কোন মুসলিম সেনাপতি স্পেন বিজয় করেন?

মুখ্য শব্দ এ্যালান, ভ্যান্ডাল, সুয়েভী, ভিজিগথ্, রাজা রিকার্ড, ক্যাথলিক ধর্ম, রডারিক,
উইতিজা, আচিলা, কাউন্ট জুলিয়ান, মুসা বিন নুসাইর ও ফ্লোরিন্ডা
ভূমিকা : স্পেন ইউরোপ মহাদেশের একটি দেশ। মুসলিমদের আগমনের আগে ভিজিগথ্রা প্রায় তিনশত
বৎসর (৪০৯-৭১১) স্পেন শাসন করে। এসময় স্পেনের অবস্থা পূর্ববর্তী রোমানদের থেকে আরও খারাপ
হয়ে যায়। ভিজিগথ্ শাসনামলে স্পেনের বিভিন্ন সামাজিক শ্রেণীর মধ্যে চরম বিভাজন তৈরী হয়, অর্থনৈতিক
ক্ষেত্রে স্পেন দৈন্যদশায় পতিত হয়, ধর্মীয় ক্ষেত্রে চরম অসহিষ্ণুতা বিরাজ করে এবং রাজনৈতিক অঙ্গণে অস্থিরতা ও
অস্থিতিশীলতার সৃষ্টি হয়।
সামাজিক অবস্থা: স্পেনে মুসলিমদের আগমনের পূর্বে সেখানকার সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল। প্রাক-মুসলিম
স্পেনীয় সমাজকে প্রধানত দুই ভাগে ভাগে করা যায়। শাসক শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণী ও শাসিত শ্রেণী বা প্রজা শ্রেণী।
রাজা, ধর্মযাজক এবং অভিজাতদের নিয়ে উচ্চবিত্ত শাসক শ্রেণী গড়ে উঠেছিল। শাসিত শ্রেণী আবার দু’ভাগে বিভক্ত:
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী। বর্গাদারগণ মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে ছিল ভূমিদাস ও ক্রীতদাস।
এছাড়া শিক্ষিত ইহুদী স¤প্রদায়ের লোকেরা শাসিত বা প্রজা শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল।
উচ্চবিত্ত বা শাসক শ্রেণী : স্পেনের উচ্চবিত্ত বা শাসক শ্রেণী সুবিধাভোগী শ্রেণী হিসেবে পরিচিত ছিল। রাজা, র্ধমযাজক
এবং অভিজাতদের নিয়ে গঠিত এই শ্রেণী সব ধরনের করের ভার হতে সম্পূর্ণ মুক্ত ছিল। তারা প্রজা সাধারণের উপর
নানারকম অত্যাচার ও নির্যাতন চালাত। রাজা ও ধর্মযাজকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছিল। তবে ধর্মযাজকদের
জনগণের সাথে সরাসরি যোগাযোগ এবং তাদের উপর ব্যাপক প্রভাব থাকায় রাজার উপর ধর্মযাজকদের প্রাধান্য ছিল।
যুবরাজ ও সামন্তপ্রভূদের সমন্বয়ে স্পেনের অভিজাত শ্রেণী গড়ে ওঠে। তারা বিলাসী জীবন-যাপন করত। তারা মদ, জুয়া,
ঘোড়দৌড় ও ভোজনের মধ্য দিয়ে জীবন পরিচালনা করত। তারা বসবাস করত সুরম্য রাজপ্রাসাদে। প্রজাদের কল্যাণে
তাদের কোন মনোযোগ ছিলনা। এক কথায় তারা অসীম ক্ষমতা ও সম্পদ উপভোগ করত।
নি¤œবিত্ত শ্রেণী : স্পেনের নি¤œবিত্ত শ্রেণীটি ছিল ভূমিদাস ও ক্রীতদাসদের নিয়ে। ভূমিদাসরা ছিল চাষী। তাদের দায়িত্ব ছিল
কৃষিকাজের জন্য শ্রমিক ও সেনাবাহিনীর জন্য সৈন্য সরবরাহ করা। তারা ছিল ভূমির অবিচ্ছেদ্য অংশ। জমি বিক্রয় করা
মানে হল জমির সাথে সংশ্লিষ্ট ভূমিদাসদেরও বিক্রয় করা। সামান্য ভুল-ত্রæটির জন্য তাদের উপর দৈহিক নির্যাতন চালানো
হত। ক্রীতদাসদের অবস্থা ছিল আরও খারাপ। স্পেনীয় সমাজে ক্রীতদাস প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। বাজারে
ক্রীতদাস ক্রয়-বিক্রয় হত। তারা কৃষক, মেষপালক, জেলে অথবা সাধারণ কর্মচারি হিসেবে কাজ করত। ভিজিগথ্
শাসনামলে ভূমিদাস ও ক্রীতদাসদের মানবীয় অধিকার সম্পূর্ণভাবে ক্ষুণœ করা হয়। প্রতিবেশি দুই জমিদারের দাসদের
মধ্যে বিবাহ হলে তাদের সন্তান-সন্তুতি উভয় জমিদার ভাগ-ভাটোয়ারা করে নিত। সমাজের উচ্চবিত্তদের অত্যাচার হতে
বাঁচার জন্য তারাও মধ্যবিত্তের ন্যায় বনে-জঙ্গলে আত্মগোপন করে দস্যুতা ও লুটতরাজ শুরু করে।
অর্থনৈতিক অবস্থা : মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তখন স্পেনে যথেষ্ট
প্রাকৃতিক সম্পদ ছিল। কিন্তু এই সম্পদের অসম বন্টন এবং ইচ্ছামত অর্থের অপচয়ের কারণে স্পেনের অর্থনৈতিক
মেরুদÐ ভেঙ্গে গিয়েছিল। উচ্চবিত্ত শ্রেণীকে কোন প্রকার কর প্রদান করতে হতনা। উচ্চবিত্ত শ্রেণীর জাঁকজমক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিত মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণীর উপর অতিরিক্ত কর আরোপের ফলে তাদের
