মুখ্য শব্দ বিশ্বস্ত নেতা, ‘দিওয়ানে আলী’, তাসাউফ, আসাদুল্লা উপাধি, যুলফিকার।
হযরত আলী (রা.) খুলাফায়ে রাশিদীনের চতুর্থ খলীফা ছিলেন। বিপুল তারুণ্য নিয়ে তাঁর ইসলামে আগমন
আর সারাজীবনব্যাপী ইসলামের জন্য অপরিসীম ত্যাগ-তিতীক্ষা, বীরত্ব, সাহসিকতা ও আত্মোৎসর্গের মাধ্যমে
ইসলামের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।
আলী (রা.)-এর চরিত্র
আলী (রা.) রক্তিম বর্ণ বিশিষ্ট, নাতিদীর্ঘ, অতীব শক্তিশালী, দীর্ঘ শ্মশ্রæ ও কোমল কপোতাভ চক্ষুবিশিষ্ট অমায়িক এবং
দয়ার দৃষ্টিসম্পন্ন বলে বর্ণিত হয়েছেন। সরল ও একনিষ্ঠ মুসলিম হযরত আলী (রা.) ছিলেন সরলতা ও আত্মত্যাগের মূর্ত-
প্রতীক। মুসলিম জগতের খলীফা হয়েও স্বহস্তে কাজ করতে তিনি গর্ববোধ করতেন। তিনি জীর্ণকুটিরে বাস করতেন এবং
মোটা কাপড় পরিধান করতেন। দ্বিতীয় খলীফা উমর (রা.) এর আমলে প্রবর্তিত অধিকাংশ জনহিতকর কার্য তাঁর পরামর্শেই
সম্পাদিত হয়েছিল। তিনি শান্ত ও পরোপাকারী ছিলেন। ইসলামের সেবায় তিনি জীবন উৎসর্গ করেছেন। হযরত আলী
(রা.) প্রত্যহ পাঁচবার মসজিদে সালাত পড়তে যেতেন এবং মুসলিম ও অমুসলিমগণের অভিযোগ শ্রবণ করতেন।
তরুণদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন।
বিশ্বস্ততা ও সততা
তিনি ছিলেন জাতির বিশ্বস্ত নেতা। তিনি সততা ও নিষ্ঠা সহকারে বায়তুল মালের সংরক্ষণ করতেন। নিজের ন্যায্য পাওনার
অতিরিক্ত কোন অর্থ বা খাদ্য বায়তুল মাল থেকে নেয়া হারাম বলে মনে করতেন।
জ্ঞানী
হযরত আলী (রা.) শৈশবকাল থেকেই মহানবী (সা.) এর তত্ত¡াবধান সংসর্গ লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। তাঁর কাছ
থেকে তিনি যাবতীয় প্রশিক্ষণ লাভ করেন। যৌবনে হযরত (সা.) এর জামাতা হবার গৌরব অর্জন করেন। তাঁর মধ্যে জ্ঞান
আহরণ এবং বহুমুখী জ্ঞানের পূর্ণতা লাভের সহজাত যোগ্যতা ও আগ্রহ ছিল। এ কারণে নবীর প্রত্যক্ষ প্রেরণা লাভ
করেছিলেন। কুরআন মাজীদ, তাফসীর, হাদিস, ফিকাহ, অন্যান্য ধর্মীয় বিষয়াদির জ্ঞানে তিনি ছিলেন দক্ষ। তাঁর জ্ঞান ও
ঐশ্বর্যের ব্যাপারে সকলেই একমত ছিল। তাছাড়া রাসূলুল্লাহ (সা.) এর বাণী “আমি জ্ঞানের নগরী, আর আলী তার ফটক”
এরই প্রমাণ দেয়।
হযরত আলী (রা.) এর কৃতিত্ব ঃ
প্রশাসনিক সংস্কার
হযরত উসমান (রা.) (রা.) শাসনের শেষের দিকে প্রশাসনে উমাইয়াদের যে প্রাধান্য সৃষ্টি হয়েছিল হযরত আলী (রা.)
