বাংলার ইতিহাস: স্বাধীন সুলতানি আমল (১৩৩৮-১৫৩৮ খ্রি.)
ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে ১২০৪ খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের সূচনা হলে বাংলার
ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। কেননা এরপর থেকে রাজা গণেশের স্বল্পকালীন শাসনামল ব্যতীত ১৭৬৫ খ্রিস্টাব্দ
পর্যন্ত বাংলা মুসলিম শাসনাধীনে ছিল। বখতিয়ারের বাংলা বিজয়ের পর থেকে ১৩৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত যেসব খলজি মালিক,
তুর্কি শাসক ও বলবনী শাসকগণ বাংলা শাসন করেছেন তাদের অনেকেই পুরোপুরি স¦াধীন ছিলেন না, বরং তাঁরা দিল্লির
সুলতানদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হতেন। কিন্তু দিল্লি থেকে বাংলা দূরবর্তী স্থানে হওয়ায় তাঁদের অনেকেই সুযোগ পেলেই
স¦াধীনতার জন্য দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এজন্য বাংলাকে বুলঘাকপুর বা বিদ্রোহের নগরীও বলা হত।
ফখরুদ্দিন মুবারক শাহ ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁও-এ স¦াধীন সুলতানি যুগের সূচনা করেন। তখন থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ
পর্যন্ত প্রায় দু’শ বছর ধরে বাংলাদেশ অবিচ্ছিন্নভাবে স¦াধীনতা ভোগ করেছিল। বাংলার এই স¦াধীন সুলতানি যুগে ফখরুদ্দিন
মুবারক শাহ, ইলিয়াস শাহী বংশ, রাজা গণেশের বংশ, হাবশি সুলতান এবং পরবর্তীতে হোসেন শাহী বংশের শাসকগণ
বাংলা শাসন করেছেন। এ সময় বাংলার সুলতানগণ নিজেদের যোগ্যতা, শক্তি ও ঐশ্বর্য দিয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ নৃপতিদের
পাশে স্থান করে নিয়েছিলেন। তাঁরা বাংলায় সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষাসংস্কৃতির উৎকর্ষ সাধন, জনকল্যাণকামী কর্মকাÐে
অংশগ্রহণ করেছেন। তাই দু’শ বছরের এ স¦াধীন যুগটিকে বাংলার গৌরবময় যুগ বলা হয়।
মূখ্য শব্দ ফখরুদ্দিন, সোনার গাঁ ও ইবনে বতুতা
ভ‚মিকা
১২০৪ খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলেও ১৩৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসকগণ দিল্লির
সুলতানদের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের শাসনামলে বাংলাকে সোনারগাঁও, লখনৌতি ও
সাতগাঁও এই তিনটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়। ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের
(তাতার খান) মৃত্যু হলে ‘ফখরা’ বা ফখরুদ্দিন নামে তাঁর একজন সিলাহ্দার (বর্মরক্ষক) স¦াধীনতা ঘোষণা করেন। তিনি
‘মুবারক শাহ’ উপাধি গ্রহণ করেন। এ সময় দিল্লির সুলতান মুহাম¥দ বিন তুঘলক সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমনে
ব্যস্ত থাকায় বাংলায় ফখরুদ্দিনের বিরুদ্ধে তিনি কোন অভিযান প্রেরণ করতে পারেননি। ফলে বাংলা দিল্লির প্রশাসন থেকে
বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রের দূর্বলতার সুযোগে উচ্চাকাক্সক্ষী ফখরুদ্দিন বাংলায় তাঁর কর্তৃত্ব সুদৃঢ় করলে ১৩৩৮ খ্রিস্টাব্দ
থেকে বাংলায় দু’শো বছরের স¦াধীন ইতিহাসের সূচনা হয়।
প্রাথমিক বিদ্রোহ দমন ও সোনারগাঁ পুনরুদ্ধার
ফখরুদ্দিন মুবারক শাহের স¦াধীনতা ঘোষণায় লখনৌতির গভর্নর কদর খান ও সাতগাঁও-এর গভর্নর মালিক ইজুদ্দিন
ইয়াহিয়া যৌথভাবে ফখরুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাভিযান প্রেরণ করেন। শত্রæপক্ষের সমি¥লিত আক্রমণে তিনি বিপর্যস্ত হয়ে
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বর্তমান টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে আশ্রয় গ্রহণ করেন এবং সুযোগের অপেক্ষায় থাকেন।
আক্রমণকারীদের অনেকেই নিজ নিজ অঞ্চলে ফিরে গেলেও কদর খান সোনারগাঁও-এ থেকে যান। ফখরুদ্দিন বর্ষার
আগমনের প্রতিক্ষায় ছিলেন। কারণ সোনারগাঁও ছিল নিম্ন অঞ্চল। অঞ্চলটি বর্ষায় প্লাবিত হলে কদরখানের সেনাবাহিনীকে
সহজেই কাবু করা যাবে। বর্ষা মৌসুম এলে ফখরুদ্দিন সোনারগাঁও-এ অবস্থানরত কদর খানকে পাল্টা আক্রমণ করলে
কদরখান অবরুদ্ধ হন। ফখরুদ্দিন কদর খানের সৈন্যদের গোপনে ঘুষ প্রদান করে তাদেরকে নিজের দলভুক্ত করেন।
অবশেষে উভয় পক্ষের মধ্যে সংঘটিত যুদ্ধে কদর খান পরাজিত ও নিহত হলে ফখরুদ্দিন সোনারগাঁও পুনরুদ্ধার করতে
