হযরত আবু বকর (রা.) এর খিলাফত কালে পারস্য ও সিরিয়া অভিযান সম্পর্কে জানতে পারবে

মুখ্য শব্দ মুসান্না, খালিদ বিন ওয়ালিদ, হাফির যুদ্ধ
আবু বকরের খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি অব্যাহত থাকে। তাঁর সময়কালে পারস্য ও সিরিয়ায়
মুসলিমদের বিজয় নিশান উড্ডীন হয়।
পারস্য অভিযান ঃ
রিদ্দা যুদ্ধ চলাকালীন সময়ে পারস্যের অধিবাসীগণ স্বধর্মত্যাগীদের সাহায্য করেছিল। তাই পারস্যবাসীর এরুপ মনোভাব
ভবিষ্যতে এ মদীনা রাষ্ট্রের জন্য হুমকিস্বরুপ বিবেচনা করে হযরত আবু বকর (রা.) পারস্যে মুসলিম অভিযান প্রেরণ
করলেন। প্রথম পর্যায়ে (৬৩৩ খ্রি:) মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন মুসান্না, তার অধীনে ছিল প্রায় ৮,০০০ সৈন্য ।
কিন্তু কিছুদিনের মধ্যে সেনাপতি মুসান্না সংকটজনক অবস্থার সম্মুখীন হলেন। অত:পর খলীফা শ্রেষ্ঠ মুসলিম সেনাপতি
খালিদ বিন ওয়ালিদ (রা) কে প্রেরণ করলেন। এই দুই সেনাপতি উবাল্লা নামক স্থানে মিলিত হল, এতে করে
মুসলিমবাহিনীর সামর্থ্য বেড়ে গেল। এই মিলিত সেনা বাহিনী পারস্যবাহিনীর সঙ্গে হাফির নামক স্থানে মিলিত হল।
হাফিরের যুদ্ধ ঃ
এই যুদ্ধ ‘হাফির’ অর্থাৎ শৃংখলের যুদ্ধ বা (ইধঃঃষব ড়ভ ঈযধরহ) নামে পরিচিত। এই যুদ্ধে পারস্যের সেনাপতির সেনা
বাহিনীকে শৃংখলের মত বিন্যস্ত করেছিলেন, তাই এই যুদ্ধকে বলা হয় ‘শৃংখলের যুদ্ধ’। যুদ্ধে পারস্যবাসী পরাজিত হয়।
পারস্যের সেনাপতি ‘হরমুজ’ খালিদ (রা.) এর সঙ্গে যুদ্ধে নিহত হন। ঞযব খধফু ঈধংঃষব বা হাফির যুদ্ধের পর
মুসলিমবাহিনী আরো অগ্রসর হতে থাকেন। ফোরাত (ইউফ্রেটিস) নদীর তীর ঘেষে মেসোপটেমিয়া অঞ্চলের নিকটবর্তী
জনৈকা রাজকুমারী দ্বারা পরিচালিত একটি দুর্গ মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয়। এটি ইতিহাসে মহিলা দুর্গ নামে সর্বাধিক পরিচিত।
হীরা বিজয় ঃ
অপর একটি পারসিক সেনাবাহিনীকে উলিসের যুদ্ধে পরাজিত করে বীর যোদ্ধা খালিদ (রা.) হীরা অধিকার করেন। হীরার
অমুসলিম শাসনকর্তা মুসলিম বাহিনীর নিকট আত্মসমর্পন করেন, খলীফার নিকট আনুগত্য জানান। এই সময় হীরার
খ্রিস্টান অধিবাসীদের উপর জিযিয়া কর আরোপ করা হয়। খলীফা তাদের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব গ্রহণ করেন।
আনবার অধিকার ঃ
হীরা বিজয়ের পর মুসলিম বাহিনী আরো সামনে অগ্রসর হয়ে ফোরাত নদীর তীর ঘেঁষা আনবার দখল করেন। সেনাপতি
খালিদ (রা.) এরপর আইনুত্-তামার ও দুমায় মুসলিম বিজয় সম্পন্ন করেন।
সিরিয়া অভিযান ঃ
সিরিয়া তখন রোমান সা¤্রাজ্যের অধীনে ছিল। এর শাসক ছিলেন হিরাক্লিয়াস। রাসূল (স.) এর জীবদ্দশায়, হিরাক্লিয়াস
রাসূলের প্রেরিত দূতকে গ্রহণ করেছিলেন। কিন্তু রাসূলের মৃত্যুর পর কালক্রমে তার এই মনোভাবের পরিবর্তন ঘটে।
হিরাক্লিয়াস রিদ্দা যুদ্ধে বিদ্রোহীদের উস্কানিদাতা ছিলেন এবং সিরিয়া ও আরব সীমান্তবর্তী বেদুইন গোত্রের সাথে মুসলিম
