মুখ্য শব্দ প্রজাবৎসল, জিন্দিক সম্প্রদায়, মুবাইয়া (শ্বেতবসন পরিহিত), আল-হাদী, মুকান্না,
মুহাম্মির ও ইদ্রিসীয় বংশ
আল-মাহদী-(৭৭৫-৭৮৫) খ্রি:
খলীফা আবু জাফর আল-মানসুরের পুত্র ছিলেন মুহাম্মদ। তিনি ৭৭৫ খ্রি: আল-মাহদী উপাধি নিয়ে বাগদাদের
আব্বাসীয় সিংহাসনে আরোহণ করেন।
শাসননীতি
শাসনপ্রণালীর ক্ষেত্রে আল-মাহদী ছিলেন তাঁর পিতার বিপরীত। তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন। অযথা রক্তপাত ও
কঠোরতা পরিহার করে তিনি উদার ও সহনশীলতার নীতি গ্রহণ করেন। তিনি প্রজাবৎসল ও দয়ালু ছিলেন। তিনি
অন্যায়ভাবে অবরুদ্ধ ব্যক্তিদের মুক্তি দেন এবং হজ্ব পালনের জন্য ৭৭৬-৭৭ খ্রি: মক্কা ও মদীনাবাসীর মাঝে ৩ কোটি
দিরহাম দান করেন।
বিদ্রোহ দমন :
ক) খোরসানে বিদ্রোহ : আল-মাহদীর সময়ে খোরাসানে এ বিদ্রোহ সৃষ্টি হয়। এর নেতৃত্ব দেন ইউসুফ ও তাঁর প্রধানমন্ত্রী
ইয়াকুব ইবনে দাউদ। আল-মাহদী তাদের বন্দী করে কারাগারে পাঠান। ফলে খোরাসানের বিদ্রোহ দমন সম্ভবপর
হয়েছিল।
খ) মুকান্নার আবির্ভাব : তাঁর রাজত্বকালে মুকান্না নামে এক ভÐনবীর আবির্ভাব ঘটে। সে সর্বদা মুখোশ পরিধান করতো।
তাই তাকে বলা হতো মুকান্না। সে নিজেকে নবী হিসেবে দাবি করেন। তার অনুচরবর্গ সাদা পোষাক পরিধান করতো।
তাই তাদেরকে মুবাইয়া (শ্বেতবসন পরিহিত) বলা হতো। খলীফা মুকান্নার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
গ) যিন্দিক সম্প্রদায় : এই সময় কাস্পিয়ান সাগরের পূর্বদিকে জুরজান নামক স্থানে মুহাম্মির বা লাল পোশাক পরিহিত
ধর্মদ্রোহী জিন্দিক সম্প্রদায়ের আবির্ভাব হয়। খলীফা এ সম্প্রদায়কে কঠোর হস্তে প্রতিহত করেন।
গ্রীকদের বিরুদ্ধে অভিযান
৭৭৮ খ্রি: গ্রীক সৈন্যরা আব্বাসীয় সা¤্রাজ্যের সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং সেখানে ব্যাপক লুটতরাজ ও
বিশৃঙ্খলা সৃষ্টি করে। খলীফা তাঁর পুত্র হারুনকে সৈন্যসহ সেখানে এক অভিযান প্রেরণ করেন। গ্রীক সৈন্যরা পরাজিত হয়
এবং স¤্রাজ্ঞী আইরিন বার্ষিক কর দিতে প্রতিশ্রæতিবদ্ধ হন।
উত্তরাধিকারী মনোনয়ন ও মৃত্যু
আল-মাহদী ১০ বছর শাসন করেন। এই সময় আব্বাসীয় সা¤্রাজ্য সুসংহত ও সমৃদ্ধি অর্জন করে। আল-মাহদী ৭৮৫ খ্রি:
মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তাঁর দুই পুত্র মুসা ও হারুনকে পর পর উত্তরাধিকারী মনোনীত করে যান।
আল-হাদী- (৭৮৫-৮০৯) খ্রি:
ক্ষমতায় আরোহণ : পিতা আল-মাহদীর মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ্য পুত্র মুসা ‘আল-হাদী’ (পথ প্রদর্শক) উপাধি নিয়ে ৭৮৫
খ্রি: বাগদাদের সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি তাঁর পিতার মনোনয়নকে অস্বীকার করেন এবং
পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তাঁর ভ্রাতা হারুনের পরিবর্তে নিজ পুত্র জাফরকে মনোনীত করেন। এই সময় হারুনের
