দ্বিতীয় আব্দুর রহমানের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও বৈদেশিক সম্পর্কের বর্ণনা দিতে পারবে

মুখ্য শব্দ আল-আওসাত, ধর্মান্ধ আন্দোলন, মোযারব, ইয়াহিয়া বিন ইয়াহিয়া, যিরীয়াব,
নসর ও তারুব
৮২২ সালে পিতা হাকামের (৭৯৬-৮২২) মৃত্যুর পর তাঁর পুত্র দ্বিতীয় আব্দুর রহমান (৮২২-৫২) পিতৃ-
সিংহাসন লাভ করেন। স্পেনের স্বাধীন উমাইয়া আমীরাতে আব্দুর রহমান নামে তিনজন বিখ্যাত শাসকের
মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সেজন্য তাঁকে ‘আল-আওসাত’ বা মধ্যবর্তী বলা হয়।
আবদুল্লাহ্র বিদ্রোহ : দ্বিতীয় আব্দুর রহমান ক্ষমতা গ্রহণ করার পর বয়ো:বৃদ্ধ আবদুল্লাহ্ (প্রথম হিশামের ভাই) তাঞ্জিয়ার
হতে সৈন্য সংগ্রহ করে স্পেনে আগমন করেন এবং বিদ্রোহ করে পরাজিত ও বন্দী হন। তাঁর পুত্রদ্বয় আসবাগ ও কাশিম
বিদ্রোহী পিতাকে সাহায্য করেননি। পুত্রদ্বয়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হলে তাঁকে ক্ষমা করে দেয়া হয় এবং তাঁকে
র্মুসিয়ার গভর্নর নিয়োগ করা হয়। দু’বৎসর পর সেখানে তাঁর মৃত্যু হয়।
তুদ্মির ও মেরিদায় বিদ্রোহ : তাঁর সময় তুদ্মিরে হিমারীয় ও মুদারীয়দের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। মুদারীয়রা ছিল বেশি
অশান্ত। মুদারীয় নেতা আবুল শামাখ মুহম্মদ বিন ইব্রাহিমকে রাজকীয় সেনাবাহিনীতে ভর্তি করা হয় এবং তুদমির-এর
রাজধানী লোরকা থেকে মুর্সিয়াতে স্থানান্তর করা হয়। এতে সংঘর্ষের অবসান হয়। মেরিদায় আব্দুল জব্বার ও সুলাইমান
বিন মার্তিনের নেতৃত্বে খ্রিস্টান ও ইহুদিরা বিদ্রোহ করে। আমীর তাদের বিদ্রোহ দমন করে শান্তি প্রতিষ্ঠা করেন।
টলেডোতে বিদ্রোহ : টলেডোতে হাশিম নামের এক কর্মকার নও-মুসলিমের নেতৃত্বে খ্রিস্টান, নও-মুসলিম ও ইহুদিরা
বিদ্রোহ করে। ৮২৯ সালে কর্ডোভা থেকে হাশিম পরিবার টলেডোতে আগমন করে এবং লুটতরাজ, আরব-বার্বারদের গৃহ
ধ্বংস, দুর্গ ধ্বংস এবং প্রহরীদের হত্যা করে। ৮৩১ সালে তাঁর বিরুদ্ধে সীমান্তের গভর্নর মুহম্মদ বিন ওয়াসিমকে পাঠিয়ে
তাকে পরাজিত ও হত্যা করা হয়।
খ্রিস্টান শাসকদের সাথে সংঘাত : এ সময় লিওনের প্রধান দ্বিতীয় আলফান্সো মুসলিম সীমান্তে তৎপরতা চালায় এবং
উত্তরের অন্যান্য দলপতিরা তাকে অনুসরণ করে। আমীর ৮২৫ সালে আব্দুল করিম বিন মুগিস ও উবায়দুল্লাহ্কে পাঠিয়ে
তাদের পরাজিত করেন এবং চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করা হয়। এ চুক্তি দশ বছর পর্যন্ত বলবৎ থাকে। পরবর্তীতে
আস্তুরিয়া, গ্যালেসিয়া, আলভা ও ক্যাস্টিলে বিদ্রোহ দেখা দেয় এবং বিদ্রোহীরা পাম্পলোনা ও বার্সিলোনা দখল করে নেয়।