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তাই খলীফা এই Ðমকির বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন।
এছাড়াও শুরাহবিল কর্তৃক মহানবীর দূতকে মূতা নামক স্থানে হত্যা করা হলে, মুসলিমদের এই প্রতিশোধ নেওয়া আবশ্যক
হয়ে দাড়ায়। কারণ এটি ছিল আন্তর্জাতিক চুক্তির অপমান।
আজনাদাইনের যুদ্ধ ঃ
প্রথমে আবু বকর(রা:) উসামার নেতৃত্বে সৈন্য বাহিনী সিরিয়ার উদ্দেশ্যে প্রেরণ করেন। পরে ৬৩৪ খ্রি: সিরিয়ার
আজানদাইন নামক স্থানে মুসলিম সেনাবাহিনী সিরিয়া বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেয়। অনেক প্রতিকূলতা সত্তে¡ও
মুসলিম বাহিনী জয়ী হয়। হিরাক্লিয়াস যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে এন্টিয়কে আশ্রয় নেয়। মুসলিমরা সিরিয়ার রাজধানী
দামেস্ক দখল করে নেয়। এই সময় মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন আমর-ইবনে আল আস, সুরাহবিল-ইবনে-হাসানাহ,
ইয়াজিদ-ইবনে-আবী-সুফিয়ান এবং আবু-উবাইদা-ইবনে-জাররাহ। মুসলিম সৈন্য বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৩৬,০০০
অপর পক্ষে হিরাক্লিয়াসের সাথে ছিল প্রায় এক লক্ষ সৈন্যের বিশাল এক বাহিনী। খালিদ বিন ওয়ালিদ (রা.) হীরা জয়ের
পর, হীরা ত্যাগ করে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত আবু-বকর (রা.)-যখন মৃত্যু শয্যায় তখন তাঁর নিকট এই পারস্য বিজয়ের সংবাদ পৌছায়।
সারসংক্ষেপ:
হযরত আবু বকর (রা.) স্পল্প মেয়াদের খিলাফতকালে সিরিয়া ও পারস্যে বিজয় ছিল উল্লেখযোগ্য মুসলিম বিজয়।
ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি এ সকল অভিযান প্রেরণ করেছিলেন।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. হযরত আবু বকর (রা.) প্রথম অভিযান কোথায় প্রেরণ করেন?
ক) সিরিয়ায় খ) ইসরাইলে
গ) পারস্যে ঘ) মেসোপটেমিয়ার
২. আবু বকর (রা.) এর বিভিন্ন অঞ্চলে অভিযান প্রেরনের মূল কারণ ছিল-
ক) রিদ্দা যুদ্ধে ঐ সকল অঞ্চল স্বধর্মত্যাগীদের সহায়তা করেছিল।
খ) রাজ্য প্রতিষ্ঠা গ) অর্থনৈতিক ঘ) ঐ সকল অঞ্চল বর্বরতাপূর্ণ ছিল
৩. আবু বকর (রা.) অভিযান প্রেরণ করেনর) পারস্য রর) স্পেন ররর) সিরিয়া
নিচের কোন্টি সঠিক
ক) র, রর, ররর খ) র, রর গ) র, ররর ঘ) রর, ররর
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্নঃ
সুলতান মাহমুদ ১৭ বার ভারতবর্ষ অভিযান করেন। তাঁর এই অভিযান ধর্মীয় অপেক্ষা অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যে
পরিচালিত হয়েছিলো। তিনি বিজিত অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠা ও ধর্ম প্রচার করেন নি।
ক) হযরত আবু বকর (রা.) এর সময়ে শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন ? ১
খ) ‘হাফির’ বা ‘শৃংখলের’ যুদ্ধ সম্পর্কে লিখুন? ২
গ) হযরত আবু বকর (রা.) এর সিরিয়া অভিযানের কারণ কি ছিল? ৩
ঘ) রাজ্য বিজেতা হিসেবে হযরত আবু বকর (রা.) এর কৃতিত্ব মূল্যায়ন করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]