পুনরায় তা ঢেলে সাজান এবং প্রশাসনিক সংস্কার করেন। হযরত উসমান (রা.) এর যুগে অসাধু আমলাদের কারণে
প্রশাসনে যেসব দূর্নীতি ঢুকে পড়েছিল সেগুলো দূর করে তিনি হযরত উমর (রা.) এর যুগের আইন-শৃঙ্খলা ব্যবস্থা বহাল
রেখেছিলেন এবং তাতে কোন প্রকার পরিবর্তন পরিবর্ধন করেননি। নাযরানের ইহুদিদেরকে উমর (রা.) হিজায থেকে
বহিষ্কার করে দিয়েছিলেন। তারা পুনরায় হিজাযে আগমনের দরখাস্ত করলে তিনি তা অস্বীকার করেন।
বায়তুল মালের সংরক্ষণ ঃ বায়তুল মালের যথাযথ সংরক্ষণে তিনি সতর্ক ছিলেন। নিজের এবং নিজ পরিবারবর্গ ও
নিকটাত্মীয়দের কাজে সরকারী কোষাগারের সাধারণ কোন জিনিসও তিনি ব্যয় হতে দিতেন না। মহানবী (সা.) এর ভৃত্য
আবু রাফেকে তিনি বায়তুল মালের তত্ত¡াবধায়ক নিয়োজিত করেছিলেন।
বাজারদর পরিদর্শন ঃ পণ্যসামগ্রীর বাজার দর তিনি মাঝে মাঝে পরীক্ষা করে দেখতেন। যেন তা সাধারণ মানুষের ক্রয়
ক্ষমতার বাইরে চলে না যায়। দোকানদারদেরকে সঠিক মাপ ও ক্রেতার সাথে ভাল ব্যবহারের পরামর্শ দিতেন।
পাÐিত্য
হযরত আলী (রা.) অসাধারণ স্মৃতিশক্তি এবং পাÐিত্যের অধিকারী ছিলেন। তিনি কবি, সাহিত্যিক, বৈয়াকরণ ও
ন্যায়শাস্ত্রবিদ ছিলেন। তাঁর লিখিত ‘দিওয়ানে আলী’ আজও আরবি সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর বক্তৃতা ও
অভিভাষণ আরবি ভাষার গৌরবের বস্তু।
উত্তরাধিকার আইন
উত্তরাধিকার আইনের ব্যাপারে তিনি ছিলেন মদীনার অন্যতম বড় পÐিত। বিভিন্ন ধরণের মামলা মুকাদ্দমাতে তাঁর প্রদত্ত
রায়সমূহ বিভিন্ন গ্রন্থে সংরক্ষিত আছে। তাসাউফ তথা আত্মশুদ্ধির বিশেষ প্রশিক্ষণ পদ্ধতির মূল উৎস হিসেবে তাঁর
বক্তব্যকেই গণ্য করা হয়।
আরবি ব্যাকরণ শাস্ত্রের প্রবর্তক
আরবি ব্যাকরণের ভিত্তি হযরত আলী (রা.)-ই স্থাপন করেছিলেন। তিনি নিজের সাথীদের মধ্য থেকে আবুল আসওয়াদ
আদ- দুয়াইলী নামক জনৈক ব্যক্তিকে এ কাজে নিয়োগ করেছিলেন।
বীরত্বের মূর্ত প্রতীক
হযরত আলী (রা.) ছিলেন বীরত্ব ও সাহসিকতার মূর্ত-প্রতীক। তিনি তাঁর অসাধারণ শৌর্য ও সাহসিকতা নিয়ে ইসলামের
খিদমতে নিয়োজিত ছিলেন। মহানবী (সা.) জীবদ্দশায় যত যুদ্ধ সংঘটিত হয় তিনি প্রায় সব কটিতেই অংশগ্রহণ করে
অসীম বীরত্বের পরিচয় দেন। বদর যুদ্ধে তিনি ছিলেন মুসলিমদের পতাকা বহনকারী। উহুদ, খন্দক, মক্কা বিজয়, হুনায়ন,
খায়বর প্রভৃতি যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন।
আসাদুল্লা উপাধি লাভ