পরে আমীর সেনাবাহিনী পাঠিয়ে পাম্পলোনা, বার্সিলোনা, গ্যালিসিয়া, মদীনাতুস সালিম পুনরুদ্ধার করেন।
নরম্যান জলদস্যুদের দমন : ৮৪৪ সালে জার্মান নরম্যানরা ৮টি জাহাজ নিয়ে লুসিতানিয়া, লিসবন ও কেডিজ লুট করে।
এরপর সেভিলে আসে এবং লুন্ঠন ও অসংখ্য মানুষকে হত্যা করে। কর্ডোভা থেকে প্রেরিত আমীরের নৌবহর ও সেনাদলের
তাড়া খেয়ে তারা আল্জেসিরাস ও উপকূলীয় অঞ্চলে হানা দেয়। সর্বশেষে তাদের সেখান থেকেও পলায়ন করতে বাধ্য
করা হয়। এরপর আমীর একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। সেভিলে একটি জাহাজ নির্মাণ কারখানা গড়ে তোলা
হয় এবং উপকূলীয় শহরগুলো সুরক্ষিত করা হয়।
ধর্মান্ধ আন্দোলন : দ্বিতীয় আব্দুর রহমানের সময় স্পেনের ধর্মান্ধ খ্রিস্টান সম্প্রদায় এক উদ্ভট ও অযৌক্তিক আন্দোলনের
সূত্রপাত করে যা ‘ধর্মান্ধ আন্দোলন’ নামে পরিচিত। এই আন্দোলনের কারণ হল:
১. ইসলামের অধিকতর গ্রহণযোগ্যতার ফলে বহু খ্রিস্টান ইসলামে দীক্ষিত হয়। এতে ধর্মান্ধ খ্রিস্টানদের ঈর্ষা জন্মে।
২. আরব সভ্যতা, কৃষ্টি ও সংস্কৃতির প্রতি একদল খ্রিস্টান আকৃষ্ট হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ না করেও আরবী ভাষা
ব্যবহার, আরবীয় পোশাক-পরিচ্ছদ, আচার-ব্যবহার ইত্যাদিতে অভ্যস্ত হয়ে পড়ে। এদেরকে বলা হয় ‘মোযারব’।
তারা আরবী ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষা লাভ করতে থাকে। এর ফলে ধর্মান্ধ খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের
ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়ে।
৩. ক্যাথলিক ধর্মের মধ্যে দ্ব›েদ্বর কারণে এসময় ইসলামের বিকাশ ঘটতে থাকে। ফলে খ্রিস্টান পাদ্রিরা নিজেদের ধর্মকে
শক্তিশালী করার জন্য ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়।
৪. স্পেনের খ্রিস্টানরা বরাবরই মুসলিমদের অনুপ্রবেশকারী মনে করে এবং তারা তাদের হারানো রাজ্য পুনরুদ্ধার ও
মুসলিমদের বিতাড়নের জন্য জঘন্য প্রচারণায় লিপ্ত হয়।
ধর্মান্ধ খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালায় এবং নবী মুহম্মদের (স.) বিরুদ্ধে কুৎসা রটনা করে। তাদের
আন্দোলনের নেতৃত্ব দেয় ইউলোজিয়াস, আলভারো, ফ্লোরা, মেরী, পারফেকটাস, আইজাক, সাঞ্চো, লিওক্রাটিয়া প্রমূখ।
দ্বিতীয় আব্দুর রহমান তাদেরকে আন্দোলন হতে নিভৃত করতে খ্রিস্টান ধর্মযাজকদের নিয়ে মহাসম্মেলনের আয়োজন
করেন। সম্মেলনে ধর্মান্ধদের অন্য ধর্মের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহŸান জানালেও তারা তা অমান্য করে আন্দোলন