ভূমির সাথে সংযুক্ত প্রজা সাধারণকেও করের বোঝা বহন করতে হয়। বৈষম্যমূলক ও অতিরিক্ত কর আরোপের কারণে
শিল্পকারখানা এবং ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষের উপর নেমে আসে আর্র্থিক বির্পযয়।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও রাজপথে দস্যুতা-রাহাজানির কারণে ব্যবসা-বাণিজ্যেও অচলাবস্থা বিরাজ করছিল।
ধর্মীয় অবস্থা : স্পেনে সে সময় খ্রিস্টান ও ইহুদী -এই দুইটি র্ধম চালু ছিল। খ্রিস্টানরা রাষ্টীয় ক্ষমতায় থাকার কারণে
ইহুদীরা ছিল নির্যাতিত। বিশেষ করে ৫৮৭ খ্রিষ্টব্দে রাজা রিকার্ড ক্ষমতায় এসে ক্যাথলিক ধর্মকে রাষ্টীয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠা
করেন এবং ইহুদীদের উপর অমানুষিক অত্যাচার চালান। তাদের জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়। খ্রিস্টান
ধর্মে ধর্মান্তরিত না হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তাদেরকে নির্বাসনে পাঠানো হয়। তাদের ব্যবসা-বাণিজ্য,
বিবাহ, ধর্মীয় ও অন্যান্য অনুষ্ঠানাদি নিষিদ্ধ হয়। এমনকি তাদেরকে তাদের পুত্র-কন্যাসহ ক্রীতদাসরূপে বিক্রয় করা হয়।
ফলে ইহুদীরা বাঁচার জন্য আশপাশের মুসলিম দেশে আশ্রয় গ্রহণ করতে থাকে।
রাজনৈতিক অবস্থা : সে সময়ে স্পেনে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। সর্বশেষ ভিজিগথ্ শাসক রডারিক পূর্ববর্তী
শাসক উইতিজাকে হত্যা করে ক্ষমতায় আসেন এবং স্বৈরাচারী শাসন শুরু করেন। ফলে সেনাবাহিনীর মধ্যে অসন্তুষ্টি দেখা
দেয়। অভিজাত সম্প্রদায়ের মধ্যে সিংহাসন অধিকার নিয়ে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। কেন্দ্রিয় শাসনের দুর্বলতার কারণে
প্রাদেশিক ও আঞ্চলিক শাসনকর্তা ও বিদ্রোহী নেতাগণ তাদের স্ব স্ব এলাকায় স্বাধীনতা লাভের সুযোগ খুঁজতে থাকে। এ
অবস্থায় মুসলিমগণ স্পেনে অভিযান প্রেরণ করে সহজেই বিজয় লাভ করতে সক্ষম হয়।
সারসংক্ষেপ:
মুসলিম বিজয়ের পূর্বে ভিজিগথ্রা প্রায় তিনশত বৎসর (৪০৯-৭১১) স্পেন শাসন করে। এ সময় স্পেনের সামাজিক,
অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গণে অস্থিরতা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়। প্রাক-মুসলিম স্পেনীয় সমাজে শাসক ও
শাসিত শ্রেণীর মধ্যে বিরাট ব্যবধান ছিল। মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।
ভিজিগথ্রা ক্যাথলিক ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করে এবং ইহুদীদের উপর অমানুষিক অত্যাচার চালায়। ভিজিগথ্
শাসক রডারিক পূর্ববর্তী শাসক উইতিজাকে হত্যা করে ক্ষমতায় আসেন এবং স্বৈরাচারী শাসন শুরু করেন।
পাঠোত্তর মূল্যায়ন-৯.২
বহু নির্বাচনী প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. মুসলিম বিজয়ের সময় স্পেনের শাসন ক্ষমতায় কারা ছিল?
(ক) এ্যালান (খ) ভ্যান্ডাল (গ) সুয়েভী (ঘ) ভিজিগথ্
২. উইতিজার জামাতা কাউন্ট জুলিয়ান কোন্ এলাকার গভর্নর ছিলেন?
(ক) সেভিল (খ) কর্ডোভা (গ) টলেডো (ঘ) সিউটা
৩. সর্বশেষ ভিজিগথ্ শাসক কে?
(ক) উইতিজা (খ) আচিলা (গ) কাউন্ট জুলিয়ান (ঘ) রডারিক
সৃজনশীল প্রশ্ন:
শরিফা তার পিতার নিকট মগদ নামক একটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা জানতে চাইলে
তিনি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সেই রাষ্ট্রের এসব দিক সম্পর্কে নানা অসঙ্গতি তুলে ধরেন।
ক. কোন মুসলিম সেনাপতি স্পেন বিজয় করেন? ১
খ. মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করুন। ২
গ. উদ্দীপকে উল্লিখিত মগদ রাষ্ট্রের সামাজিক অবস্থার সাথে স্পেনের তুলনা করুন। ৩
ঘ. রাজা রডারিকের শাসনামলে স্পেনের অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা তুলে ধরুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]