খলীফা উমর (রা.) এর চারিত্রিক গুণাবলী তাঁর কৃতিত্বসমূহ বিশ্লেষণ করতে পারবেন।

মুখ্য শব্দ জেরুজালেম, বায়তুল মাল, আরব অভিজাত্য, হিজরী সাল, যিম্মি, জিযিয়া কর,
আদমশুমারী ও মুসলিম মনীষী
খলীফা উমর (রা.) শাসনকাল ছিল ইসলামের ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবময় একটি অধ্যায়। তিনি ছিলেন
অনুপম চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তি। তার চারিত্রিক গুণাবলী কিংবদন্তী হয়ে আছে। অপর দিকে তিনি ছিলেন
শ্রেষ্ঠ রাষ্ট্রসংগঠক। তাঁর রাষ্ট্রসংস্করণ, প্রশাসনযন্ত্র ও জনকল্যাণমূলক কাজ পৃথিবীর ইতিহাসে তাকে ‘টসধৎ ঃযব এৎবধঃ’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
চারিত্রিক নৈপুণ্য ঃ
সহজ-সরল খলীফা
খলীফা উমর (রা.) ছিলেন তৎকালীন বিশ্বে অর্ধ-পৃথিবীর শাসক। তথাপি তিনি সরল ও অনাড়ম্বর জীবন যাপন করতেন।
সকল প্রকার ভোগ-বিলাস থেকে তিনি দূরে থাকতেন। সামান্য ভাতা তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন। তাঁর আহার
ছিল শুকনো রুটি ও খেজুর। তাঁর পরিধেয় একটি মাত্র জামা ছিল। তাতে ছিল অসংখ্য তালি। তিনি খেজুর পাতার
চাটাইয়ে বসে পৃথিবী শাসন করতেন। কথিত আছে, পারস্য যোদ্ধা হরমুজ বন্দী অবস্থায়, খলিফাকে মদীনা মসজিদের
মেঝেতে বসে শাসনকার্য পরিচালনা করতে দেখে আশ্চার্যান্বিত হন। অর্থাৎ অর্ধ-পৃথিবীর মালিক নিজেকে সকল প্রকার
ভোগ-লালসা ও আরাম-আয়েশ থেকে নিজেকে দূরে রাখতেন।
প্রজাদরদী শাসক
খলীফা উমর (রা.) ছিলেন প্রজাদরদী শাসক। তিনি নিজে রাতের অন্ধকারে ছদ্মবেশে মদীনার রাস্তায় ঘুরে মানুষের দুঃখ
দুর্দশা দেখতে যেতেন। নিজ কাধে খাদ্য দ্রব্য বয়ে নিয়ে দুঃখীদের ঘরে পৌছে দিতেন। জেরুজালেম যাওয়ার পথে নিজ
ভৃত্যকে একবার উঠের পৃষ্ঠে বসিয়ে নিজে লাগাম ধরে জেরুজালেম পৌঁছেন। রাতে অসহায় বেদুঈন স্ত্রীকে সাহায্যের জন্য
নিজ স্ত্রী কুলসুমকে ধাত্রী হিসেবে মহিলার নিকট প্রেরণ করেছিলেন।
ন্যায় বিচারক
হযরত উমর (রা.) ছিলেন ন্যায় বিচারক শাসক। তিনি আইনের স্বাধীনতা ও যথার্থতা নিশ্চিত করেন। যোগ্য ও জ্ঞানী
ব্যক্তিকে কাজী হিসেবে নিয়োগ করেন। মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে ৮০ টি বেত্রাঘাত করেন। খালিদকে তার
সম্পত্তির হিসাব প্রদান করতে নির্দেশ দেন। অমান্য করলে খলীফা তাকে পদচ্যুত করেন। খ্রিস্টান নাগরিক জাবালকে তার
ভৃত্যের সাথে নিষ্ঠুর আচরণের জন্য তাকে শাস্তি প্রদান করেন।
ইসলামের সেবক
খলীফা হযরত উমর (রা.) ছিলেন ইসলামের একজন একনিষ্ঠ সেবক। ইসলামের আদর্শকে তার শাসনে সমুন্নত রাখেন।
মহানবী (সা.) এর আদর্শকে তিনি পূর্ণরুপে অনুসরণ করেন।