অব্যাহত রাখে। ৮৫০ সালে আমীর তাদের মধ্যে ১১ জন ধর্মান্ধকে মৃত্যুদÐে দÐিত ও বহু সংখ্যককে কারারুদ্ধ করলে
আন্দোলন সাময়িকভাবে স্তিমিত হয়। পরে প্রথম মুহম্মদের (৮৫২-৮৬) সময় আন্দোলন আবার চাঙ্গা হয়। ৮৫৯ সালে
শীর্ষ নেতাদের ফাঁসি দেয়ার মাধ্যমে এই আন্দোলন বন্ধ হয়।
বৈদেশিক সম্পর্ক : ৮৪০ সালে বাইজানটাইন স¤্রাট থিওফিলাস মূল্যবান উপহারসহ কর্ডোভায় একটি প্রতিনিধিদল
পাঠান। জবাবে তিনিও কনস্টানটিনোপোলে একটি প্রতিনিধিদল পাঠান। এ সময় নাভারের কাউন্ট ফ্রান্সের অধীনতা থেকে
স্বাধীনতা ঘোষণা করেন এবং একটি শক্তিশালী মিত্রের সন্ধানে কর্ডোভায় একটি প্রতিনিধিদল পাঠান। একটি চুক্তি স্বাক্ষরিত
হয়। এতে বলা হয় মুসলিমরা কাউন্টকে বহিঃশক্তির আগ্রাসন থেকে রক্ষা করবে এবং নাভারে এর বিনিময়ে পিরেনীজ
অতিক্রম করে তাদের ফ্রান্সে আক্রমণে সাহায্য করবে।
চার ব্যক্তির প্রভাব : দ্বিতীয় আব্দুর রহমান তাঁর শাসনকালব্যাপী ৪ জন ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এঁরা হলেন
ধর্মতত্ত¡বিদ ইয়াহিয়া বিন ইয়াহিয়া, সঙ্গীতজ্ঞ যিরীয়াব, খোজা নসর ও সুলতানা তারুব। ইয়াহিয়া বিন ইয়াহিয়া প্রথম
হিশামের সময় ইমাম মালিক বিন আনাসের শিষ্যত্ব গ্রহণ করে স্পেনে মালিকী মাযহাব ও কিতাবুল মুয়াত্তা গ্রন্থের ব্যাপক
প্রচার ঘটান। প্রথম হাকামের বিরুদ্ধে ফকীহ ও নও-মুসলিমদের আন্দোলনের নেতৃত্ব দিলেও তাঁর জনপ্রিয়তা হ্রাস পায়নি।
দ্বিতীয় আব্দুর রহমানের সময় তিনি অতি বৃদ্ধ হলেও আমীর তাঁকে খুব ভক্তি, শ্রদ্ধা ও সমাদর করতেন এবং দরবারের শ্রেষ্ঠ
আসন প্রদান করেন। জনগণ তাঁর মাধ্যমে ফরিয়াদ করলে আমীর তা মঞ্জুর করতেন। পারস্যের অধিবাসী যিরীয়াব প্রথমে
আব্বাসীয় দরবারের সঙ্গীতজ্ঞ ছিলেন। ওস্তাদ ইসহাক মওসিলির নির্দেশে বাগদাদ ত্যাগ করে আঘলাবী দরবারে যান।
সেখানেও তাঁর স্থান হয়নি। অবশেষে দ্বিতীয় হাকামের আমন্ত্রণে স্পেনে আসেন। কিন্তু তিনি স্পেনে পৌঁছার পূর্বেই
হাকামের মৃত্যু ঘটে। দ্বিতীয় আব্দুর রহমান ক্ষমতালাভ করে তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাঁর জন্য ভাল বেতনভাতার ব্যবস্থা করেন। সঙ্গীতে বিভিন্ন সুর, ছন্দ তৈরী করেন; বীণায় ৫ম তারের সংযোজন করেন; বিভিন্ন যন্ত্র আবিস্কার
করেন; এবং স্পেনে সঙ্গীত নিকেতন প্রতিষ্ঠা করেন। সঙ্গীতের পাশাপাশি তিনি অঙ্গসজ্জা, রূপচর্চা, গৃহসজ্জা, ভোজন,
পোশাকের ব্যবহার রীতি ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আনয়নের ব্যাপারেও অবদান রাখেন। অর্থাৎ স্পেনে বিভিন্ন ফ্যাশন ও
