হযরত আবু বকর (রা.) এর শাসনব্যবস্থা হযর আবু বকর (রা.) এর চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে জানবে

মুখ্য শব্দ উত্তরসূরী, রাষ্ট্রের শাসনপ্রণালী, মজলিশ-ই-শুরা, ভÐনবী ও ইসলামের ত্রাণকর্তা
ইসলামী রাষ্ট্রের এক সংকটময় অবস্থায় হযরত আবু বকর (রা.) রাষ্ট্রের হাল ধরেন। তার উপর খিলাফতের
মহান দায়িত্ব আরোপিত হয়। তিনি ছিলেন রাসূল (স.) এর যোগ্য উত্তরসূরী। রাসূল (সা.) এর দেখানো পথ
অনুসারে তিনি রাষ্ট্রের শাসনপ্রণালী পরিচালনা করেন।
গণতন্ত্রের ধারক ও বাহক ঃ
তিনি ছিলেন গণতন্ত্রের ধারক ও বাহক। তার শাসনব্যবস্থার মূল ভিত্তি ছিল গণতন্ত্র। তার খিলাফতে নির্বাচন ছিল সম্পূর্ণ
একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। বায়াত গ্রহণের পর সকলের উদ্দেশ্যে উদ্বোধনী ভাষণটি গণতন্ত্রের প্রতি তাঁর স্পষ্ট মনোভাবের
স্বাক্ষর বহন করে।
পরামর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন ঃ
হযরত আবু বকর ছিলেন পরামর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাসী। তিনি প্রসিদ্ধ সাহাবীদের দ্বারা পরিচালিত ‘মজলিশ-ই-শুরা’
এর কার্যক্রম অব্যাহত রাখেন। তিনি এর মাধ্যমে কুরআন ও হাদীস অনুসরণে রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি বলতেন,
“আমাকে আল্লাহর খলীফা বলিও না, আমি কেবল আল্লাহর রাসূলের খলিফা।”
রাষ্ট্র সংগঠক ঃ
হযরত আবু বকর (রা.) ছিলেন একজন সত্যিকারের রাষ্ট্র সংগঠক। মহানবী (সা.) এর মৃত্যুর পরের সমগ্র আরব জাতি
ইসলামের পথ হতে দূরে সরে যায়, যাকাত প্রদানে অস্বীকৃতি জানায়। ভÐনবীদের আবির্ভাব ঘটে। সেই দুর্যোগপূর্ণ মুহূর্তে
তিনি শক্ত হাতে রাষ্ট্রের হাল ধরেছিলেন। রাষ্ট্রকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে
ইসলামের ত্রাণকর্তা ঃ
ইসলামে খেদমতের জন্য খুব কম সংখ্যক লোকই নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পেরেছিলেন। তন্মধ্যে আবু বকর (রা.)
অগ্রগণ্য। ইসলামের প্রতি তাঁর ত্যাগ ও সেবা ছিল অপরিসীম ও অপরিমেয়। তাই তাকে ইসলামের ত্রাণকর্তা বা ‘ঝধারড়ৎ ড়ভ ওংষধস’ বলা হয়।
কুরআন সংরক্ষণ ঃ
হযরত আবু বকর (রা.) এর শাসনামলে সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয়। ইয়ামামার যুদ্ধে অসংখ্য
কুরআন-এ হাফিযের মৃত্যুকে কেন্দ্র করে পবিত্র কুরআন এর অস্তিত্বের সংকট দেখা দেয়। তখন হযরত আবু বকর (রা:)
বিশিষ্ট সাহাবীদের পরামর্শ ও সহযোগিতায় পবিত্র কুরআনের সূরাসমূহকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার নির্দেশ দেয়া হয়।
মহানবী (স.) এর প্রধান ওয়াহী লেখক ও সচিব যায়িদ বিন সাবিত (রা.)-কে প্রধান করে এই সংকলনের কার্যাবলি
পরিচালিত হয়। এই কুরআন সংকলন করে তিনি শুধু কুরআনের হেফাযতই নিশ্চিত করেননি, বরং তিনি ইসলামী
শাসনতন্ত্রকে ভবিষ্যৎ সংকট হতে রক্ষা করেন।
হযরত আবু বকর (রা.) এর চরিত্র ঃ
ইসলামের প্রথম খলীফা হযরত আবু বকর(রা:) ছিলেন অসামান্য চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তাঁর চারিত্রিক
