স্বধর্মত্যাগীদের আন্দোলন বলতে কী বোঝায়?

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সৃজনশীল প্রশ্নপত্রের সাধারণ কাঠামো
সৃজনশীল (কাঠামোবদ্ধ) প্রশ্ন- ৬০ নম্বর ৬দ্ধ১০ = ৬০
সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৪০ নম্বর।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।
এতে প্রতিটি প্রশ্নের শুরুতে একটি দৃশ্যকল্প বা উদ্দীপক (ঝঃবস) থাকবে যা হতে পারে একটি সাধারণ সূচনা বক্তব্য, চার্ট,
সমীকরণ, চিত্র, ম্যাপ ইত্যাদি। দৃশ্যকল্প বা উদ্দীপকের শেষে ৪টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের এ ৪টি অংশে মোট ১০
নম্বর (১+২+৩+৪=১০) থাকবে । প্রতিটি সৃজনশীল প্রশ্নের ধরন হবে নি¤œরূপ:

প্রশ্নের ধরণ নম্বর
ক. জ্ঞান স্তর- ১
খ. অনুধাবন স্তর- ২
গ. প্রয়োগ দক্ষতা স্তর ৩
ঘ. উচ্চতর চিন্তন দক্ষতা স্তর ৪
নমুনা প্রশ্ন
১। রহীম একটি অঞ্চলের প্রাচীন অধিবাসীদের নিয়ে আলোচনা করছিল। সে বলল, ঐ অঞ্চলের অধিবাসীরা ধর্মীয় বিশ্বাস
দ্বারা প্রভাবিত। তাদের রাজ্য শাসনব্যবস্থায় পুরোহিততান্ত্রিক প্রভাব ছিল। জীবনের প্রতি ক্ষেত্রেই এবং তাদের
সামাজিক জীবনের প্রতিটি স্তরেই ধর্মীয় বিশ্বাস দ্বারা পরিচালিত হতো। তাদের সামাজিক জীবনে শ্রেণিভেদ বিদ্যমান
ছিল। তবে দক্ষতা, কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা বদলে দিত। বিষয়টি রহীমের কাছে বেশ
ভালো লাগল।
ক. মিসরীয়রা কয়টি ব্যঞ্জনবর্ণের আবিষ্কার করে? ১
খ. মিসরে পিরামিড কী হিসেবে ব্যবহৃত হতো? ২
গ. ‘উদ্দীপকের জাতীয় সমাজব্যবস্থা নিশ্চিত করেছে তাদের শান্তিপূর্ণ জীবনে ধর্ম আবশ্যক।’-প্রমাণ করুন। ৩
ঘ. রহীমের বর্ণনাকৃত জাতীয় জীবনের প্রত্যেক ক্ষেত্রেই কোন্ চিন্তা-চেতনা স্পষ্ট হয়ে ওঠে? ব্যাখ্যা দিন। ৪
২। সাংবাদিক আলমগীর ইরাক যুদ্ধের ওপর একটি প্রামাণ্য চিত্র তৈরি করতে বাগদাদে গিয়েছিলেন। সেখানে
থাকাকালীন সময়ে সে জনৈক ইরাকির কাছে একটি সভ্যতার গল্প শুনেছিলেন। ঐ সভ্যতার মানুষ কাদামাটির নরম
¯েøটে নল খাগড়ার কলম দিয়ে অক্ষরভিত্তিক বর্ণলিপি কিউনিফর্ম উদ্ভাবন করেন। এ থেকে অন্যান্য সভ্যতাও বিভিন্ন
শিক্ষা নিয়েছিল। এছাড়া তারা প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার ভিত্তি গড়ে গিয়েছিল।
ক. পেপিরাস কী? ১
খ. মেসোপটেমীয় সভ্যতার সংক্ষিপ্ত বর্ণনা দিন। ২
গ. উদ্দীপকে বর্ণিত সভ্যতা থেকে অন্যান্য সভ্যতা কী শিক্ষা পেয়েছিল? বাখ্যা করুন। ৩
ঘ. উক্ত সভ্যতার মানুষেরা প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার ভিত্তি গড়ে দিয়েছিল-উদ্দীপকে এ উক্তির যথার্থতা ব্যাখ্যা
দিন। ৪
৩। ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক জনাব কবীর তাঁর বর্তমান
অবস্থানের পিছনে স্ত্রীর সহযোগিতার কথা অকপটে প্রকাশ করলেন। শ্রোতারা মুগ্ধ হয়ে শুনলেন এবং নারীর
তৎপরতায় পরিবারের ছোট-বড় সবাই কীভাবে পূর্ণতা পায়, তা অনুধাবন করলেন।
ক. মদিনা সনদের কতটি ধারা ছিল? ১
খ. হুদায়বিয়ার সন্ধিকে আল কুরআনে ‘ফাতহুম মুবিন’ বলা হয়েছে- ব্যাখ্যা করুন। ২