কতিপয় সমর্থক ও প্রধান উপদেষ্টা খালিদ বিন বার্মাককে তাঁর অনুচরসহ বন্দী করেন। রাজপ্রাসাদ অনিরাপদ হয়ে পড়লে
হারুন রাজপ্রাসাদ ত্যাগ করেন ও অন্যত্র আশ্রয় নেন। আল-হাদীর স্বল্পকালীন রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইরাক
ও খোরাসানে খারিজী বিদ্রোহ ও যিন্দিকীয় বিদ্রোহ। তিনি এই বিদ্রোহ দমন করতে সক্ষম হন। তাঁর শাসনামলের অপর
আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মরক্কোতে ইদ্রিসীয় বংশ প্রতিষ্ঠা।
চরিত্র : ৭৮৬ খ্রি: বাগদাদের নিকটবর্তী ঈসাবাদ নামক জায়গায় নৌবিহারকালে আল-হাদী অসুস্থ হয়ে পড়েন এবং
সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুশয্যায় তিনি তাঁর মাতার কাছে তাঁর অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পিতার
ইচ্ছানুসারে তাঁর ভ্রাতা হারুনকে পরবর্তী খলীফা হিসেবে মনোনীত করেন।
সারসংক্ষেপ:
খলীফা আল-মাহদী ও আল হাদী অতি অল্প সময় আব্বাসীয় খিলাফত পরিচালনা করেন। তাঁরা মূলত আবু জাফর আলমানসুরের শাসনকাঠামো অনুসরণ করেছেন। তাঁদের রাজত্বকাল আব্বাসীয় খিলাফতের একটি অনুজ্জল অধ্যায় হলেও
তাদের পরবর্তী খলীফা হারুন এর রাজত্বকাল ছিল গৌরবোজ্জ্বল এক অধ্যায়। এই সময়ের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে
মরক্কোতে ইদ্রিসীয় বংশ প্রতিষ্ঠা, ভÐনবী মুকান্নার আবির্ভাব, যিন্দিক সম্প্রদায়ের উদ্ভব ও গ্রীক-আব্বাসীয় পারস্পরিক
সম্পর্ক।
পাঠোত্তর মূল্যায়ন-৮.৫
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. কোন শাসকের সময়ে মরক্কোর ইদ্রিসীয় বংশ প্রতিষ্ঠিত হয়?
ক) আল-মাহদী খ) আল-হাদী গ) আল-মনসুর ঘ) হারুন-অর-রশিদ
২. আল-মাহদী কেমন প্রকৃতির ছিলেন?
ক) কঠোর প্রকৃতির খ) ভীরু প্রকৃতির গ) দয়ালু ও প্রজাবৎসল ঘ) উগ্র প্রকৃতির
৩. মাহদী ও হাদীর সময়ে উল্লেখযোগ্য ঘটনা-
র)মুকান্নার আবির্ভাব রর) ইদ্রিসীয় বংশ প্রতিষ্ঠা ররর)যিন্দিক সম্প্রদায়ের উদ্ভব
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র,রর ঘ) র, রর, ররর
৪. ‘ক’ শাসকের সময়ে স¤্রাজ্ঞী আইরিন কর প্রদানে বাধ্য হন। ‘ক’ নিচের কোনটি নির্দেশ করে।
ক) আল-মাহদী খ) আল-হাদী গ) আল-মনসুর ঘ) কোনটিই নয়
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন:
রফিক তাঁর ইসলামের ইতিহাস বইতে আব্বাসীয় খিলাফতের ইতিহাস পড়ছিল। আব্বাসীয় ৩৭ জন শাসকের মধ্যে আলমানসুরের মৃত্যুর পর দুজন শাসক পর পর শাসন ক্ষমতায় আরোহণ করে এবং স্বল্প সময় শাসন করে।
ক) আল-মাহদী কার উপাধি? ১
খ) আল-মাহদীর সময়ে মুকান্নার কর্মকাÐের বর্ণনা দিন। ২
গ) উদ্দীপকে যে দুজন শাসকের কথা বলা হয়েছে তাদের পরিচয় লিখুন। ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত শাসকদ্বয়ের কৃতিত্ব পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র