কোমলতা ও মাধুর্যতা ছিল আকর্ষণীয়। তিনি বিদ্বান ও অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। রাসূল (সা.) তাকে সিদ্দীক বা
সত্যবাদী উপাধিতে ভূষিত করেন। ইসলামের প্রতি তার অনুরাগ ছিলো অসীম। তিনি নবী করীম (সা.) কে ছায়ার মত৪
অনুসরণ করতেন। মহানবী (সা.) এর সকল আদর্শের প্রতিফলন তাঁর চরিত্রে প্রতিফলিত হয়েছিলো। যদিও তিনি ব্যক্তি
জীবনে সরল ও কোমল চরিত্রের অধিকারী ছিলেন তথাপি ন্যায় বিচার ও ইসলামের আদর্শের ক্ষেত্রে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ।
রিদ্দা যুদ্ধে ভÐনবীদেরকে তিনি কঠোর হস্তে দমন করেন। আরব গোত্রগুলো যখন যাকাত প্রদানে অস্বীকৃতি জানায়, তখন
তিনি যাকাত আদায়ের ব্যাপারে ছিলেন দৃঢ় মনের অধিকারী। তিনি ছিলেন প্রকৃত অর্থেই ইসলামের ত্রাণকর্তা।
তিনি ছিলেন সরল ও অনাড়ম্বর জীবনের অধিকারী। তিনি বায়তুল মাল হতে যৎসামান্য ভাতা গ্রহণ করতেন। মৃত্যুর পূর্বে
তিনি তাঁর ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে বায়তুল মালে গচ্ছিত করেন।
সারসংক্ষেপ:
হযরত আবু বকর (রা.) ছিলেন মুসলিম জাহানের প্রথম খলীফা। তিনি ছিলেন মহানবী (সা.) এর যোগ্য উত্তরাধিকারী।
তিনি ইসলামের সংকটজনক অবস্থায় অসামান্য অবদান রাখতে সমর্থ হন। শাসনব্যবস্থায় তিনি ছিলেন সুদক্ষ ও কঠোর
এবং চারিত্রিক দিক থেকে তিনি ছিলেন কোমল ও অনাড়ম্বর জীবনের অধিকারী।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. প্রধান ওয়াহী লেখক কে ছিলেন?
ক) হযরত আবু বকর (রা.) খ) হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)
গ) হযরত যায়িদ বিন সাবিত (রা.) ঘ) হযরত উমর (রা.)
২. হযরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
ক) ইসলামের সংকটজনক মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদানের জন্য খ) মহানবী (সা.) তাঁকে এই উপাধি দেন
গ) মদীনাবাসীকে আর্থিক সাহায্য দিয়েছিলেন ঘ) আবু বকর (রা.) এর অন্তিম ইচ্ছা ছিল
৩. আবু বকর (রা.) কুরআন সংকলন করেনর) ইয়ামামার যুদ্ধে অনেক হাফিয নিহত হন রর) কুরআন অস্তিত্বের সংকট দেখা দেয়
ররর)মহানবী (সা.) বলেছিলেন
নিচের কোন্টি সঠিক
ক) র, ররর খ) র, রর, ররর গ) রর, ররর ঘ) র, রর
সৃজনশীল প্রশ্ন ঃ
হোসেন মিয়া রুপপুর গ্রামের কল্যাণে নিয়োজিত একজন একনিষ্ঠ প্রতিনিধি। জনগণের সুখ দুঃখ, দুর্দশা, দুঃসময়ে সর্বদা
এগিয়ে আসে মানুষটি। বিপদে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। রুপপুর গ্রামের সংকটজনক অবস্থায় তিনি এর হাল ধরেন।
তার নিরলস প্রচেষ্টায় পিছিয়ে-পড়া, কুসংস্কারছন্ন, সংঘাতপূর্ণ গ্রামটি শিক্ষা, সংস্কৃতি ও সমৃদ্ধির চরম শিখরে আরোহণ
করে।
ক) বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে? ১
খ) আবু বকর (রা.) কে সিদ্দিক উপাধি দেয়া হয় কেন ? ২
গ) “উদ্দীপকের হোসেন মিয়া যেমন গ্রামের সংকটজনক অবস্থার উত্তরণে তেমনি আবু বকর (রা.) মুসলিম জাহানের
সংগঠক হিসেবে কাজ করেন।” ব্যাখ্যা করুন। ৩
ঘ) হযরত আবু বকর (রা.) কে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয় ? উত্তরের স্বপক্ষে যুক্তি দিন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]