তাঁর সামরিক কৃতিত্বের মধ্যে খায়বরের বিখ্যাত কামুস দুর্গ দখল সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাঁর অসাধারণ বীরত্বের নির্দেশন
স্বরুপ তাঁকে মহানবী (সা.) ‘আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ’ উপাধিতে ভূষিত করেন।
যুলফিকার লাভ
মহানবী (সা.) যুলফিকার নামক তরবারী তাকে উপহার দান করে বলেন- ‘যুলফিকার’ সমতুল্য কোন তরবারী নেই এবং
আলীর সাথে কোন বীর যোদ্ধার তুলনা করা যায় না।
সারসংক্ষেপ:
ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী (রা.) এর শাসনকাল ছিল নানা সংকট ও সমস্যায় পূর্ণ। তা সত্তে¡ও তিনি তার
মেধা, চারিত্রিক দৃঢ়তার প্রমাণ রেখে গেছেন। তিনি প্রশাসনিক দিক থেকে যথেষ্ট সফলতার স্বাক্ষর রাখেন। ইসলামের
ইতিহাসে তিনি তাঁর সাহসিকতা ও বীরত্বের জন্য অমর হয়ে আছেন। অনুকূল পরিবেশে তিনি অসাধারণ কৃতিত্ব অর্জন
করতে পারতেন এতে কোন সন্দেহ নেই। এক কথায় খলীফা হিসেবে কিয়ৎ পরিমাণ ব্যর্থ হলেও মানুষ হিসেবে তিনি
পূর্ণ সফলতা অর্জন করেছিলেন।
পাঠোত্তর মূল্যায়ন-৬.১৭
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. “আসাদুল্লাহ” শব্দের অর্থ কী?
ক) আল্লাহর সিংহ খ) আল্লাহর বন্ধু
খ) আল্লাহর তরবারি ঘ) আল্লাহর সিপাহী
২. হযরত আলী (রা.) প্রশাসনে সংস্কার সাধন করেন কেন ?
ক) উমাইয়াদের দমন করতে খ) নিজের কর্তৃত্ব বৃদ্ধি করতে
গ) উমাইয়াগণ কর্তৃক সৃষ্ট দুর্নীতি দূর করতে ঘ) কোনটিই নয়
৩. হযরত আলী (রা.) খলীফা হিসেবে যেসকল কাজ করতেন -
র) বাজারদর পরিদর্শন করতেন রর) স্কুল কলেজ নির্মাণ করতেন
ররর) বায়তুল মাল যথাযথ সংরক্ষণ করতেন
নিচের কোন্টি সঠিক
ক) র খ) র, রর
গ) র, ররর ঘ) র, রর, ররর
সৃজনশীল প্রশ্ন-১
ইসলামের ইতিহাসের শিক্ষক আবু ইসহাক বললেন ‘ী’ খলীফা ছিলেন ইসলামে শ্রেষ্ঠ বীর। তিনি স্বভাবগত ভাবে অত্যন্ত
শান্ত প্রকৃতির লোক ছিলেন। তাঁর শাসনকাল বিভিন্ন যুদ্ধের জন্য বিতর্কিত হলেও ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সফল
সেনানায়ক। তাঁর মৃত্যুর সাথেই ইসলামী সাধারণতন্ত্রের পরিসমাপ্তি ঘটে।
ক) ইসলামের চতুর্থ খলীফার নাম কী? ১
খ) “হযরত আলী (রা.) ছিলেন শ্রেষ্ঠ পÐিত” কথাটি ব্যাখ্যা করুন। ২
গ) উদ্দীপকে উল্লিখিত খলীফার বীরত্ব তুলে ধরুন। ৩
ঘ) প্রশাসক ও ব্যক্তি হিসেবে হযরত আলী (রা.) এর কৃতিত্ব মূল্যায়ন করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র