পারসিক রীতি প্রবর্তন হয় তাঁর মাধ্যমে। ক্রীতদাস খোজা নসর সুলতানা তারুবের প্রিয়পাত্র ছিলেন এবং রাজকার্যে প্রচুর
দক্ষতার জন্য তিনি প্রধান সচিব পদ লাভ করেছিলেন। তাঁর উপর আমীর রাজকাজের দায়িত্ব দিয়ে সঙ্গীত আসরে বিনোদন
করতেন। কিন্তু সুলতানা তারুব তাঁকে দিয়ে যুবরাজ আবদুল্লাহ্কে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেন। ষড়যন্ত্র ফাঁস হয়ে
গেলে তাঁকে সেই বিষ পাণ করিয়েই হত্যা করা হয়। দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী তারুব ছিলেন অপরূপ সুন্দরী।
স্বর্ণালংকারের প্রতি তাঁর বিশেষ লোভ ছিল। আমীর তাঁর সব চাহিদা পূরণ করতেন। কিন্তু পুত্র আবদুল্লাহ্কে হত্যার
ষড়যন্ত্রের পর আমীর তাঁকে অন্য চোখে দেখতেন এবং তাঁর প্রভাব দিনে দিনে কমতে থাকে।
সারসংক্ষেপ:
দ্বিতীয় আব্দুর রহমানকে বলা হয় ‘আল-আওসাত’। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ, উত্তরের খ্রিস্টান দলপতি ও নরম্যান
জলদস্যুদের দমন করেন। তাঁর সময় স্পেনের ধর্মান্ধ খ্রিস্টান সম্প্রদায় ধর্মান্ধ আন্দোলনের সূত্রপাত করে। বাইজানটাইন
স¤্রাট থিওফিলাস ও নাভারের কাউন্ট- এর সাথে তাঁর দূত বিনিময় হয়। দ্বিতীয় আব্দুর রহমান তাঁর শাসনকালব্যাপী
ইয়াহিয়া বিন ইয়াহিয়া, যিরীয়াব, খোজা নসর ও সুলতানা তারুব- এই ৪ ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন ।
পাঠোত্তর মূল্যায়ন-৯.৭
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. ‘আল-আওসাত’ কার উপাধি?
(ক) প্রথম আব্দুর রহমান-এর (খ) দ্বিতীয় আব্দুর রহমান-এর
(গ) তৃতীয় আব্দুর রহমান-এর (ঘ) আব্দুর রহমান আল-গাফিকি-এর
২. যিরীয়াব ছিলেন দ্বিতীয় আব্দুর রহমানের সময়ের একজন-
(ক) সঙ্গীতজ্ঞ (খ) প্রধানমন্ত্রী
(গ) ধর্মতত্ত¡বিদ (ঘ) খোজা
৩. দ্বিতীয় আব্দুর রহমান-এর স্ত্রীর নাম-
(ক) সুবাহ (খ) হুলাল
(গ) যাহ্রা (ঘ) তারুব
সৃজনশীল প্রশ্ন:
রাতুল তার বন্ধুর কাছে শুনল যে, স্পেনের একজন মুসলিম শাসকের উপাধি ‘আল-আওসাত’। ধর্মান্ধ আন্দোলন তাঁর
সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রæদের প্রতিহত করেন এবং বৈদেশিক সম্পর্ক স্থাপন
করেন। তিনি তাঁর শাসনকালব্যাপী ৪ ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
ক. ‘আল-আওসাত’ কার উপাধি? ১
খ. দ্বিতীয় আব্দুর রহমানের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও বৈদেশিক নীতির বর্ণনা দিন। ২
গ. উদ্দীপকে খ্রিস্টান ধর্মান্ধ আন্দোলন সম্পর্কে অলোকপাত করুন। ৩
গ. দ্বিতীয় আব্দুর রহমানের উপর চার ব্যক্তির প্রভাব আলোচনা করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]