হযরত উমরের (রা.)-এর প্রাথমিক জীবন ও খিলাফত লাভ

মুখ্য শব্দ আদ্দিয়া বা আদিয়া গোত্র, আল ফারুক, ওয়াহী লেখক ও মক্কা বিজয়
হযরত উমর (রা.) ৫৮৩ খ্রি: কুরাইশ বংশের ‘আদ্দিয়া’ বা আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম
ছিল আবু হাফস। তাঁর পিতার নাম ছিল খাত্তাব ও মাতা হানতামা। হযরত উমর ছিলেন দীর্ঘকায় ও শক্তিশালী
ব্যক্তি। তিনি কুস্তিতে পারদর্শী ছিলেন। তৎকালীন কুরাইশ বংশে যে ১৭ জন শিক্ষিত ব্যক্তি ছিলেন তার মধ্যে তিনি ছিলেন
অন্যতম। ব্যবসা ছিলো তার প্রধান পেশা। তিনি প্রথম জীবনে ছিলেন ইসলামের ঘোর বিরোধী । একদিন আবু সুফিয়ানের
কুমন্ত্রণায় হাতে উদ্ধত তরবারী নিয়ে মহানবী (স.) কে হত্যা করার জন্য অগ্রসর হলেন। পথিমধ্যে তিনি তার ভগ্নি ফাতিমা
ও ভগ্নিপতি সায়িদ এর গৃহ হতে কুরআনের বাণী শুনে বিমোহিত হন। তার হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি তৎক্ষনাৎ
রাসূল (স.) এর নিকট ইসলাম গ্রহণ করলেন। তখন তার বয়স ছিল ৩৩ বছর। মহানবী (সা.) তাকে ‘আল ফারুক’ বা
সত্য মিথ্যার প্রভেদকারী উপাধি দেন। এটি ছিলো ইসলামের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
ইসলামের প্রতি খেদমত ঃ
ইসলাম গ্রহণের পর হযরত উমর (রা.) ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করেন। তিনি সবকটি যুদ্ধে বীরত্ব প্রদর্শন
করেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি ছিলেন বীর যোদ্ধা। তাবুক অভিযানের সময় তিনি তাঁর মোট সম্পত্তির অর্ধেক
যুদ্ধের ব্যয়ভার বহন করেন। তিনি হিজরতের পরে মহানবী (সা.) কে মসজিদে আযান প্রচলনের পরামর্শ দেন। তিনিই
সর্বপ্রথম প্রকাশ্যে সালাত আদায় করতে সকলকে উদ্বুদ্ধ করেন। মক্কা বিজয়ের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।
মহানবী (সা.) এর ওফাতের পর খলীফা আবু বকরের হাতে তিনিই সর্বপ্রথম বায়াত (আনুগত্যের শপথ) গ্রহণ করেন।
খিলাফত প্রাপ্তি ঃ
হযরত আবু বকর (রা.) যখন গুরুতর অসুস্থ তখন তিনি মুসলিম বিশ্বের জন্য একজন খলীফাকে মনোনয়নের জন্য ব্যস্ত
হয়ে উঠলেন। সকল গুণ ও শ্রেষ্ঠত্ব বিচারে তিনি হযরত উমর (রা.) কে পরবর্তী খলীফা হিসেবে মনোনীত করেন। এজন্য
তিনি বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করেন। তিনি হযরত উসমান (রা.), আব্দুর রহমান ইবনে আউফ (রা.), আনসার ও
মুহাজিরদের কাছে তার মনোভাব প্রকাশ করলেন। সকলেই তার অভিমতকে গ্রহণ করলো। আব্দুর রহমান বিন আউফ
(রা.) তাঁর কঠোরতার প্রতি খলীফার দৃষ্টি আকর্ষণ করলেন। খলীফা তাঁকে আশ্বস্ত করলেন এই বলে যে, তার উপর দায়িত্ব
বর্তালে তিনি কোমল হয়ে যাবেন। তারপর হযরত আবু বকর (রা.) হযরত উসমান (রা.) এর দ্বারা একটি মনোনয়পত্র
তৈরি করালেন। উপস্থিত জনতা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাল ও গ্রহণ করলেন।
সারসংক্ষেপ:
হযরত উমর (রা.) এর জীবন ছিল ঘটনাবহুল ও বৈচিত্র্যপূর্ণ। তাঁর খিলাফত লাভ মুসলিম বিশ্বের জন্য ছিল আশির্বাদ স্বরুপ।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. হযরত উমর (রা.) কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ৫৭০ সালে খ) ৪৮৩ সালে
গ) ৫৮০ সালে ঘ) ৮৩ সালে
২. হযরত উমর (রা.) কঠোর হওয়া সত্তে¡ও তাকে খলীফা নির্বাচনের পেছনে যুক্তি কী ছিল ?
ক) মহানবী (সা.) এর মনোনয়ন অনুযায়ী
খ) খিলাফতের দায়িত্ব পালন করার সময় তিনি কোমল হয়ে যাবেন বলে
গ) জনগণ তাকে ভয় পেত বলে ঘ) হযরত উমর (রা.) এর ইচ্ছা অনুযায়ী
৩. ইসলামের সেবায় উমর (রা.) এর অবদান হলর) নামাযের পূর্বে আযানের ব্যবস্থা করায় রর) প্রকাশ্যে নামায আদায়ের ব্যবস্থা করায়
ররর) তাবুক যুদ্ধে অর্ধেক সম্পত্তি দান করায়
নিচের কেনাটি সঠিক
ক) র, ররর খ) র, রর
গ) রর, ররর ঘ) র, রর, ররর
৪. একজন খলীফা ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। তিনি উদ্ধত তরবারি নিয়ে মহানবী (সা.) কে
হত্যা করতে অগ্রসর হয়েছিলেন। উদ্দীপকে কোন খলীফার কথা বলা হয়েছে?
ক) হযরত আবু বকর (রা.) খ) হযরত উমর (রা.)
গ) হযরত ওসমান (রা.) ঘ) হযরত আলী (রা.)
সৃজনশীল প্রশ্নঃ
তাশকিয়া শ্রেণিকক্ষে তার শিক্ষকের কাছ থেকে একজন সাহাবির কথা শুনলো, যিনি আল-ফারুক উপাধি পেয়েছিলেন।
তিনি মুসলিম সমাজের জন্য আযানের ব্যবস্থা করেন এবং প্রকাশ্যে নামায আদায়ের ব্যবস্থা করেন।
ক) ইসলামের ২য় খলীফা কে ছিলেন ? ১
খ) হযরত উমর (রা.) কে আল ফারুক বলা হয় কেন ? ২
গ) উদ্দীপকে যে সাহাবির কথা বলা হয়েছে ইসলামের খেদমতে তাঁর অবদান লিখুন। ৩
ঘ) উমর (রা.) এর খিলাফত লাভের ঘটনা বর্ণনা করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]