মানবতা ও সাম্য ঃ তাঁর অন্যতম চারিত্রিক গুণ হল মানবতাবোধ ও সাম্য। তিনি সকল প্রজার অধিকার নিশ্চিত করেন।
সামাজিক বৈষম্য ও ভেদাভেদ দূর করেন।
মমত্ববোধ
প্রজার প্রতি মমত্ববোধ আর পক্ষপাতহীন আচরণ এবং সম্পদের প্রতি অনীহা তাঁর চরিত্রকে অদ্বিতীয় করে রেখেছে।
হযরত উমরের কৃতিত্ব
হযরত উমর (রা.) শুধুমাত্র একজন প্রজারঞ্জক শাসক ছিলেন না। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ নরপতি।
শ্রেষ্ঠ বিজেতা
খলীফা উমর (রা.) ছিলেন পৃথিবীর ইতিহাসে একজন শ্রেষ্ঠ বিজেতা। তিনি তৎকালীন বিশ্বে মহাপরাক্রমশালী
বাইজানটাইন ও পারস্য সাম্রাজ্য জয় করেন। তার সেনা বাহিনী মেসোপটেমিয়া, সিরিয়া, প্যালেস্টাইন এবং সমগ্র উত্তর
আফ্রিকা জয় করতে সক্ষম হয়েছিল। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর অধিপতি। এই প্রসংগে
শ্রেষ্ঠ নরপতি
তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ নরপতি। তাঁর প্রশাসন ছিলো অত্যন্ত যুগোপযোগী ও প্রজারঞ্জক। তাঁকে বলা হয়
অফসরহরংঃৎধঃরাব মবহরঁং (প্রশাসনিক প্রতিভা)। তিনি তাঁর প্রশাসনের ক্ষেত্রে মেধার সমাদর করেছিলেন। তিনি প্রশাসনের
বিকেন্দ্রীকরণ করেন। প্রশাসনে বিভিন্ন ধরনের সংস্কার করে প্রজাদের জন্য উপযোগী করেন।
সামরিক দক্ষতা
খলীফা নিজে একজন বীর যোদ্ধা ছিলেন। তাঁর অধীনে মুসলিম ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতিরা নতুন নতুন রাজ্য বিজয়
করেছিল। সেনাপতি খালিদ (রা.), আমর ইবন আল আস (রা.), আবু উবায়দা (রা.), সাদ বিন আবি ওয়াক্কাস (রা.)
ছিলেন প্রতিভাবান সমরনায়ক। তাঁর সময়ে সামরিক প্রশাসনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
গণতন্ত্রী শাসক
খলীফা উমর (রা.) ছিলেন একজন গণতান্ত্রিক শাসক। গণতন্ত্রকে সকল কিছুর উর্ধ্বে স্থান দিয়েছিলেন। তিনি মজলিসআল-শুরা প্রবর্তন করেন। পরামর্শ ছাড়া তিনি রাষ্টীয় কোন সিদ্ধান্ত নিতেন না।
আরব আভিজাত্যকে রক্ষা
হযরত উমর (রা.) অন্যতম কৃতিত্ব ছিল আরব আভিজাত্যকে রক্ষা। তিনি বিজিত অঞ্চলে কোন মুসলিমকে জমি ক্রয়
করতে ও বসবাস করতে নিষেধ করেন। তিনি খাঁটি আরব রক্তের ঐতিহ্যকে ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন।
অর্থনৈতিক সংস্কার
তিনি বায়তুল মালকে পুনর্গঠন করেন। এর অর্থ জনকল্যাণে ব্যয় করেন। ইসলামের আইন মোতাবেক ৬টি উৎস হতে
রাজস্ব সংগ্রহ করেন। এতে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার ভারসাম্য রক্ষিত হয়।
যিম্মিদের অধিকার
মুসলিম রাষ্ট্রে অমুসলিম যিম্মিদের অধিকার সংরক্ষণ করেন। তারা জিযিয়া করের মাধ্যমে রাষ্ট্রের কতিপয় সুযোগ সুবিধা ও
নিরাপত্তা ভোগ করত।
কৃষি সম্প্রসারণ ও হিজরী সাল প্রবর্তন