গ. উদ্দীপকের আলোকে বিবি খাদিজা (রা.)-এর অবদান মূল্যায়ন করুন। ৩
ঘ. উদ্দীপকের ন্যায় তৎকালীন নারীর সামাজিক মর্যাদা বিশ্লেষণ করুন। ৪
৪। দৈনিক নয়া বাংলা আয়োজিত ‘পাকিস্তান সংবিধান প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে ড. মালিক বলেন, বাস্তবতার
প্রেক্ষাপটে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠার নয় বছর পর সংবিধান লেখা হলেও এদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত
হয়নি। এর কারণ হলো, সব শ্রেণির মতামত এতে প্রতিফলিত হয়নি। অথচ মহানবি (সা.) মদিনায় হিজরতের পর
সেখানে অবস্থানরত সব ধর্ম ও গোত্রের মধ্যে বিবাদ ও বিশৃঙ্খলা এড়াতে জনগণকে নিয়ে একটি শাসনতন্ত্র রচনা
করেন। এর মাধ্যমে সেখানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।
ক. বদরের যুদ্ধ কত রমযান সংঘটিত হয়? ১
খ. ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠায় মদিনা সনদকে-ব্যাখ্যা করুন। ২
গ. উদ্দীপকে বর্ণিত নাগরিক অধিকার প্রতিষ্ঠায় মদিনা সনদের শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করুন। ৩
ঘ. সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর ভূমিকা ছিল কালজয়ী- মতামত দিন। ৪
৫। মাওলানা হোসেন এক ধর্মসভায় বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বামী-স্ত্রীর সমান অধিকারের কথা বলেন। তিনি বলেন, সুদ
খাওয়া হারাম ও আমানত সংরক্ষণ আবশ্যকীয়। তিনি উপস্থিত শ্রোতাদের দাস-দাসিদের প্রতি সদয় হতে বলেন।
তিনি শ্রোতাদের স্মরণ করিয়ে দেন যে, মুসলিম পরস্পর ভাই ভাই।
ক. কত সালে মক্কা বিজয় হয়? ১
খ. হুদায়বিয়ার সন্ধির কতগুলো শর্ত উল্লেখ করুন। ২
গ. মাওলানা হোসেন কোন আদর্শ মহাপুরুষের বাণী দ্বারা উদ্দীপকে বর্ণিত বক্তব্য দিয়েছেন? ব্যাখ্যা করুন। ৩
ঘ. একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর বাণী কী ভূমিকা রাখতে পারে? মতামত দিন। ৪
৬। একজন মহাপুরুষের পরলোকগমনের পর তাঁর একজন সহচরকে প্রতিনিধি নির্বাচন করা হয়। কিন্তু এ সময় অনেক
গোত্রের দলনেতাগণ তাদের মতাদর্শ ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যান। ফলে নবনির্বাচিত প্রতিনিধি তাদের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করেন। এসময়ে কঠোরতা ছাড়া প্রাথমিক ইসলামের অবস্থান ধরে রাখা সম্ভব ছিল না।
ক. ইসলামের ইতিহাসে প্রথম খলিফা কে ছিলেন? ১
খ. খলিফা আবু বকর (রা)-এর উদ্বোধনি ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করুন। ২
গ. ইসলামের ইতিহাসের কোন ঘটনার উদ্দীপকের মিল খুঁেজ পাওয়া যায়। ৩
ঘ. উদ্দীপকে ইসলামের ইতিহাসে যে যুদ্ধের নির্দেশ করে সেই যুদ্ধের কারণ বিশ্লেষণ করুন। ৪
৭। মহানবী (সা.)-এর ইন্তেকালের পর ইসলাম ও মুসলিম রাষ্ট্রের এক সংকটময় মুহূর্তে আবু বকর (রা) খলিফা নিযুক্ত
হয়েছিলেন। তিনি তার যোগ্যতার পরিচয় দিয়ে মুসলিম রাষ্ট্র ও ইসলামকে আসন্ন বিপদ থেকে রক্ষা করে গেছেন।
অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বিধান, ভÐনবী ও স্বধর্মত্যাগীদের আন্দোলন দমন করে তিনি শিশু রাষ্ট্রকে ধ্বংসের হাত
