রসারণের পথ প্রশস্ত হয়।
ঘ) মদীনা রাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
ভÐনবীগণ ও তাদের পতন
হযরত আবু বকর (রা.) এর খিলাফতকালে একটি উল্লেযোগ্য ঘটনা হচ্ছে কতিপয় ভÐনবীদের আবির্ভাব। যারা ছিলো রিদ্দা
যুদ্ধের অন্যতম অনুঘটক। হযরত মুহাম্মদ (সা.) এর মৃত্যুর পরে কতিপয় আরবগোত্র প্রধান নিজেদের মিথ্যা নবুয়্যাতের
দাবি জানায়। তারা নবুয়্যাতের মহান তাৎপর্যকে অসম্মান জানায় এবং এটিকে একটি সম্মানজনক পদ বলে বিবেচনা করে।
এদের মধ্যে অগ্রগণ্য ছিলেনআসওয়াদ আল আনসি ঃ
সে ছিলো ইয়েমেনের বাসিন্দা। হযরত মুহাম্মদ (স.) এর জীবদ্দশায়ই (৬৩১-৩২) সে নিজেকে নবী হিসেবে দাবী করেন।
সে বিদ্রোহী হয়ে ওঠে ও ইয়েমেনের মুসলিম শাসনকর্তাকে পদচ্যুত ও বিতাড়িত করে। সে অন্যান্য আরব গোত্রের
সহোযোগিতায় বিদ্রোহ করে, কিন্তু সে তার নিজ আত্মীয় ফিরোয দায়লামী কর্তৃক নিহত হয়। এই ঘটনা ঘটে মহানবী (স.)
এর ওফাতের কিছুদিন পূর্বে।
,
তুলায়হা ঃ
সে ছিলো নজদের অধিবাসী । আবু বকর (রা.) খালিদ বিন ওয়ালিদ (রা.) কে তার বিরুদ্ধে প্রেরণ করেন। বুজাকার যুদ্ধে
তুলায়হা খালিদ কর্তৃক পরাজিত হয়। সে ছিলো বনী আসাদ গোত্রের লোক। তার পরাজয়ের পরে বনু আসাদ গোত্রকে
ক্ষমা প্রদর্শন করা হয় এবং গোত্রটি ইসলাম কবুল করে নেয়।
সাজাহ ঃ
বনু আসাদ গোত্রে অভিযানের পর খালিদ (রা.) বনু তামিম গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এই ধর্মত্যাগী
গোত্রটির প্রধান ছিলো ভÐ নবুয়্যাতের দাবীদার একজন নারী, সাজাহ। সে বনু তামিমের উপগোত্র বনু ইয়ারুব গোত্রের
অধিবাসী ছিলো। বনু ইয়ারুব গোত্র তাকে নবী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানালে সাজাহ অপর ভÐনবী মুসায়লামার
সাথে মিলিত হয় এবং তাকে বিবাহ করে।
মালিক বিন নুবায়রা ঃ
বনু ইয়ারবু গোত্রের নেতা ছিলো মালিক বিন নুবায়রা। নুবায়রা আনুগত্য অস্বীকার করলে, খালিদ তাকে যুদ্ধে পরাজিত
করেন এবং যুদ্ধে সে নিহত হয়।
মুসায়লামা ঃ
ভÐ নবীদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলো মুসায়লামা। প্রথমে ইকরামা ও শুরাহবিল (রা.)-কে তার বিরুদ্ধে প্রেরণ করা
হয়। কিন্ত তাঁরা ব্যর্থ হলে, ৬৩৩ খ্রি: খালিদ (রা.) তাকে ইয়ামামার যুদ্ধে পরাজিত করেন। এই যুদ্ধটি একটি প্রাচীরঘেরা
বাগানে সংঘটিত হয়েছিলো ও এতে অসংখ্য লোক মারা যায়। তাই ঐতিহাসিকেরা একে বা মৃত্যু উদ্যান যুদ্ধ হিসেবে চিহ্নিত করেন।
সারসংক্ষেপ:
রিদ্দা বা স্বধর্মত্যাগী যুদ্ধ ছিল ইসলাম ও মদীনা রাষ্ট্রের জন্য হুমকিস্বরুপ। অবশেষে খলীফা আবু বকরের নেতৃত্বে
মুসলিমগণ স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে জয় লাভ করেছিল।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. “রিদ্দা যুদ্ধ” কোন খলীফার সময়ে হয়?
ক) হযরত আলী (রা.) খ) হযরত উমর (রা.)
গ) হযরত উসমান (রা.) ঘ) হযরত আবু বকর (রা.)
২. আবু বকর (রা.) ভÐ নবীদের দমন করেছিলেন। কারণ তারা -
ক) শক্তিশালী ছিল খ) খলীফা পদের দাবী করেছিল
গ) নবুয়্যতের দাবী করেছিল ঘ) অমুসলিম ছিল
৩. আবু বকর (রা.) স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কারণ তারার) যাকাত প্রদানে অস্বীকার করে রর) ইসলামের ভ্রাতৃত্ববোধকে অস্বীকার করে
ররর) নবুয়্যতের দাবী করে
নিচের কোন্টিসঠিক
ক) র, ররর খ) র, রর
গ) রর, ররর ঘ) র, রর, ররর
সৃজনশীল প্রশ্নঃ
হোসেন আলী কলেজের ইসলামের ইতিহাসের অধ্যাপক আবুল কাসেম হযরত আবু বকর (রা.) সম্পর্কে আলোচনা করতে
গিয়ে রিদ্দা যুদ্ধের আলোচনা করলেন, যা তার সময়ে ইসলামের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবু বকর
(রা.) কঠোর হস্তে স্বধর্মত্যাগীদের দমন করেন।
ক) রিদ্দা শব্দের অর্থ কী? ১
খ) কয়েকজন ভÐনবীর নাম লিখুন। ২
গ) উদ্দীপকে বর্ণিত “রিদ্দা” যুদ্ধের ফলাফল কী কী ছিল- তুলে ধরুন। ৩
ঘ) “রিদ্ধা” যুদ্ধের পিছনে কি কি কারণ ছিল বলে আপনার মতামত লিখুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র