শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় স্পেনের মুসলিমদের ভূমিকা আলোচনা কর সভ্যতার প্রাণকেন্দ্র কর্ডোভা নগরীর গুরুত্ব তুলে ধরতে পারব

মুখ্য শব্দ ইবনে হাজম, কর্ডোভা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় হাকামের লাইব্রেরি, ইবনে খালদুন, আলইদ্রিসি, ইবনে রুশদ, কর্ডোভা মসজিদ, আল-হামারা ও কর্ডোভা
বলা হয়ে থাকে যে, আরবরাই জ্ঞানের বর্তিকা প্রাচ্য থেকে পাশ্চাত্যে বহন করে নিয়ে এসেছে। যখন সমগ্র
ইউরোপ অন্ধকারাচ্ছন্ন তখন স্পেনীয় আরবরা বৌদ্ধিক জগতে ব্যাপক ও নজিরবিহীন অগ্রগতি সাধন করেছিল।
ভাষা ও সাহিত্য : ভাষার দিক দিয়ে আল-কালী ও আল-জুবায়দী, সাহিত্যে ইবনে আবদ-রাব্বিহ, আলী ইবনে হাজম,
ইবনে খাতিব, ইবনে জায়দুন এবং মহিলা কবি উয়াল্লাদাহ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। তাঁদের রচনাগুলো এখনও
উন্নতমানের বলে গণ্য করা হয়। আলী ইবনে হাজমকে বলা হয় মুসলিম স্পেনের শ্রেষ্ঠ পÐিত ও মৌলিক চিন্তাবিদ। চ. ক.
ঐরঃঃর (গ্রন্থ: ঐরংঃড়ৎু ড়ভ ঃযব অৎধনং) তাঁকে ইসলামের দু-তিনজন চিন্তাশীল মনিষী ও সুপ্রসিদ্ধ লেখকদের মধ্যে একজন
বলে উল্লেখ করেছেন। ইবনে জায়দুনকে কেউ কেউ আন্দালুসের শ্রেষ্ঠ কবি বলে গণ্য করে থাকেন।
শিক্ষা ও শিক্ষার উপকরণ : স্পেনীয় মুসলিমদের একটা বড় অংশ লিখতে ও পড়তে পারত। প্রধান প্রধান শহরগুলোর
অনেকগুলোতেই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। সেগুলির মধ্যে কর্ডোভা, সেভিল, মালাগা ও গ্রানাডার বিশ্ববিদ্যালয় ছিল
সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে বিদেশী ছাত্ররাও পড়াশুনা করত। স্পেনে অনেক গ্রন্থাগার গড়ে উঠেছিল এবং সেগুলোতে
বইয়ের ব্যাপক সংগ্রহ ছিল। দ্বিতীয় হাকামের লাইব্রেরীতে পাÐুলিপির সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ। স্পেনে লাইব্রেরি প্রতিষ্ঠা
ও বিশাল বইয়ের সংগ্রহ গড়ে তোলা সম্ভব হয় স্থানীয়ভাবে কাগজ উৎপাদনের জন্য। কাগজ শিল্পের সাথে সম্পর্কিত
‘ৎবধস’ শব্দটি মূল আরবী শব্দ ‘ৎরুসধয’ থেকে উৎপত্তি লাভ করেছে যা স্পেনীয় ‘ৎবংসধ’ ও ফরাসি ‘ৎধুসব’ হতে
বিবর্তিত হয়ে ইংরেজিতে ‘ৎবধস’ হিসেবে স্থান পেয়েছে। এটা কাগজ শিল্পে মুসলিমদের মৌলিক অবদানের কথা স্মরণ
করিয়ে দেয়। পরে স্পেন থেকে কাগজ উৎপাদন কৌশল গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে।
ইতিহাসতত্ত¡ : মুসলিম স্পেনে অসংখ্য ঐতিহাসিক ইতিহাস-শাস্ত্রে অবদান রাখেন। স্পেনের ঐতিহাসিকদের মধ্যে ইবনে
আল-কুতিয়া, ইবনে হাইয়ান, ইবনে আল-আব্বার, অবুল কাসিম সাইদ ইবনে আহম্মদ আল আন্দালুসী, ইবনে আল-খতিব,
ইবনে খালদুন অন্যতম। ইবনে খালদুন ছিলেন পৃথিবীর সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাস-দার্শনিক।
ভূগোল : স্পেনের ভূগোলবিদ, ভূগোল গ্রন্থকার ও মানচিত্রবিদদের মধ্যে অধিক উল্লেখযোগ্য ছিলেন আল-বাক্রি ও আলইদ্রিসি। পর্যটকদের মধ্যে ইবনে যুবাইর, ইবনে আহম্মদ, আবু হামিদ ও মুহম্মদ আল-মাজিনি উল্লৈখযোগ্য।
জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষবিদ্যা ও গণিত : স্পেনের জ্যোতির্বিদদের মধ্যে আল-মাজরিতি, আল-জারকালি, আলবিতরুজি এবং ইবনে আফলাহ উল্লেখযোগ্য। আন্দালুসিয়ার বেশিরভাগ জ্যোতির্বিদ বিশ্বাস করতেন যে, পৃথিবীতে মানুষের
জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময়ের প্রধান ঘটনার পেছনে নক্ষত্রের প্রভাব আছে। আল-মাজরিতিকে আল-হাসিব বা
অংকশাস্ত্রবিদ খেতাব দেয়া হয়েছিল। পরিমিতিসহ অংকশাস্ত্রের ক্ষেত্রে তাঁকে একজন পথ-প্রদর্শক বলে গণ্য করা হত।
অংকশাস্ত্রে বিভিন্ন আরবী শব্দের ব্যবহার তাদের অবদানের কথা স্মরণ করিয়ে দেয়।
উদ্ভিদ ও চিকিৎসা বিজ্ঞান : মুসলিম দুনিয়ার সবচেয়ে খ্যাতনামা উদ্ভিদবিদ ও ওষুধবিদ্যা বিশারদ ছিলেন ইবনে আলবায়তার। স্পেনের শ্রেষ্ঠ শল্যবিদ বা সার্জন ছিলেন দ্বিতীয় আল-হাকামের রাজদরবারের চিকিৎসক আল-যাহরাবী। তিনি
ক্ষতস্থান পোড়ানো, মূত্রাশয়ের পাথর নষ্ট করা ইত্যাদি সম্পর্কে নতুন ধারণা দিয়েছেন। স্পেনের মুয়াহিদ শাসক আব্দুল
মুমিনের উযির ও রাজ চিকিৎসক আল-যুহর হাড়ের অনুভূতি ও খোস পাঁচড়ার বর্ণনা করেছেন। তাঁকে আল-রাযীর পরে
ইসলামী দুনিয়ার শ্রেষ্ঠ চিকিৎসক বলে আখ্যা দেয়া যায়।
দর্শন : স্পেনের আরব বুদ্ধিজিবীদের উল্লেখযোগ্য সাফল্য ছিল দর্শন চিন্তার ক্ষেত্রে। দার্শনিকদের মধ্যে বেন গ্যাবিরোল,
ইবনে বাজ্জাহ, ইবনে রুশদ, ইবনে মায়মুন, ইবনে আরাবী, ইবনে তোফায়েল প্রসিদ্ধ ছিলেন। তাঁরা গ্রিক দর্শনকে ধারণ ও
লালন করে ইউরোপের কাছে পৌঁছে দেন।
শিল্পকলা ও স্থাপত্য : ক্ষুদ্র শিল্প, মৃৎ শিল্প, বস্ত্র শিল্প এবং স্থাপত্য শিল্পে স্পেনীয় আরবদের বিশেষ অবদান ছিল। বিশেষ
করে স্থাপত্য শিল্পে স্পেনীয় মুসলিমদের অবদান ছিল অসামান্য। স্পেনীয় মুসলিমদের স্থাপত্যিক অবদানের মধ্যে
কর্ডোভার মসজিদ, আল-যাহ্রা প্রাসাদ, সেভিলের আল-কাজার ও গ্রানাডার আল-হামারা স্মৃতিসৌধ উল্লেখযোগ্য। বিভিন্ন
প্রকার বক্র খিলান নির্মাণে তাদের মৌলিক অবদান রয়েছে।
সংগীত : যিরীয়াবের মাধ্যমে স্পেনে মুসলিম সঙ্গীতকলার প্রচার শুরু হয়। এছাড়া ইবনে ফিরনাস, আল-মুতামিদ, ইবনে
বাজ্জাহ, ইবনে সাবিন ও আল-মনসুর সঙ্গীতে অবদান রাখেন।
ধর্মতত্ত¡ : স্পেনীয় আরবরা কুরআন ও হাদীস পঠন, ব্যাখ্যা, অনুশীলন ও গবেষণায় শ্রম ও সময় নিয়োজিত করেছে।
ধর্মতাত্তি¡কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইবনে হাযম, ইয়াহিয়া বিন ইয়াহিয়া ও ঈসা বিন দিনার ।
অনুবাদ কেন্দ্র হিসেবে টলেডো : স্পেনের মুসলিমদের জ্ঞান-বিজ্ঞানকে ইউরোপে পৌঁছে দেবার ক্ষেত্রে টলোডো মূল
ভুমিকা পালন করেছিল। ১০৮৫ সালে খ্রিস্টানরা টলেডো পুনর্দখল করলেও এখানে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক চর্চা
হতে থাকে। টলেডোর আর্চ-বিশপ রেমন্ড (১১২৬-৫১) এখানে একটি অনুবাদ বিভাগ চালু করেছিলেন। পরে একদল
অনুবাদক মুসলিম জ্ঞান-বিজ্ঞানের গ্রন্থ অনুবাদ করে ও উৎকর্ষ সাধনের মাধ্যমে সমগ্র ইউরোপে ছড়িয়ে দিয়েছিল।
কর্ডোভা নগরী : স্পেনে মুর সভ্যতার প্রাণকেন্দ্র ছিল কর্ডোভা। এই নগরীকে তৎকালীন বিশ্বের জগৎমণি (ইত্যাদি নামে ডাকা হয়।
প্রায় ১০ লক্ষ লোক এখানে বসবাস করত। বলেছেন যে, কর্ডোভায় মাইলের পর মাইল বাঁধানো রাস্তা ও রাস্তার ধারে
আলোর ব্যবস্থা ছিল, যেখানে আধুনিক ইউরোপের সবচেয়ে সভ্য নগরী লন্ডনে এর সাতশত বৎসর পরেও কোন সরকারী বাতি ছিলনা এবং কয়েকশ বছর পরেও প্যারিসের রাস্তা বৃষ্টির দিনে কাদায় ডুবে
যেত। অসংখ্য মসজিদ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পুষ্পোদ্যান, ¯œানাগার, বিপণি, দুর্গ, প্রাসাদসহ লক্ষাধিক অট্টালিকা কর্ডোভা
নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছিল। ইউরোপের উপর প্রভাব : এর মতে, মুরদের শাসনামলে স্পেনে শিল্পকলা,
সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে যে উন্নতি সাধিত হয়েছিল ইউরোপের কোথাও তা পরিলক্ষিত হয়নি। ফ্রান্স, জার্মানী, ইংল্যান্ড
প্রভৃতি দেশ হতে শিক্ষার্থী ও পাদ্রীগণ স্পেন ও সিসিলিতে আসত জ্ঞান আহরণের জন্যে। তারা আরবি ভাষার গ্রন্থসমূহ
ল্যাটিন ভাষায় অনুবাদ করে পাশ্চাত্যের কাছে পৌঁছে দেয়। আধুনিক ইউরোপীয় সভ্যতার বিনির্মাণে স্পেনীয় মুসলিমদের
অবদান অনস্বীকার্য। ইউরোপীয় রেনেঁসা এমনকি বর্তমান বিশ্বসভ্যতা স্পেনীয় মুসলিমদের কাছে নানাভাবে ঋণী। কর্ডোভা মসজিদ
সারসংক্ষেপ:
স্পেনীয় মুসলিমরা বৌদ্ধিক জগতে ব্যাপক ও নযিরবিহীন অগ্রগতি সাধন করেছিল। জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা,
ওষুধবিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন, সঙ্গীতকলা ও ধর্মতত্তে¡ স্পেনের মুসলিমরা ব্যাপক অবদান রাখে। ইউরোপের বাতিঘর
কর্ডোভা ছিল মুর সভ্যতার প্রাণকেন্দ্র। বর্তমান বিশ্বসভ্যতা স্পেনীয় মুসলিমদের কাছে নানাভাবে ঋণী।
পাঠোত্তর মূল্যায়ন-৯.১২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন।
১. দ্বিতীয় হাকামের লাইব্রেরীতে কতগুলো পাÐুলিপি ছিল?
(ক) ১ লক্ষ (খ) ২ লক্ষ (গ) ৫ লক্ষ (ঘ) ৬ লক্ষ
২. ‘ৎবধস’ শব্দটি কোন মূল ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে?
(ক) ইংরেজি (খ) আরবী (গ) ফারসি (ঘ) ল্যাটিন
৩. ‘ইউরোপের বাতিঘর’ বলা হয় কোন্ নগরীকে?
(ক) লন্ডন (খ) গ্রানাডা (গ) প্যারিস (ঘ) কর্ডোভা
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন:
শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোমানদের ব্যাপক অবদান রয়েছে। প্রাচীন রোম নগরী ছিল এই সভ্যতার
প্রাণকেন্দ্র। পরে রোমীয় জ্ঞান-বিজ্ঞান সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। আধুনিক সভ্যতা রোমানদের কাছে নানাভাবে ঋণী।
ক. স্পেনের মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র কোন্ নগরী? ১
খ. কর্ডোভাকে ‘ইউরোপের বাতিঘর’ বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে রোমানদের মত কোন্ কোন্ ক্ষেত্রে স্পেনীয় মুসলিমদের অবদান বেশি বলে আপনি মনে করেন? ৩
ঘ. শিক্ষা ও সংস্কৃতিতে স্পেনের মুসলিমদের অবদান আলোচনা করুন। ৪
উত্তরমালা
পাঠোত্তর মূল্যায়ন- ৯.১ : ১. গ ২. ক ৩. ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.২ : ১. ঘ ২. ঘ ৩. ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৩ : ১. ক ২. গ ৩. ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৪ : ১. ঘ ২. গ ৩. ক
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৫ : ১. ক ২. ঘ ৩. খ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৬ : ১. ঘ ২. ঘ ৩. খ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৭ : ১. খ ২. ক ৩. ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৮ : ১. ঘ ২. গ ৩. খ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.৯ : ১. গ ২. গ ৩. গ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.১০: ১. খ ২. ঘ ৩. ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৯.১১: ১. খ ২. গ ৩. ক
পাঠোত্তর মূল্যায়ন- ৯.১২: ১. ঘ ২. খ ৩. ঘ

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]