সমর্থ হন। এই সোনারগাঁও-ই হল স¦াধীন বাংলার প্রথম রাজধানী।
তাঁর কৃতিত্ব
ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স¦াধীন সুলতান। একজন যোগ্য শাসক ও কূটকৌশলী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি
নিজ নামে মুদ্রা জারি করেন। তিনি তাঁর রাজ্যসীমা দক্ষিণ-পূর্ব দিকে অনেকটা স¤প্রসারণ করেন। তিনি চট্টগ্রাম বিজয়
করেন এবং এ পর্যন্ত সমগ্র ভূ-ভাগে তাঁর সুদৃঢ় নিয়ন্ত্রণে ছিল। লখনৌতি দখলের জন্য বার বার চেষ্টা করেও তিনি সফলতা
পাননি। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেছিলেন বলে জানা যায়।
প্রজাহিতৈষী শাসক
তিনি একজন বিচক্ষণ ও প্রজাহিতৈষী শাসক ছিলেন। তিনি তাঁর রাজ্যে অনেক মসজিদ, মাদ্রাসা, খানকাহ ইত্যাদি নির্মাণ
করেন। তিনি আউলিয়া, পীর-দরবেশ ও ফকিরদের উদার পৃষ্ঠপোষকতা করেন। ফলে চট্টগ্রাম থেকে পুরো পূর্ববঙ্গে ইসলাম
ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে।
পর্যটক ইবনে বতুতার বিবরণী
ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে সুদূর আফ্রিকার মরক্কো থেকে ইবনে বতুতা নামে একজন মুসলিম পর্যটক ১৩৪৫-
৪৬ খ্রি. বাংলায় অসেন। তাঁর ‘রেহেলা-ই-ইবনে বতুতা’ নামক ভ্রমণ বিবরণীতে সমসাময়িক বাংলায় আর্থ-সামাজিক
অবস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তিনি তৎকালীন বাংলার কৃষি, বাণিজ্য, সামাজিক অবস্থা, স¤প্রদায়িক
স¤প্রীতি, নারীর মর্যাদা ইত্যাদির প্রসংশা করেছেন। ইবনে বতুতা সিলেটের প্রখ্যাত সাধক হযরত শাহজালালের সাথে
সাক্ষাৎ করেন। পরবর্তীকালে তিনি চীনের রাজদরবার গমনের উদ্দেশ্যে বাংলা ত্যাগ করেন।
সারসংক্ষেপ :
ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার প্রথম স¦াধীন সুলতান ছিলেন। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও কর্মে বাংলার অভ্যন্তরীণ অবস্থার
ব্যাপক উন্নতি ঘটলে বাংলার সুনাম এর বাইরেও ছড়িয়ে পড়ে। তাঁর সময়ে বাংলার সীমানা চট্্রগ্রাম পর্যন্ত বিস্তৃত হলে
বাংলার গৌরব উজ্জ্বলতর হয়। তাই ফখরুদ্দিনের রাজত্বকালকে বাংলার গৌরবময় যুগ বলা হয়।
পাঠোত্তর মূল্যায়ন-৫.১
১। কোন সনে বাংলায় স¦াধীন সুলতানি যুগের সূচনা হয় ?
ক) ১৩৩৭ খ্রিস্টাব্দে খ) ১৩৩৮ খ্রিস্টাব্দে গ) ১৩৩৯ খ্রিস্টাব্দে ঘ) ১৩৪০ খ্রিস্টাব্দে
২। সোনারগাঁও-এর কোন শাসক স¦াধীনতা ঘোষণা করেন ?
ক) বারোস খান খ) ফখরুদ্দিন মুবারক শাহ গ) কদর খান ঘ) মালিক ইজুদ্দিন ইয়াহিয়া
৩। কোন পর্যটকের বর্ণনায় স্বাধীন সুলতানি শাসনামলের প্রাথমিককালের বর্ণনা পাওয়া যায়?
ক) আল মাজুসি খ) বার্ণিয়ার গ) মাহুয়ান ঘ) ইবনে বতুতা
সৃজনশীল প্রশ্ন:
পলাশীর আ¤্রকাননে ১৭৫৭ সালে ২৩ শে জুন নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ হয়।
দেশীয় এক গোষ্ঠীর ষড়যন্ত্রে নবাবের পতন হয় এবং প্রায় দু’শো বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়।
কিন্তু এর পূর্বের বাংলার ইতিহাসে ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ পর্যন্ত দু’শো বছরেরও স্বাধীন শাসনের ইতিহাস রয়েছে যা
শিক্ষা-সংস্কৃতি উৎকর্ষসহ আর্থ-সামাজিক নানা উন্নয়নে সমৃদ্ধ।
ক. বুলঘাকপুর অর্থ কী? ১
খ. সোনারগাঁ এর পরিচয় দিন। ২
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম দু’শো বছর ও শেষোক্ত দু’শো বছরের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। ৩
ঘ. উদ্দীপকের আলোকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসন কৃতিত্ব মূল্যায়ন করুন। ৪
FOR MORE CLICK HERE
এইচএসসি বাংলা নোট ১ম পত্র ও ২য় পত্র
ENGLISH 1ST & SECOND PAPER
এইচএসসি আইসিটি নোট
এইচএসসি অর্থনীতি নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
এইচএসসি পৌরনীতি নোট ২য় পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ১ম পত্র
এইচএসসি সমাজকর্ম নোট ২য় পত্র
এইচএসসি সমাজবিজ্ঞান নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইতিহাস নোট ১ম পত্র
এইচএসসি ইতিহাস নোট ২য় পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ১ম পত্র
এইচএসসি ইসলামের ইতি. ও সংস্কৃতি নোট ২য় পত্র
এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ভূগোল ও পরিবেশ নোট ১ম পত্র ও ২য় পত্র
এইচএসসি ইসলামিক স্টাডিজ ১ম ও ২য় পত্র