খলীফা উমর (রা.) শাসনকালে কৃষি ও বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। এর উন্নতির পথ সুগম হয়। তিনি সময় গণনার
সুবিধার্থে হিজরী সাল প্রবর্তন করেন।
আদমশুমারী ও ভাতা পদ্ধতি
হযরত উমর (রা.) ক্রমানুসারে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভাতা প্রদান করেন এবং এ লক্ষে আদমশুমারীর ব্যবস্থা করেন।
দাসপ্রথার উচ্ছেদ ও নারী অধিকার
দাসপ্রথার উচ্ছেদ ও যুদ্ধবন্দীদের মুক্তির পেছনে হযরত উমর (রা.) এর বলিষ্ঠ পদক্ষেপ ছিল। তিনি সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করেন।
ইসলামী শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ
খলীফা ইসলামের শিক্ষাকে ছড়িয়ে দিতে বিভিন্ন স্থানে দূত প্রেরণ করেন। তাঁর সময় বিখ্যাত ইসলামী শিক্ষার কেন্দ্র কুফা,
বসরা, ফুস্তাত নগরীর পত্তন ঘটে। পরবর্তীতে বিভিন্ন মুসলিম মনীষী এই সকল শহরে শিক্ষা লাভ করেন ও জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু করেন।
ইসলামের মহান খলীফা উমর (রা.) ছিলেন পৃথিবীর সকল মানুষ ও নরপতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব।
তার চারিত্রিক মাধুর্য, সহনশীলতা, সত্যবাদিতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা ইসলামের ইতিহাসে অদ্বিতীয় হয়ে আছে। তিনি
ছিলেন মুসলিম রাষ্ট্রনায়কদের মধ্যে শ্রেষ্ঠ। প্রকৃত পক্ষে তিনিই মূলত আধুনিক মুসলিম রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে গেছেন।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. কোন খলিফাকে ‘অফসরহরংঃৎধঃরাব এবহরঁং’ বলা হয় ?
ক) হযরত আবু বকর (রা.) খ) হযরত উমর (রা.)
গ) হযরত উসমান (রা.) ঘ) হযরত আলী (রা.)
২. খলীফা উমর (রা.) খালিদ বিন ওয়ালিদকে প্রধান পদ থেকে বরখাস্ত করেন-
ক) যুদ্ধে পরাজিত হয়েছিলেন বলে খ) সম্পত্তির হিসাব প্রদানে অপরাগ হয়েছিলেন
গ) শত্রæর প্ররোচনায় ঘ) নিজের কৃতিত্ব বজায় রাখতে
৩. হযরত উমর (রা.) এর শাসনকালের) গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় রর) সা¤্রাজ্যের বিস্তৃতি ঘটে
ররর) ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়
নিচের কোন্টি সঠিক
ক) র, রর খ) রর, ররর
গ) র, রর, ররর ঘ) র, ররর
সৃজনশীল প্রশ্নঃ
প্রজাদরদি
শ্রেষ্ঠ প্রশাসনিক সংস্কারক উমর (রা.) শ্রেষ্ঠ বিজেতা
ন্যায়বিচারক
ক) কোন খলীফা হিজরী সাল প্রবর্তন করেন ? ১
খ) উমর (রা.) কেমন জীবন যাপন করতেন ? ২
গ) উদ্দীপকে বর্ণিত খলিফাকে ন্যায় বিচারক হিসেবে মূল্যায়ণ করুন ? ৩
ঘ) “হযরত উমর (রা.) সকল নরপতির জন্য আদর্শ” উক্তিটি মূল্যায়ন করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]