থেকে রক্ষা করেন। তিনি খলিফা হওয়ার পূর্বে ও পরে ইসলামের খিদমতের জন্য যা করে গেছেন, তা ইসলামের
ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ক. স্বধর্মত্যাগীদের সাথে খলিফা আবু বকর (রা.) এর সংগঠিত যুদ্ধের নাম কি? ১
খ. হযরত উসমান (রা.)-কে যিননুরাইন বলা হয়- ব্যাখ্যা করুন? ২
গ. উদ্দীপকে আপনার পঠিত খলিফার অভ্যন্তরীণ শান্তি, ভÐনবী ও স্বধর্মত্যাগীদের আন্দোলনে ভূমিকা কীরূপ। ৩
ঘ. উক্ত খলিফাকে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখান। ৪
৮। মুর স¤প্রদায়ের দলনেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করলেন। তিনি তাঁর কোনো উত্তরাধিকারী মনোনীত করেননি।
দলনেতা নির্বাচন নিয়ে গোত্রের লোকদের মধ্যে সংঘাত দেখা দিল। দলের বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী মানুষ হিসেবে
সকলের শ্রদ্ধেয় ছিলেন আলী সাহেব। মৃত দলনেতার তিনি বিশেষ আস্থাভাজন ছিলেন। আকিব বললেন, আমাদের
নেতা হবেন আলী সাহেব। সকলে তাঁর কথা মেনে নিল। আসন্ন সংঘাত থেকে মুর স¤প্রদায় রক্ষা পেল।
ক. হযরত আবু বকর (রা.)-এর উপাধি কী ছিল। ১
খ. হযরত আবু বকর (রা.)-এর পরিচয় দিন। ২
গ. উদ্দীপকের ঘটনার সঙ্গে মিল রয়েছে এমন পঠিত কোন একটি ঘটনার ব্যাখ্যা দিন। ৩
ঘ. উদ্দীপকে যেভাবে নেতা নির্বাচিত হলেন সেভাবে কোন খলিফা নেতা নির্বাচিত হয়েছিলেন? ৪
৯. ভাটি অঞ্চলের মুসলিম অধ্যুষিত রসুলপুর গ্রামে ধর্মীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। এ পদের প্রার্থী সকলেই গ্রামের
বিজ্ঞ মুসলিম। সব প্রার্থীই যোগ্য হবার কারণে ধর্মীয় জ্ঞান, শিক্ষাগত যোগ্যতা ও প্রজ্ঞার বিবেচনায় কে নির্বাচিত হবেন
তা নিয়ে সারা গ্রাম মুখরিত।
ক. ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? ১
খ. খিলাফত বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের নির্বাচন প্রক্রিয়া মুসলিম খলিফা নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখা করুন। ৩
ঘ. মুসলিম সমাজে উদ্দীপকের নির্বাচন প্রক্রিয়ার “বিকল্প নেই”- বিশ্লেষণ করুন। ৪
১০. গণতন্ত্রের মূলকথা হলো সকলের পরামর্শ নিয়ে শাসনকার্য পরিচালনা। রাষ্ট্রপ্রধান তাঁর সিদ্ধান্ত কারো ওপর চাপিয়ে
দিবেন না। এজন্য রাষ্ট্রপ্রধান পরামর্শ গ্রহণের লক্ষ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে প্রাত্যহিক
ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় কমিটি গঠন করবেন। ব্যক্তির ভুলের কারণে রাষ্ট্রের প্রভুত ক্ষতি হয়ে
যেতে পারে।
ক. মহিলা ভÐনবীর নাম কী ছিল? ১
খ. স্বধর্মত্যাগীদের আন্দোলন বলতে কী বোঝায়? ২
গ. খুলাফায়ে রাশিদীনের কোন খলিফার রাষ্ট্র পরিচালনার সাথে উদ্দীপকে বর্ণিত শাসন পরিচালনার সামঞ্জস্য আছে ব্যাখ্যা করুন। ৩
ঘ. উদ্দীপকের রাষ্ট্র পরিচালনায় পরামর্শ কীভাবে রাষ্ট্রপ্রধানকে সহায়তা করতে পারে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করুন। ৪

FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]